খবর বিজ্ঞপ্তি::
দুই দশক আগে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যে রায় আদালত দিয়েছে, তাতে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরার আদালতের রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক বিএনপির সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৫০ নেতা-কর্মীকে কারাদ- দেওয়া হয়। এই মিথ্যা মামলাটি নিয়ে আওয়ামী লীগ প্রতিশোধ গ্রহণের খেলায় মেতেছে, তার প্রমাণ ঢাকা থেকে একজন এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে সাতক্ষীরায় পাঠানো হয়েছিল মামলাটিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য, যা নজিরবিহীন। প্রতিহিংসা পূরণ করতে হাবিবসহ বিএনপির নেতাদের সাজা দেওয়া হয়েছে দাবি করে নেতৃবৃন্দ অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।