শাশুড়ির দুই গাভী বিষ প্রয়োগে হত্যা করলো জামাই !

1
Spread the love

মো. রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে জামাই কর্তৃক বিষ প্রয়োগে শাশুড়ির ২টি গাভী হত্যার লিখিত অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনাটি ঘটেছে উপজেলার জুনিয়াদহ দলুয়া গোবিন্দপুর গ্রামে। উক্ত গ্রামের গাভির মালিক শরিয়ত উল্লাহর স্ত্রী হিরা খাতুন জানান, গত বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে বাড়ির বাইরে গরুর পাশে তাঁর জামাই দৌলতপুর থানার জয়রামপুরের ফজলুর ছেলে সুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই গাভি ২ টা মাটিতে লুটিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার পূর্বেই অল্প সময়ের মধ্যেই গাভী ২টার মৃত্যু হয়। ১টি গাভির পেটে ৬ মাসের এবং অপরটির গাভীর পেটে ২ মাসের বাচ্চা ছিলো।

ঘটনায় হিরা খাতুন বাদি হয়ে সুজনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
হিরা খাতুন আরোও জানান, তাঁর মেয়ে শিরিনার সাথে পার্শ্ববর্তী জয়রামপুরের ফজলুল হকের ছেলে সুজনের ৬ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকে জামাই সুজন। তাঁদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বছর তিনেক পূর্বে জামাই সুজন যৌতুকের দাবিতে শিরিনাকে বাড়ি থেকে বের করে দেয়। শিরিনার অনুমতি ছাড়াই অন্যত্র বিয়ে করে সংসার করতে থাকে।
হিরা খাতুন আরো জানান, জামাই সুজনের নামে কোর্টে মামলা করে আমার মেয়ে শিরিনা, এরপর থেকেই আমাদের সাথে শক্রতা শুরু করে আসছে সুজন। ১ বছর আগে প্রায় ৪ লক্ষ টাকার কৃষি আবাদি ফসল কেটে ক্ষতি সাধন করে সুজন। তাঁর কিছুদিন পর আমার বাড়িতে এসে আচমকা আমার স্বামীকে মাথায় মেরে ফাটিয়ে দেয় ও রক্তাক্ত করে। তখন ৯ টা সেলাই লাগে।


চলতি মাসের ১৫ তারিখে সুজনের কোর্টে হাজিরা আছে তাই মামলা উঠিয়ে নিতে বেশ কয়েকদিন ধরেই নানা ভাবে চাপপ্রয়োগ করছে ও হুমকি দিয়ে আসছিলো সে। এদিকে অসহায় মিরা খাতুন বৃদ্ধ স্বামী ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে গাভী পালন ও গাভীর দুধ বিক্রি করে কোন রকম কষ্টে সংসার চালিয়ে আসছিলো।
ঘটনা স্থলে সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগীর পরিবার মৃত গরুর পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছে। তাঁরা জানিয়েছেন, গাভীর ওপর ভর করেই তাদের রুটি, রুজির ব্যবস্থা হতো। গাভী ২ টার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকার কাছাকাছি।।
এব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আপডেট কুষ্টিয়াকে জানান, ঘটনায় ভেড়ামারা থানায় মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং ০৭। তারিখ ০৫/০২/২০২১। এধরণের জঘন্যতম অপরাধে সুজনকে আইনের আওতায় এনে দৃষ্ট্যান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।