রূপের ঝলক দেখিয়ে আয়োজন করা হয় ডিজে পার্টির

24
Spread the love

ঢাকা অফিস::

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর জেরে বেরিয়ে আসছে রাজধানী জুড়ে মদ-মাদক-অসামাজিক কার্যকলাপের সংঘবদ্ধ আয়োজনের চাঞ্চল্যকর তথ্য। সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে অভিজাত হোটেল বা রেস্টুরেন্টে আয়োজন করা হয় ডিজে পার্টির। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ডিজে নেহাকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডিজে পার্টির নামে সারারাত চলে মদের উৎসব, নাচ আর গান। তারপর অবৈধ সম্পর্কের মাধ্যমে কামানো হয় লাখ লাখ টাকা।

ডিজে নেহা সম্পর্কে পুলিশ জানায়, রাজধানীর অভিজাত হোটেল বা রেস্তোঁরাতে প্রায়ই সরব থাকতে দেখা গেছে ডিজে নেহাকে। দামি দামি সব ড্রেস পরে, ব্যবহার করে দামি ব্রান্ডের সব মেকআপ। আর রূপের ঝলক দেখিয়ে আয়োজন করে ডিজে পার্টির। কখনো ঠোঁটে শিশার পাইপ, আবার কখনো হাতে থাকতো দামি বিদেশি মদের বোতল। সেই পার্টিতে নিয়ে আসা হতো ধনী পরিবারের সন্তানদের। সেখান থেকে অনৈতিক কার্যকলাপ। এটাই ছিলো নেহার আয়ের উৎস।

শুক্রবার নেহাকে পাঁচদিনের রিমান্ডে আনে পুলিশ। জিজ্ঞাসাবাদে এমনসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নেহা। তার মতোই রাজধানীতে বেশ কয়েকটি সিন্ডিকেট ডিজে পার্টির আড়ালে অবৈধ সব কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে পুলিশ। সেই সাথে বিষাক্ত মদের উৎসের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে তেজগাঁ বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ঢাকা শহরের অনেক মেয়ে বড় লোকের ছেলেদেরকে নিয়ে ডিজে পার্টিতে এবং বিভিন্ন ক্লাবে নিয়ে যায়। যেগুলোর কোন লাইসেন্স নেই এবং বসার অনুমতিও নাই। কিছু কিছু জায়গায় আবার তারা ভাড়া নিয়ে মদের পার্টি করে।’

তিনি বলেন, ‘অবৈধ এসব কাজে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।