কালীগঞ্জ ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট: হেসে খেলেই খুলনা আবাহনীর বড় জয়

17
Spread the love

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ক্লেমন টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ খেলায় খুলনা আবাহনী হেসে খেলেই জয়লাভ করেছে। শনিবার ঝিনাইদহ কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় তারা শক্তিশালী কোঁটচাদপুর ক্রিকেট একাদশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২য় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছে।

কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের আয়োজনে ৪র্থ ম্যাচে খুলনা আবাহনীর অধিনায়ক টসে জিতে কোটচাঁদপুরকে ব্যাট করার আমন্ত্রন জানান। এরপর ব্যাট হাতে মাঠে নেমে কোঁটচাদপুর একাদশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা লাগাতরভাবে সাজঘরে ফিরতে থাকে। সর্বশেষ তারা ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ মাত্র রানের একটি মামলি টার্গেট ছুড়ে দেয়। দলের পক্ষে মসলিম সর্বোচ্চ ২৯ রান করে।

২য় ইনিংসে মাত্র ১০০ রানের টার্গেটে জবাবে ব্যাট হাতে মাঠে নেমে খুলনা আবাহনী ক্রিকেট একাদশের দুই ওপেনার রিয়াজ আর বিশ্ব শুরু থেকেই বেধড়ক পেটাতে থাকে। রিয়াজ দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে আউট হলেও জেতার জন্য শক্ত ভিত গড়ে দেয়। পরে বাকি কাজ শেষ করেন অধিনায়ক রাহী। শেষ পর্যন্ত মাঠে থেকে মুল্যবান ৩৪ রান সংগ্রহ করে অপরাজিত থেকে ৮ উইকেটে জয় এনে দেন তিনি। এজন্য তাদের খোয়াতে হয় মাত্র ১২.১ ওভার ও ২ উইকেট।

বিজয়ী আবাহনী দলের অধিনায়ক রাহী অপরাজিত থেকে ৩৪ রান ও ২ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচায্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনসহ ক্রীড়া ফেডারেশনের সদস্য আয়ুব আলী বসসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ টুর্নামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কার স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার কালীগঞ্জ প্রেসক্লাব।

খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন, মশিউর রহমান নয়ন ও হাসিব। অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্য্য, ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম। আগামী ৭ ফেব্রুয়ারী রোববার টুর্নামেন্টের ৫ম ম্যাচে অংশ নিবে যশোর কিং ক্রিকেট একাদশ ও ঝিনাইদহ ক্রিকেট একাদশ।