ভারতে পাচারের সময় ৩৬টি হাঁসপাখি জব্দ করেছে পুলিশ: ৩ পাচারকারী আটক

3
Spread the love

বেনাপোল প্রতিনিধি::

ভারতে পাচারের সময় ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি জব্দ করেছে পুলিশ। পাচারের সাথে  জড়িত ৩ যুবককে আটক করেছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় অভিযান চালিয়ে পাখি উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, পিকআপ ভ্যানে করে পাখিগুলো পাচারের সময় সদর উপজেলার তেলিধান্যপুর এলাকায় একটি পিকআপে অভিযান চালিয়ে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁসপাখি উদ্ধার করে। একই সময় আটক করা হয় মাগুরা সদরের বগিয়া এলাকার শেখ রাসেল (২২) ও বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান (২৬) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা এলাকার রুবেল হোসেন (৩০)।

তিনি আরো জানান, আটককৃতরা অবৈধপথে ঢাকা হতে হাঁসগুলো সংগ্রহ করে যশোরের

বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়। এ ব্যপারে যশোর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।