খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও অ‌ভিষেক

6
Spread the love

স্টাফ রিপোর্টার::

 খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ জয়তুন রেস্তোরার হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে অ‌ভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ‌ভিষেক অনুষ্ঠানে কেক কেটে সংগঠন‌টি উদ্বোধন করেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের কর্মকর্তা সৈয়দ হা‌ফিজুর রহমান।

অ‌ভিষেক অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বি‌শিষ্ট সমাজ সেবক ও ব‌্যবসায়ী মো: নজরুল ইসলাম।
সূচনা বক্তব্যে আগতরা বলেন, খুলনার সাম‌গ্রিক উন্নয়নের শপথে নানান পেশাজীবীসহ দলমত নি‌র্বিশেষে সবাই  এক হয়ে কে‌ডিএফ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সবার অংশগ্রহণে সংগঠন‌টি অর্থবহ ও গতিশীল ভূমিকা পালন করবে। সমাজ তথা খুলনা জেলা ও মহানগরীর নানা অসঙ্গতি দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চাই আমরা। এ সংগঠনটির মাধ্যমে বিভিন্ন ভালো কাজ এক সঙ্গে করা যাবে। এ ব্যাপারে আমাদের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছি।  আমরা আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতির জন্য  কে‌ডিএফ’র হাত ধরে নীতি নির্ধারকদের বি‌ভিন্নভাবে প্রস্তাব করবো।

“খুলনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” এক‌টি রাজনীতিমুক্ত সামাজিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কে‌ডিএফ ছিন্নমুল মানুষের পাশে দাড়াবে, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট দূর, বেকারত্ব দূরীকরণ, দা‌রিদ‌্য বিমোচনসহ তিলোত্তমা খুলনা গড়াই এ সংগঠনের মূল লক্ষ‌্য।
অ‌ভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য আব্দুস সালাম শিমুল ও রোটা: ওহিদুজ্জামান (ওয়া‌হিদ)।


এছাড়া অ‌ভিষেক অনুষ্ঠানে অংশগ্রহন করেন, এন‌টি‌ভি খুলনার প্রতি‌নি‌ধি মুহাম্মদ আবু তৈয়ব, রূপসা ম‌হিলা কলেজের প্রভাষক শাহারাজ শা‌হিন, রূপসা চাঁদপুর কলেজের প্রভাষক ফারুক হোসেন, বেগ মেটাল ইন্ডা‌ষ্ট্রিজ’র বেগ র‌ফিকুল ইসলাম, নৌ প‌রিবহন মা‌লিক গ্রুপের প‌রিচালক ই‌লিয়াস হোসেন লাবু, পল্লী মঙ্গল মাধ‌্যমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা সুলতানা, খুলনা বিশ্ব‌বিদ‌্যালয়ের কর্মকর্তা শাকিল রহমান, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের কর্মকর্তা সৈয়দ হা‌ফিজুর রহমান, বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট মানজারুল ইসলাম, তাসরীনা বেগম, শি‌রিনা পারভীন, জি এম শহীদুল ইসলাম, জি এম ম‌ফিজুর রহমান, শাখাওয়াৎ হোসেন স্বপন, সরদার মফলে উর রহমান কাজল, ‌মো: আবুল হোসেন, শেখ জামাল উ‌দ্দিন, গাজী মো: ম‌হিউ‌দ্দিন, বিজন বিশ্বাস, বাসুদে কুমার বিশ্বাস, মাসুদ রানা, কাজী বেলাল সাঈদ, ইশরাত আরা হীরা, রূপা খাতুন, সা‌বির খান, সুলতানা পারভীন, ফারহানা চৌধু‌রি, বাহলুল আলম, এজাজ আহমেদ চৌধু‌রি সুমন, হুমায়ুন ক‌বীর, ডা: জি এম সাঈদ, মিনহাজ ইসলাম সুজন, মোস্তফা রায়হান সিদ্দিকী, শফিকুর রহমান, র‌নি, বনানী দাস প্রমুখ।