স্টাফ রিপোর্টার:
সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষনা করেছেন। দ-প্রাপ্ত আসামি হলেন নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলা মোড়ের আব্দুল আজিজ মোল্লার ছেলে নূর মোহাম্মদ ওরফে বাবু মোল্লা (২৬)। রায় ঘোষনাকালে আসামি নূর মোহাম্মদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামি সোহেল রানাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মো. বাহাউদ্দিন শাহিন নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২০ জুন বিকেল পৌনে ৫টায় সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরে বাংলা রোডস্থ শিল্পকলা একাডেমির পাশ থেকে ১২৪ বোতল ফেনসিডিলসহ নূর মোহাম্মদ বাবুকে এবং সহযোগী সোহেল রানাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শাহ মো. আওলাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন যার নং-১৮। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার এসআই রাশিদুল ইসলাম আসামী নূর মোহাম্মদ ও সহযোগী সোহেল রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে চার্জশীটভুক্ত ১৫জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সংশ্লিষ্ট আদালতের বিচারক এরায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ ।
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৭৯ পিস ইয়াবা, ২২০ গ্রাম গাঁজা ও এক মাদক সেবনকারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা সোনার বাংলা গলির মো. আশরাফ আলীর ছেলে মো. মিঠু (২৪), খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটের পাশের মো. বেলাল মোড়লের ছেলে মো. সজিব মোড়ল (২৩), গিলাতলা দক্ষিণপাড়ার মো. মোক্তাদির খাঁন এর ছেলে মো. রুহুল আমিন খাঁন (৩৪), জোড়াগেট বরই তলার মৃত. লিয়াকত উদ্দিন তালুকদার এর ছেলে মো. সোহরাব তালুকদার (৬৪), দৌলতপুর আঞ্জুমান রোডের মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. রাজু (৩১) ও পশ্চিম বানিয়াখামার এলাকার নুর ইসলাম সরদার এর ছেলে মো. সোহেল রানা সরদার ওরফে রানা (৩৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৭৯ পিস ইয়াবা, ২২০ গ্রাম গাঁজা ও এক মাদক সেবনকারীসহ ৭ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কালীগঞ্জ হতে জীবননগর মহাসড়কে অভিযান চালিয়ে ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৬। ২ ফেব্রুয়ারি গোপন সংবাদের মাধ্যমে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কালীগঞ্জ হতে জীবননগর মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি আভিযানিক দল। এসময় বলুহর বাসষ্ট্যান্ড পাকা রাস্তার দক্ষিন পাশে কোটচাঁদপুর ডায়াবেটিক সমিতি মুকল খালেক ডায়াবেটিক হাসপাতাল এর পূর্ব পাশ থেকে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তায় ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল সাধারন ডায়রী মুলে কোটচাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা জেলার সদর থানাধীন বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদরের কালিয়ানী ছয় গরিয়া গ্রামের মো. আরশাদ আলীর ছেলে মো. কবির হোসেন (২৮)।
র্যাব-৬ জানায়, ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে একটি আভিযানিক দল। এসময় কাথন্ডা বাজারের হাসান মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ কবির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।