দেলুটি পশ্চিমপাড়া সার্বজনীন মাতৃ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি বাবু

13
Spread the love

খবর বিজ্ঞপ্তি::

পাইকগাছা উপজেলার দেলুটি পশ্চিমপাড়া সার্বজনীন মাতৃ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় দেলুটি পশ্চিমপাড়া সার্বজনীন মাতৃ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দেলুটি ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এ সময় আরও উপস্থিত বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা হারুন আর রশীদ, শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, রাম টিকাদার, দিজেন মন্ডল, বিদ্যুৎ, বিশ্বজিৎ, সুব্রত বিশ্বাস, সুপদ, বজিয়ার রহমান বদি, প্রতিম, ছাত্রলীগ রায়হান পারভেজ রনি প্রমুখ।