রামপালে ৪২ কেজি হরিণের মাংস ও ২ মাথাসহ বাবা-ছেলে আটক

3
Spread the love

মেহেদী হাসান (রামপাল)::

 রামপাল উপজেলায় দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।

এর আগে রাত ৩ টায় রামপাল উপজেলার বগুড়া ব্রিজ সংলগ্ন বগুড়া নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমান শেখ (৫২) ও ছেলে মোস্তাকিন শেখ (২৭)। সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে রামপালে বগুড়া নদীর তীরে অভিযান চালিয়ে দুইটি হরিণের মাথা ও ৪২ কেজি মাংসসহ পাচারকারী বাবা-ছেলেকে আটক করা হয়। তারা সুন্দরবন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের পর এর মাংস পাচারের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিলেন। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।