তথ্য বিবরণী::
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিন দিনের সফরে ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার গড়াই নদী পুন:খনন কাজ পরিদর্শন করবেন।
তিনি ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টায় সাতক্ষীরার কপোতাক্ষ নদের উভয় তীরে আম্ফানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার দাতিনাখালী, লেবুবুনিয়া, গোলখালী, গাব্বুলিয়া, ২ নম্বর কয়রা, হরিণখোলা-ঘাটাখালী, চাকলা, কুড়িকাউনিয়া নামক স্থান (৭/১,৭/২ ও ১৫ নম্বর পোল্ডার এবং খুলনা জেলার কয়রা উপজেলাধীন ১৩-১৪/২ ও ১৪/১ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী সন্ধ্যা ছয়টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা জোনের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
প্রতিমন্ত্রী ৬ ফেব্রুয়ারি (শনিবার) খোলপেটুয়া নদীর উভয় তীরে আম্ফানে ক্ষতিগ্রস্ত পোল্ডার বাঁধ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মেরামত এবং পুন:নির্মাণ কাজ পরিদর্শন করবেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাধীন কামালকাটি, ঘোলা, হিজলিয়া-কোলা,হাজরাখালী, হরিষখালি নামক স্থান (৪, ৫, ৭/১ ও ৭/২ নম্বর পোল্ডার) পরিদর্শন করবেন।
বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।