খুবি শিক্ষক সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

12
Spread the love

খবর বিজ্ঞপ্তি::


খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ০১ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত।


টুর্নামেন্টে পুরুষ দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবিউল ইসলাম খান ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর শেখ আব্দুল্লাহ আল মামুন। প্রথম রানার আপ হন ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ। দ্বিতীয় রানার আপ হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাহরিয়ার রহমান রাজু ও ইসিই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হাসান।
টুর্নামেন্টে নারী দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া জান্নাত ও আইন ডিসিপ্লিনের প্রভাষক তানিয়া সুলতানা তারিন। প্রথম রানার আপ হন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মন্নুজাহান আরা ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী।

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক মলয় দাসের
মায়ের পরলোকগমনে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি


খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক (আইসিটি) মলয় দাসের মাতা কল্যাণী রাণী দাস গত সোমবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগাস্থ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক (আইসিটি) মলয় দাসের মাতার পরলোকগমনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়সহ স্কুলের শিক্ষকবৃন্দ।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।