সতক্ষীরা প্রতিনিধি::
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ডায়মন্ডসহ রেবেকা বেগম (৪২) নামে এক নারী আটক করেছে বিজিবি। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। সাতক্ষীরা বিজিবি সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটক রেবেকা বেগম সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি এলাকার সাহেব আলীর স্ত্রী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডায়মন্ডের আংটিসহ ওই নারীকে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে একটি সীমান্ত পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদাড়ী বেড়িবাঁধের ওপর থেকে আটক করা হয়। আটক রেবেকা বেগম ভারত থেকে বাংলাদেশে পাচারকালে এক কোটি আটাশি লাখ ষাট হাজার টাকা মূল্যের সর্বমোট ১৪৮টি (বড় ৫৪টি এবং ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পলাতক চোরাচালানিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রেবেকা এসব মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত থেকে এনে স্বামীর সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে পাচার করত বলে জানা যায়। এ জাতীয় চোরাচালানের সঙ্গে অন্য কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ়প্রতিজ্ঞ।’