ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা

0

ঢাকা অফিস::

আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সেটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা আরও কমবে।

আবহাওয়া অধিদপ্তর তাদের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, শ্রীমঙ্গল, সীতাকুণ্ড, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আজও (২৯ জানুয়ারি) অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।