সারা খুলনা অঞ্চলের খবর

12
Spread the love

শোভনালী ইউপি চেয়ারম্যানের  মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলার শোভনালীতে ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। শুক্রবার সকালে শোভনালীর বাটরায় তার নিজ কার্যালয়ে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রভাষক ম. মোনায়েম হোসেন বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শোভনালী ইউনিয়নের ২, ৩, ৪ ও ৮ নং ওয়ার্ডের সকল রাস্তায় ইটের সোলিং এর কাজ করা হয়েছে। ৫নং ওয়ার্ডে কাজ চলমান রয়েছে। ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডে মাত্র ২০০০ মিটার রাস্তার কাজ বাকী রয়েছে। সরকারি ও নিজ তহবিল থেকে ইউনিয়নের সকল মসজিদ-মন্দির সংস্কার করা হয়েছে। ২০টি মসজিদে সোলার প্রদান করা হয়েছে, ৩টি শ্মশান নির্মাণ করা হয়েছে। ২০টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ৭টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়া নিজ তহবিল থেকে ইউনিয়নের পানি নিষ্কাশনের জন্য কয়েকটি নালা ও ড্রেন তৈরী করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চলমান রাখার জন্য বাকড়া ইউনাইটেড ক্লাব, কৈখালী অগ্নিবীনা ক্লাব সহ কয়েকটি ক্লাবে নিজ তহবিল থেকে বরাদ্দ দিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন নির্মাণ করেছি। ইউনিয়ন পরিষদের গেট নির্মাণ, পরিষদের সংযোগ সড়ক নির্মানসহ বালিয়াপুর দূর্গামন্দির থেকে বিলে নামার জন্য নিজস্ব অর্থায়নে ইটের সোলিং করে দিয়েছি। গ্রাম আদালতকে সক্রিয় রেখেছি। চৌকিদারদের সজাগ রেখে মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। পুনরায় নির্বাচিত হতে পারলে আমার ইউনিয়নে কোন কাঁচা রাস্তা থাকবে না। সরকারি সকল সুযোগ সুবিধা ন্যায্যতার ভিত্তিতে বিলি বন্টন করি বা করব। প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রামকে শহর করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে জনগণকে একত্রিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করে উদ্যোক্তা সৃষ্টি করে সাবলম্বী করার চেষ্টা করব।

কাদাকাটিতে চেয়ারম্যান প্রার্থী মফিজুলের উঠান বৈঠক

আশাশুনি প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাদাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়লের পক্ষে উঠোন বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ২নং ওয়ার্ডের দক্ষিণ কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, মহাদেব গাইন, ডাক্তার শ্যামল কান্তি গাইন, চাঁদপুর ডিগ্রী কলেজের প্রভাষক যামিনী কান্ত মন্ডল, দেবাশীষ গাইন, শহিদুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার গাইন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার শাশ্বতী রানী সরকার, মেম্বার আবুহেনা বাবু, মেম্বার হরে কৃষ্ণ মন্ডল, মেম্বার পদপ্রার্থী আবদুস সোবহান সরদার। এলাকার শত শত মানুষ উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহাবুদ্দিন সবুজ ও গীতা পাঠ করেন শ্যামল কান্তি গাইন। সাবেক চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ২০১১ সালে আওয়ামীলীগের দলীয় সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচিত হয়ে ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তোলার কাজ করেছিলাম। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ ও দুর্নীতিমূক্ত করতে পারিবারিক পাশ বই ইস্যু করে (ক, খ ও গ শ্রেণি) সকল সহযোগিতা বন্টন ও ট্যাক্স আদায় ও বইতে লিপিবদ্ধ করি। উপজেলার প্রায় সর্বত্র সন্ত্রাস, নাশকতা, জ্বালাও পোড়াও, সড়ক কাটা ও গাছকাটা হলেও আমার ইউনিয়নে একটিও হতে দেইনি। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠত্বতের সনদ ও পুরস্কার প্রাপ্ত হই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, টেংরাখালী গ্রাজুয়েট এসোঃ মাধ্যমে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করি। মসজিদ ভবন নির্মান, শ্মশান, মন্দির, মাদরাসা, কবরস্থান উন্নয়ন, আশ্রয়ন প্রকল্পের ১৪০টি গৃহ নির্মান, সাইক্লোন শেল্টার নির্মান, ব্রিজ, কালভার্ট, ইটের রাস্তা, মাটির রাস্তা, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান, ইউনিয়নের সীমানা নির্ধারণ, আইন শৃংখলা বজায় রাখা, সকল ওয়ার্ডে পুলিশিং কমিটি গঠন করা, মাদক, জুয়া বন্দ করা, আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা, ৭টি বাজার চাননি সেট, ডাকঘর, ওয়াশ ব্লক নির্মান, রাতে স্কুলে অতিঃ পাঠদান ব্যবস্থা, শিশু বান্ধব স্কুল ব্যবস্থা, কাদাকাটি থেকে তেঁতুলিয়া, গাবতলা থেকে তেঁতুলিয়া পাকা রাস্তা করাসহ সকল ক্ষেত্রে কাজ করে ইউনিয়নকে ঢেলে সাজানো হয়েছিল। কিন্তু বিগত ৫ বছরে সবকিছু আবার পিছিয়ে গেছে। আমি নির্বাচিত হতে পারলে পুনরায় ইউনিয়নের উন্নয়ন করতে চেষ্টা করবো।

খাজরা ইউপি চেয়ারম্যানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহনেওয়াজ ডালিম ও তার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারী) জুম্মা নামাজান্তে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিম ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে খালিয়া মুজাহিদুল, খালিয়া পূর্ব পাড়া, খাজরা বাজার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা ও এতিমখানা, পিরোজপুর, রাউতাড়া, তুয়ারডাঙ্গা, চেউটিয়া, গদাইপুর, কাপসন্ডা, ফটিকখালী, খাজরাসহ ৪০টি জামে মসজিদে জুম্মা নামাজান্তে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। নামাজ শেষে মুসুল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

কুল্যায় আড়ৎ মহাজনের স্ত্রীর রূহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

আশাশুনি প্রতিনিধি

ঢাকাস্থ শাহজালাল ট্রেডার্স (শ্যামবাজার) এর মহাজন মোসলেম উদ্দিন খানের স্ত্রী মজিদা বেগমের রূহর মাগফেরাত কামনায় আশাশুনি উপজেলার কুল্যায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর বাদ উপজেলার বুধহাটা আম ব্যবসায়ীদের উদ্যোগে কুল্যা মোড়স্থ আম বাগান চত্তরে এ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মীলাদ ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা ওবায়দুল হক। এসময় আম ব্যবসায়ী আব্দুল আহাদ, আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম, জিয়াদ আলী, আব্দুস সালাম, মোজাহার মোড়ল, জিয়াউর রহমান, আব্দুল কালাম, খুশি খাতুন প্রমূখ। দোয়ানুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকাস্থ শাহজালাল ট্রেডার্স এর মহাজন মোসলেম উদ্দিন খাঁনের স্ত্রী মজিদা বেগম মৃত্যুবরণ করেন।

জাতীয় যুব সংহতির সদর থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় যুব সংহতির সদর থানার কর্মী সম্মেলন শুক্রবার বিকাল ৪:৩০টায় হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ আব্দুল সালমের সভাপতিত্বে ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ হানিফ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির যুগ্ন-আহ্বায়ক ও সোনাডাঙ্গা থানা জাতীয় পার্টির আহ্বায়ক শেখ নাজমুল কবির সাদি, সভায় বক্তব্য রাখেন নারায়ন কুমার সরকার, মাসুদ আকুঞ্জী, শেখ মাসুদ রানা, রাসেল মামুন, মোঃ শাহ আলম, গাজী মোশারেফ, মহানগর  ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ হাসান, মুন্সি হাবিবুল্লাহ, মোঃ গোলাম শেখ, মোঃ ইসলাম সানা, মোঃ কবির হাওলাদার, মোঃ বাবু সানা , মোঃ আকতার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ সিকান্দার রহমান, মোঃ রফিকুল হাওলাদার, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ওয়াহিদ মুরাদ, মোঃ সাইদুল, মোঃ রবিউল ইসলাম, মোঃ আমির আলী, মোঃ বাবু, মোঃ হায়দার মিজি, মোঃ শাকিল হোসেন, মোঃ সোহরাব তালুকদার, মোঃ হারুন শেখ, মোঃ তাইজুল, মোঃ ইউনুছ, মোঃ মফিজ, মোঃ রুমি, মোঃ মনির হোসেন, মাসুম হাওলাদার প্রমূখ।

কর্মী সভায়- মোঃ আব্দুল সালামকে আহ্বায়ক, মুন্সি হাবিবুল্লাহ ও নারায়ন কুমার সরকার যুগ্ন-আহবায়ক এবং মাসুদ আকুঞ্জীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর মিছিল ও সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রণ্ট-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় জেলা কাউন্সিল উপলক্ষে আজ ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর শিল্পাঞ্চলে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে খুলনা জেলা শাখা। খালিশপুরে সংগঠনের জেলা কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে বিআইডিসি রোড প্রদক্ষিণ শেষে পিপলস গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল করিমের সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির সরদার ও বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, খুলনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনার্দন দত্ত নাণ্টু, সদস্য কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত ম-ল শ্রমিকনেতা আব্দুল হাই, মোঃ মনির হোসেন, শহীদুল ইসলাম, ইসমাইল হোসেন, মাণিক শেখ, আলেয়া খাতুন, লাকী আক্তার, কামরুল ইসলাম, গোবিন্দ বৈদ্য, অজয় মজুমদার, নিতাই বর্মণ, রেশমা আক্তার, ইমাম হোসেন, নাসিমা বেগম, মরিয়ম আক্তার, নূর ইসলাম, একলাছ হোসেন, পুতুল বেগম, লাইলী আক্তার, নূর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা ছিল, একটা শোষণহীন সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করা। কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে ক্ষমতাসীন সকল পুুঁজিবাদী সামরিক-বেসামরিক সরকার সেই চেতনার বিপরীতে রাষ্ট্র পরিচালনা করেছে। ফলে দেশে এখন রাজত্ব করছে মুনাফাখোর, লুটেরা, পুঁিজপতিগোষ্ঠী আমলা। দেশের সিংহভাগ শ্রমজীবী মানুষের শ্রমশক্তি একেবারে ন্যূনতম মজুরীতে নিংড়ে নিয়ে এরা রাতারাতি বিত্তশালী হচ্ছে, দেশের সম্পদ বাইরে পাচার করে দিচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত করছে। আর সরকার এদের সব কর্মকা- বৈধতা দিচ্ছে, সহযোগিতা করছে। রাষ্ট্রায়ত্ত সকল কারখানা পরিকল্পিতভাবে ধ্বংস করে এসব লুটপাটকারীদের হাতে তুলে দেয়া হচ্ছে। জনগণের করের টাকায় ও শ্রমিকদের শোষণ করে দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের সুবিধা নিচ্ছে লুটপাটকারীরা। আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছে না শ্রমজীবী মানুষ। করোনা মহামারীকালীন আর্থিক প্রণোদনার সুবিধাও পেয়ে এই লুটেরাগোষ্ঠী। ফলে এ সময়ে প্রায় সোয়া তিন হাজার নতুন কোটিপতি সৃষ্টি হওয়ার বিপরীতে প্রায় ২ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। কাজের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে, ফলে বেকার বাড়ছে। এই অবস্থায় শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই। শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নির্মাণে তাই সমাতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের হাত শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ। অবিলম্বে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত সকল পাটকল ও চিনিকল চালু এবং আধুনিকায়ন করে লাভজনক করতে হবে। বদলী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের এরিয়ারসহ সকল পওনা, বকেয়া ৬ সপ্তাহের বিল, বকেয়া বোনাস-সহ সকল পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। নামের ভুল দ্রুত সংশোধন করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। ব্যাটারি চালিত বাহনের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আটককৃত সকল রিকসা-ব্যাটারিসহ ফেরত দিতে হবে। সকল সেক্টরে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। সমাবেশ শেষে শ্রমিকনেতা কমরেড আব্দুল করিমের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা শাখার ২য় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কমরেড আব্দুল করিমকে সভাপতি, কমরেড জনার্দন দত্ত নাণ্টুকে সাধারণ সম্পাদক ও কমরেড ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দ্বিতীয় জেলা কমিটি গঠন করা হয়। 

উইথ সী’র অয়োজনে খুলনাতে ব্যক্তিগত সুরক্ষা কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উইথ সী খুলনা জেলার আয়োজনে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউট এর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে দু’দিন ব্যাপী “ব্যক্তিগত সুরক্ষা কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয় টায়  কর্মশালা শুরু হয়ে শুক্রবার দুপুর বারোটায় শেষ হয়।

দুদিনের এই কর্মশালায় ৩০জন প্রশিক্ষণার্থীকে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পাঞ্চ, ব্লক, বেসিক সেল্ফ ডিফেন্স, ইয়োগা, স্ট্রেংথ ট্রেইনিং, কারাতে কিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের মধ্যের পার্থক্য সম্পর্কে জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইথ সী’র উপদেষ্টা শাহমিনা ইয়াসমিন, উইথ সী’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক ইমরান জাহান আরাফাত, উইথ সী’র হেড অব মার্কেটিং ও দৈনিক তথ্য’র নিজস্ব প্রতিবেদক হাসানুর রহমান তানজির, আলোকিত রূপসা সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম এবং সিনিয়র সিটিজেন লুতফর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সম্পাদক মোঃ মাহামুদ হোসেন।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যান, শিতোরিউ পদক প্রাপ্ত  প্রশিক্ষক ইসরাত রেজওয়ানা তিশা। কর্মশালায় সবাইকে আনন্দ দিতে চমক হিসেবে ছিলো “সহজ মানুষ” ব্যান্ডের গানের আয়োজন।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল ডুমুরিয়া হাসপাতাল সংলগ্ন আরাজি ডুমুরিয়া ব্ইাতুর নুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুছাল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে সাজিয়াড়া গ্রামে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাবে মহিলা কলেজ সংলগ্ন অসহায় হতদরিদ্রদের সাথে মতবিনিময় করেন। রাতে মির্জাপুর মন্ডলপাড়ায় ৮ দলীয় ব্যাটমিন্টন খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৮ নম্বর ওয়ার্ডের ওয়াপদার পাশে বসবাসকারী ও পূর্ব ডুমুরিয়া গ্রামের সৈয়দপাড়ার দিন মজুরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন আবুল কালাম সরদার, গাজী জাহিদ, সুলতান খান, আবু বক্কার গাজী, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন, মিলন শেখ, সুমন শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, নওশের সরদার,ইছহাক শেখ, রিজাউল শেখ, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে সোমবার খুলনায় মানবন্ধন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন সোনালী, এ্যাজাক্স,  আফিল, মহসেন , জুট স্পিনার্স সহ সকল জুট মিল সহ কলকারখানা চালু , বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে  বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসুচী অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সফল করার লক্ষে শুক্রবার  বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফ্ফারফুড মোড়ে শ্রমিক নেতা শহিদুল্লাহ খান এর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক  সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন  বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ  হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার , সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আঃ ওহাব, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মোঃ ইমরান হোসেন প্রমুখ। সভা থেকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী অতিদ্রুত মেনে নেওয়ার আহবান জানানো হয় , তানা হলে সোমবার মানববন্ধন থেকে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠিন থেকে কঠিন কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।

গিলাতলায় শীতে আগুন পোহাতে গিয়ে গৃহবধু দগ্ধ 

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 নগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ার ভ্যান চালক ইদ্রিস আলীর স্ত্রী শাহানারা (৩০) শীত নিবারণের জন্য আগুন পোহাতে যেয়ে দগ্ধ হয়েছেন। ২৯ জানুয়ারি  শুক্রবার সকালে প্রতিবেশির বাড়িতে আগুন পোহাতে যেয়ে গায়ের কাপড়ে অসাবধানতাবসত আগুন ধরে গেলে তাৎক্ষনিক আগুনে কোমরের নিচের বেশিরভাগ অংশ পুড়ে যায়।    স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তিতে অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সংখ্যামুক্তবস্থায় খুমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ডুমুরিয়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ: ধর্ষক শ্রীঘরে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ওহিদুল শেখ (৪০) নামের দু’সন্তানের জনককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।মামলার বিবরনী সূত্রে জানা যায়,উপজেলার কুখিয়া গ্রামের সাঈদ শেখের ছেলে ওহিদুল ইসলাম ঘটনার দিন দুপুরে হতদরিদ্র প্রতিবন্ধী গৃহবধূর বাড়িতে যায়।এসময় তার স্বামী বাড়িতে না থাকায় নির্জন পরিবেশ পেয়ে ঝাপটি মেরে ধরে ওই গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে।্এরপর তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষক দৌড়ে পালায়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ধর্ষক ওহিদুলকে আটক করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

ডুমুরিয়া একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশে টনক নড়েছে পাউবো’র :    অবশেষে থানায় এজাহার দায়ের

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় পাউবো’র মাটি গিলে খাচ্ছে ইটভ্টাায়” শিরোনামে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের।তথ্য বহুল সচিত্র সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা পেয়ে অবশেষে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।এটি সরকারী সম্পদ রক্ষার্থে যুগান্তকারী পদক্ষেপ বলে এলাকাবাসি জানিয়েছেন। প্রসঙ্গতঃ উপজেলার কাঁঠালতলা-মাগুরখালী সড়কে ১৭/২ পোল্ডারের কুলবাড়ীয়া স্লুইচ গেটের নিকটবর্তী এলাকায় স্থানীয় কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১ একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে।সম্প্রতি ২/৩ দিন ধরে ওই ভেঁড়ীবাঁধের নীচে স্কেভেটর দিয়ে বিশাল গর্ত করে খননকৃত সরকারি মাটি চড়া মূল্যে ইটভাটায় সরবরাহ করা হয়।এ নিয়ে স্থানীয় একাধিক লোকজন ও ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না জোরালো অভিযোগ করে জানিয়ে ছিলেন কুলবাড়ীয়া এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল হাই পাউবো’র প্রায় ১একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছে।এরমধ্যে ২/৩ দিন ধরে স্কেভেটর দিয়ে স্লুইচ গেটের নিকটে পাউবো’র ভেঁড়ীবাঁধের নীচ থেকে মাটি খনন করে স্থানীয় আজিজুল ইসলাম মোড়লের এডিবি নামক ইটভাটায় চড়াও দামে ওই মাটি বিক্রি করা হয়। তারা আরও অভিযোগ করে বলেছিলেন মাটি বহনকৃত ভারী যানবাহন ওঠা-নামায় ও চলাচলে কার্পেটিং সড়কে ফাটল দেখা দিয়েছে,ধ্বস নেমেছে সড়কের পাশ।এছাড়া সড়কে কাদামাটি পড়ায় ঝুঁকির মধ্যদিয়ে চলতে হচ্ছে প্রতিটি যানবাহন।বিষয়টি খুবই নেক্কারজনক উল্লেখ করে ওই ইউপি সদস্য এটি বন্ধ ও এর সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি জানিয়ে ছিলেন।এ প্রসঙ্গে মাটি খননের সত্যতা স্বীকার করে আব্দুল হাই বলেন,মাটি বিক্রয়ের বিষয়টি সত্য নয় তবে ভটা মালিক আজিজুল তার স্কেভেটর দিয়ে মাটি খনন করে নিজ দায়িত্বে ওই মাটি তার ভাটায় নিয়েছে।এটা যে বে-আইনি তা আমার জানা ছিলনা।এ প্রসঙ্গে পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বলেন বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে।এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সাবেক শিক্ষামন্ত্রী এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের সহধর্মিনী মমতাজ রওশন জাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা রূপসা উপজেলার মিল্কী দেয়াড়া মরহুমার পিত্রালয় মরহুম খান বাহাদুরের বাড়িতে কোরআন খানি, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে মমতাজ রওশন জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায় কোরআন খানি ও বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

আমজাদ হোসেন ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। মরহুমার কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানা, তার সন্তান এস এম রাহামিন হোসেন ও বুসরা হোসেন রিশাসহ পারিবারের সকল সদস্য তাদের পিতামাতার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেশবপুরে বিএনপি নেতা আকরামের স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম খানের স্ত্রী আমেনা বেগমের (৩৩) মৃত্যু হয়েছে। (ইন্নালি¬ল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এক সাথে ২টি ছেলে জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে উপজেলার ঝিকরা গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আল্হাজ্ব আবুল হোসেন আজাদ।

দেবহাটায় ডিজিটাল ভূমি জরিপ প্রশিক্ষণ

কে এম রেজাউল করিম দেবহাটা

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমােদিত ডিজিটাল ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।  শুক্রবার সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিক ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেহের আলী। বিশেষ অতিথি  ছিলেন সার্ভে শিক্ষক মােঃ ওমর ফারুক।  এসময় বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণটি সপ্তাহের শুক্রবার ও শনিবার বিকালে অনুষ্ঠিত হবে।

নওয়াপাড়ায় গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

কে এম রেজাউল দেবহাটা

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী  মোঃ আজগর আলীর নিজেস্ব অর্থয়নে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে গরীব অসহায় মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমাজসেবক কাজী গোলাম ওয়ারেস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন দেবহাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব মোঃ নুরুনবী মোড়ল,মোঃ আয়ুব হোসেন, মোঃ ইসমাইল মোড়ল,মোঃ মাজেদ পাড়, মোঃ বাবুর আলী প্রমূখ।  এসময়  ১০০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অভয়নগরে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার অভয়নগর উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫জন গণমাধ্যমকর্মীদের নিয়ে পিফোরডি প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৯জানুয়ারি) সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব শাহিন ইসলাম, এনডিসি এর সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন, এসডিসি। বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এবং পিফোরডি’র টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ের ওপর আলোচনা করেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।

পিফোরডি প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে মন্ত্রিপরিষদ বিভাগ, সমম্বয়ে বৃটিশ কাউন্সিল এবং বাস্তবায়নের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস এডমিন একাডেমি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। পিফোরডি প্রকল্পটির মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহীতা নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত পাঁচটি কৌশলপত্র-জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদান।

কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা সঞ্চালনায় ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফোরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম, কর্মশালা পরিচালনায় বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. আবুজার গাফ্ফারী, সার্বিক ব্যবস্থাপনায় উপপরিচালক (প্রশাসন) মো. সোহেল রানা, কর্মশালা সমন্বয়ক সহকারী পরিচালক (অর্থ) মিজ হেনা বিউটি এবং সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) মো. আবদুল মান্নান ও র‌্যাপেটিয়ার হিসেবে ছিলেন, প্রোগ্রামার মোহা. আবদুস সালাম, কর্মশালা সহযোগি দায়িত্বে ছিলেন, গণমাধ্যম ইনস্টিটিউটের হিসাব রক্ষক নোমান ও কম্পিউটার অপারেটর জাকারিয়া।

দুই দিনের কর্মশালায় অংশ গ্রহণ করেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ সহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।

ঝিনাইদহে করোনার ভ্যাকসিন পৌঁছেচে

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁঁছেচে। শুক্রবার দুপুরে বেক্সিমকো কোম্পানীর ফ্রিজার ভ্যান যোগে ভ্যাকসিন পৌঁছায়। সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, প্রথম ধাপে ৫ টি কার্টুনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়েছে। এটি ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে। আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি সিভিল সার্জন অফিসে প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে প্রশিক্ষকবৃন্দ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদাণ করবেন। আশা করছি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে অগ্রাধিকারভুক্ত উদ্দিষ্ট ব্যাক্তিদের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাক চাপায় ইমন আহম্মেদ রবিন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রবিন মোটর সাইকেল যোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খুলনা ফুলবাড়ীগেট গাঙচিল সাহিত্য পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 নগরীর ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ বঙ্গ প্রদীপে গাঙচিল সাহিত্য পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২৯ জানুযয়ারি শুক্রবার বিকেল ৪ টায় খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আযয়োজনে পরিষদের সভাপতি কবি আব্দুর রহমানের সভাপতিত্বে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। কবি পি জি এল ইউনুসের পরিচালনায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা গাঙচিল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার হাফিজুর রহমান, কবি প্রদীপ কুমার আচার্য ,কবি আব্দুল হাদী, কবি মাস্টার শাওন ,কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস,কবি লুৎফুন নাহার প্রমুখ ।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর কিবজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এমপি প্রদত্ত শীতবস্ত্র অসহায় দুস্থ শীতার্তদের মাঝে খুলনা সদর থানার শ্রীশ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির, দোলখোলা প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৪:৩০টায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন। প্রধান অতিথি বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের একটিও মানুষ যাতে ক্ষুধায় ও শীতে কষ্ট না পায় তারজন্য অসহায় মানুষের পাশে গিয়ে খাদ্য, বস্ত্র ও মৌলিক চাহিদা মিটানোর জন্য সবসময়ে কাজ করার কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এমপি প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) আজ অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। মহামারী করোনার শুরু থেকে আজ পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং খুলনা-২ আসনের মাননীয় এমপিসহ তাঁর পরিবারের পক্ষ দফায় দফায় প্রতিটি ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্র, বাচ্চাদের জন্য দুধ, প্রসূতি মায়েদের বিশেষ খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। কাজেই সরকারের এই সকল অসহায় মানুষের প্রতি সর্বদা সতর্ক দৃষ্টি রয়েছে। আপনারা জানেন খুলনা উন্নয়নে যেমনÑশহরের প্রতিটি ড্রেন নির্মাণ, বিভিন্ন রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এখানে অনেক অবৈধ দখলদাররা রাস্তার জায়গা দখল করে ইমারত নির্মাণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলেন, যত শক্তিশালী হন না কেন, খুলনা উন্নয়নের জন্য ঐ জায়গা ছেড়ে দিতেই হবে। তিনি পূজা উদযাপন পরিষদকে উদ্দেশ্য করে বলেন, পূজা পরিষদের এই মানবিক কাজগুলো প্রশংসার দাবিদার। এজন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা-২ আসনের সংসদ সদস্যের পিএস ড. সাইদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, সঞ্জীব দাস, তাপস সাহা, গৌরাঙ্গ সাহা, বিদ্যুৎ দাস, শিবু রায়, প্রসীত সাহা, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেনÑদীপক দত্ত, উপাধ্যক্ষ দেবদাস ম-ল দেবু, অভিজিৎ দাস লবী, প্রকৌশলী বাবুল দেবনাথ, সুবর্ণ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্তী, দিপংকর সাধু, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, সুশীল দাস, বাবু শীল, মানিক শীল, অলোক দে, শুভাগত দত্ত শুভ, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, রাজু শীল, সজল দাস, বিদ্যুৎ নন্দী, চন্দন দে, প্রিন্স দাস, বিধান রায় প্রমুখ।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন লবনচরা থানার সাচিবুনিয়া জমশেদ আকবর এর বাড়ীর ভাড়াটিয়া কবির হাওলাদার এর ছেলে রাসেল হাওলাদার (২২), সদর থানার বসুপাড়া এতিমখানা রোডস্থ চশমাওয়ালার মোড়ের রোকেয়ার বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার হোসেন এর ছেলে আলামিন ইসলাম ওরফে নিলয় ফরাজী (২২) ও সাতক্ষীরা জেলার   কলারোয়া থানার শহিদুল ইসলাম এর ছেলে সিহাব হোসেন রনি (২০)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৫০ বোতল ফেন্সিডিল ও ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৮কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ১নং বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার   নারায়নপুর গ্রামের ছেলে মৃত. আইয়ুব আলী মন্ডল এর ছেলে আব্দুস সবুর (৩৫) ও  বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মো. সেলিম গাজী (৩৫)। 

র‌্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন শুকদারা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের কামাল এর বসত বাড়ির উত্তর পাশ ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সবুর ও সেলিম গাজীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

কর্মক্ষম যুবকদের বেকার রেখে টেকসই উন্নয়ন অসম্ভব

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন রূপসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল ৪টায় রূপসাস্থ ইলাইপুর মোড়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন নেতা উজ্জ্বল কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী সুখেন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রূপসা উপজেলা সভাপতি মুরারী মোহন সরকার, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, মহানগর যুব ইউনিয়ন আহ্বায়ক আফজাল হোসেন রাজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এড. নিত্যানন্দ ঢালী। যুবনেতা শ্যামল কুমার দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকৃষকনেতা মোঃ ফরহাদ হোসেন, শিক্ষক পলাশ চন্দ্র রায়, মিজানুর রহমান, ক্ষিতিশ বৈরাগী, চিন্ময় হালদার, রাজন ফকির, কিঙ্কর হালদার, নিত্যানন্দ পাল, আসাদুজ্জামান, রঞ্জন কীর্ত্তুনিয়া, হৃদয় পাল, মিঠুর পোদ্দার, তন্ময় মজুমদার, সঞ্জয় পাল, দিবাকর চন্দ্র পাল, বিশ্বজিৎ পাল, সজল পাল, সমীর পাল, অলোক পাল প্রমুখ। বক্তারা বলেন, বিপুল সংখ্যক কর্মক্ষম শিক্ষিত যুবকদের বেকার রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানবশক্তিকে সম্পদে পরিণত করতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একদিকে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বন্ধ করে বেকারত্বের সংখ্যা বাড়ছে। অন্যদিকে সন্তোষজনক হারে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। চাকুরীতে ঘুষ-দুর্নীতি, আত্মীয়করণ-দলীয়করণের কারণে প্রকৃত মেধার মূল্যায়ণ হচ্ছে না। বরং ঘুষ-দুর্নীতি অযোগ্যতাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে যার ফলাফল ভয়নকভাবে নেতিবাচক। এ সমস্য থেকে উত্তোরণের লক্ষ্যে যুব সমাজকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত হয়ে অনাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উজ্জ্বল কুমার পালকে সভাপতি, শ্যামল কুমার দাসকে সাধারণ সম্পাদক ও রাজন ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রূপসা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।