ঐক্যবদ্ধ হয়ে তৃর্ণমূলের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে: তালুকদার আব্দুল খালেক

9
Spread the love

খবর বিজ্ঞপ্তি::

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দক্ষিণপশ্চিমাঞ্চলের উন্নয়নকে প্রাধান্য দিয়েছেন। সে কারনেই রূপসা শিপইয়ার্ড বাইপাস সড়কে তৃতীয় বারের মত তিনি ২৫৯ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। খুলনার সড়ক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন, খুলনা এখন উন্নয়নের মহাসড়কে। সবাইকে সঙ্গে নিয়েই দেশ ও জনগণের উন্নয়ন করতে হবে। মনে রাখতে হবে, এককভাবে কোনো সরকারের পক্ষে একটি দেশের উন্নয়ন করা সম্ভব নয়। আমাদের দেশের মানুষ অত্যন্ত উন্নয়নমুখী। সে জন্যই খুলনা নগরের উন্নয়নে নগরের মানুষকে সঙ্গে নিতে হবে। নগরবাসীকেও আগ্রহী হয়ে সব উন্নয়নকাজ মনিটরিং করতে হবে। কারণ, উন্নয়ন কর্মকাণ্ডগুলো তাদের টাকায়ই হচ্ছে। এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ নং আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে নির্বাচিত করতে হবে।। বিশেষ করে ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। তাদের সুখ-দুঃখের সাথি হতে হবে। তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। সেজন্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের উন্নয়নের কথা বুঝিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলির পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। 

শুক্রবার বাদ মাগরিব ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত রেকসোনা কালাম লিলির পরিচিতি ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড় বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, এ্যাড মো. সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ফয়জুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, মোস্তফা কামাল, এ্যাড. জেসমিন পারভিন জলি, প্রার্থী রেকসোনা কালাম লিলি, ইকতিয়ার উদ্দিন মোল্লা, সাথী, মাকসুদা আক্তার পাখি, হোসনে আরা বেগম। সভা পরিচালনা করেন শামীমুর রহমান শামীম। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল হাসান শেখ, হারুনুর রশিদ, জামাল উদ্দিন বাচ্চু, ফেরদৌস আলম চাঁন ফারাজি, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, রফিকুল আলম, শেখ ফারুক হোসেন, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. সিহাব উদ্দিন, হাসান চানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ১০টায় লবণচরা থানাধীন ৩১নং ওয়ার্ড এর ইসলামাবাদ ইব্রাহীমিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসার ফাতেমা খাতুন ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ নির্দেশনায় মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যেগ গ্রহীত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠিত হয় এবং ঢাকাস্থ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরী শিক্ষার উপর সমান গুরুত্ব দিয়ে দেশে ইসলামী আরবি বিশ^বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসকে মাস্টার্স এর সমমান করেন। সেই সাথে দেশের সকল উপজেলায় মডেল মসজিদ নির্মানের কাজ চালু করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন হয়। খুলনা সিটিতে বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। ৩১নং ওয়ার্ডে ২৮টি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং আরো ৭টি রাস্তার কাজ চলছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের সার্বিক সহযোগীতা আমাদের প্রয়োজন।

ইব্রাহীমিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক মুফতি মাসুম বিল্লাহর পরিচালনায় ও সভাপতি আলহাজ¦ আবুল হাসান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, খুলান রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, মাদ্রাসার দাখিল বিভাগের সভাপতি মো. রফিকুল আলম, লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর কুমার সরকার, শেখ মোসলেম উদ্দিন, এরশাদ আলী আজাদ, ইকতিয়ার উদ্দিন মোল্লা, মো. আইয়ুব খান সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবক সহ এলাকাবাসী।