সাকিবের সহযোগিতায় সাফল্য পাচ্ছেন স্পিনাররা

1
Spread the love

স্পোটর্স ডেস্ক

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কারণে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে সাকিব আল হাসানের। সেই হিসেবে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। তার মতো একজনের কাছ থেকে দলের তরুণ ক্রিকেটাররা নানামুখী ধারণা নিয়ে সাফল্য তুলে আনার চেষ্টা করছেন, আজ (বৃহস্পতিবার) এমনটাই জানালেন তাইজুল ইসলাম।

উপমহাদেশের উইকেটের স্পিন ফাঁদে পা দিয়ে অসহায় আত্মসমর্পণের বহু নজির আছে বাইরের দলগুলোর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে এমন ফাঁদই পাততে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। সাকিবের কাছ থেকে ধারণা নিয়ে দলের চার স্পিনার সাফল্য তুলে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তাইজুল, ‘সাকিব ভাই যখন আমাদের সঙ্গে থাকে, আমরা যারা স্পিনার আছি তাদের অনেক সাহায্য করে। উইকেটে কোনও মুভমেন্টে থাকলে সাকিব ভাই আগে থেকেই বোঝেন। আর সেটা আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি বলবো যে আমি, মিরাজ, নাঈম ও সাকিব ভাইয়ের একটা ভালো সমন্বয় হবে ইনশাল্লাহ। আমরা ভালো করার চেষ্টা করবো।’

কেবলমাত্র লংগার ভার্সন ক্রিকেট খেলা তাইজুল নিজেকে প্রস্তুত করেছেন এভাবে, ‘জাতীয় দলে আমারও ৬-৭ বছর হয়ে গেছে। সাকিব ভাইয়ের কাছে হয়তো অনেক কিছু নিতে পেরেছি, তো সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো। সাকিব ভাই কোনও কিছু বলার আগেই আমি সেগুলো করার চেষ্টা করবো।’

নিজের অভিজ্ঞতা দিয়ে জুনিয়রদের সহযোগিতা করতে মুখিয়ে এই বাঁহাতি স্পিনার, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, মাঠে বা মাঠের বাইরে টেস্ট চলাকালীন, জুনিয়রদের যেন হেল্প করতে পারি বা অভিজ্ঞতা যতটুকুই আছে তা যেন শেয়ার করতে পারি।’

তাইজুলের সতীর্থরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও তার ফেরা হয়নি। চট্টগ্রামে প্রথম টেস্ট দিয়ে দীর্ঘ বিরতি কাটানোর সুযোগ তার সামনে। দীর্ঘ বিরতি কাটালেও তাইজুল মনে করেন, যথাযথ অনুশীলনে তেমন কোনও ঘাটতি নেই তার, ‘অনেকদিন পর আমাদের দেশের মাটিতে খেলা। সবকিছু হয়তো এতটা সহজ হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, বেশ কিছুদিন ধরে অনুশীলনের মধ্যে আছি এবং ওয়ানডে দলের সঙ্গেও ছিলাম। ওখানে থাকার কারণে আমার অনুশীলনটা বেশি হয়েছে। আমাদের কোয়ালিটিফুল প্র্যাকটিস সেশন হচ্ছে। আশা করি, কামব্যাক করতে বড় ধরনের কোনও অসুবিধা হবে না।’