ঢাকা অফিস
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। সরকারি হিসাবে এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন মোট আট হাজার ৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫২৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
বুধবার (২৭ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৯৩২টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২০টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৫০৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৪৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় সাত লাখ ৮৩ হাজার ৪৬৩টি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে বর্তমানে ২০০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ১১৬টি পরীক্ষাগারে, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে, আর র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৩৬ শতাংশ, আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ৮ ও নারী ৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ১১৫ জন আর এক হাজার ৯৫৭ জন। শতকরা হিসাবে যা পুরুষ ৭৫ দশমিক ৭৬ শতাংশ আর নারী ২৪ দশমিক ২৪ শতাংশ।
মৃত ১৭ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন দুই জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগের দুই জন, আর বরিশাল ও রংপুর বিভাগের আছেন একজন করে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৫০৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৯৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১০ জন, রংপুর বিভাগের আছেন ১২ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের ১৩ জন, আর রাজশাহী বিভাগের আছেন ১১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৩৪৭ জন। ছাড়া পেয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন মোট ছয় লাখ ১৭ হাজার ৬২ জন, আর ছাড়া পেয়েছেন মোট পাঁচ লাখ ৮১ হাজার ৯২০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৫ হাজার ১৪২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৯ জন, আর ছাড়া পেয়েছেন ১৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে মোট যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৯০৫ জন, আর মোট ছাড়া পেয়েছেন ৮৮ হাজার ৩৩৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৫৭০ জন।











































