বখাটেকে কুপিয়ে সম্ভ্রম রক্ষা করলেন স্কুলছাত্রী

2
Spread the love

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে এক যুবককে কুপিয়ে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেয়েছেন স্কুলছাত্রী। এ ঘটনায় মো. সিরাজুল ইসলাম (২৫) নামের বখাটে ওই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল ২৭ জানুয়ারি, বুধবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা সদর বাজারে নিজেদের বাসার দোতালায় বসে পড়ছিলেন নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী। গতকাল রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের চরগলির কাপড়ের ব্যবসায়ী সিরাজুল তাদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় বখাটের হাত থেকে রক্ষা পেতে চিৎকার-চেঁচামেচি করতে থাকলেও ওই যুবক তাকে ছাড়েনি। সুযোগ বুঝে ঘরে থাকা একটি দা দিয়ে ওই সিরাজুলের মাথায় কোপ বসিয়ে দেন ওই কিশোরী।

পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে ওই যুবককে মারধোর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ‍ওই যুবকের পরিবারের দাবি, ছেলেটি মানসিক প্রতিবন্ধী।

এ বিষয়ে নাজিরপুর সদর বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘ঘটনাটি শুনেছি। ওই ছাত্রীর বাবা তাদের মান-ইজ্জতের কথা ভেবে কোনো মামলা দিতে রাজি হননি।’

তবে ওই ব্যবসায়ীকে বাজারে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’