খুলনা যশোর মহাসড়কের দুই পাশ জুড়ে বিদ্যুতের খুঁটি : ঘটছে দুর্ঘটনা

13
Spread the love

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা যশোর মহাসড়কের খানজাহান আলী থানা এলাকার শিরোমনি, বাদামতলা, মিরবাড়ী ইষ্টার্ণগেট, আফিলগেট বাইপাস সড়ক জুড়ে রয়েছে বিদ্যুতের পোল । এলাকাবাসী জানান ,সড়কের সাথে বিদ্যুতের খুঁটিগুলো থাকায় প্রায়ই প্রতিদিন ঘটছে দুর্ঘটনা । রাস্তারপাশে থাকা এসব খুঁটির কারণে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।এসব ঝুঁকির মধ্যেই প্রতিদিন এ সড়ক দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। খুলনা সড়ক বিভাগ জানিয়েছে, গত বছরের ১৪ ফেব্রুয়ারি সারাদেশের সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু খুলনার কোথাও খুঁটি অপসারণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক বিভাগ খুঁটি অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে,কিন্তু কোনো কাজ হয়নি। পথচারী কামরুল মিয়া বলেন, রাস্তায় বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। পাশাপাশি এ সড়কে যানবাহন চলাচলেও যেকোনো সময় প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। তাই হাই কোর্টের নিদের্শনা মেনে দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো অপসারণসহ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।

গড়াই পরিবহনের বাস চালক জামাল বলেন, এলোমেলো অবস্থায় এ রকম গুরুত্বপুর্ণ সড়কের পাশে যেখানে-সেখানে বিদ্যুতের খুঁটি রয়েছে। এতে এ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার আবেদন করছি।” খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান মাসুদ বলেন, সড়কের উপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, আন্তমন্ত্রনালয় এর বৈঠকে এ বিষয়ে অনেকবার আলোচনা হয়েছে , কিন্তু তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেয়নি।”খুলনা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরন বিভাগ( ২) হাবিবুর রহমান বলেন সড়ক প্রশস্তকরণের জন্য হেড কোয়াটার থেকে বিদ্যুতের পোল অনেকদিন ধরে রাখা হয়েছে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।