খুলনার বানিজ্যিক শহর কপিলমুনিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

15
Spread the love

শেখ সেকেন্দার আলী:

দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বানিজ্যিক শহর ও প্রস্তাবিত পৌর সভা কপিলমুনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে ব্যবসায়ীরাসহ সর্বস্তরের জনগণ। খুলনার বানিজ্যিক শহর কপিলমুনি ও হরিঢালি নিয়ে গঠিত বাজারে ছোট বড় মিলিয়ে প্রায় ৫ হাজারের বেশী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৯৩২ সালের দিকে কপিলমুনি বাজার গড়ে ওঠে। এর আরেক নাম বিনোদগঞ্জ। খুলনা-পাইকগাছা সড়ক ও বিশাল জায়গা জুড়ে কপিলমুনি বাজার। প্রতিদিন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়িক কাজে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। বাজারের পশ্চিম দিকে বয়ে গেছে কপোতাক্ষ নদ। সব গুরুত্বের কথা বিবেচনা করে সরকারের আদেশে ইতিমধ্যে শুরু হয়েছে পৌরসভা গঠনের কাজ। এছাড়াও থানার দাবি রয়েছে দীর্ঘদিন। বর্তমানে কপিলমুনি পাইকগাছা উপজেলার অন্তর্গত হলেও সেই উপজেলাতে নেই কোন ফায়ার সার্ভিস স্টেশন। গুরুত্বপূর্ণ ও ব্যবসায়িক কেন্দ্র বাজারে আগুন লাগলে অন্য উপজেলা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে যায় সম্পদ।

বিগত দিনে ছোট খাটো অগ্নিকাণ্ডে সামান্য ক্ষয়ক্ষতি হলেও ১১ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি উঠেছে ব্যবসায়ীদের মাঝে। সেই সাথে অত্র অঞ্চলের জনগণের পক্ষ থেকেও একই দাবি উঠেছে। ব্যবসায়ীরা জানান, দোকান ও গোডাউনে লাখ লাখ টাকার মালামাল থাকে। আমরা কখনো ভাবিনি অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। নিমিষেই তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে আমরা নিরাপদ নয়। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে ফায়ার সার্ভিস স্টেশনের স্থাপনের দাবি বাস্তবায়ন করতে হবে।

ব্যবসায়ী এই প্রতিবেদককে জানান, যদি আমাদের এখানে ফায়ার সার্ভিসের স্টেশন থাকতো তাহলে এত ক্ষতি হত না। আগুন লাগার দেড় ঘন্টা পরে ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানায়, বাজারে কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখল করে রাঘববোয়ালরা ব্যবসা বাণিজ্য করছে। সেই সব সরকারি জায়গায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নিতে হবে। (১৯ নভেম্বর ২০২০) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনসহ চলতি ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর ফলে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে প্রতি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা বাস্তবায়নের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্যিক শহর  পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।