স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে আনতে হবে। একমাত্র খেলাই পারে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে। বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী ভিপিজি স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লাবের উপদেষ্টা দেলদার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুরু হয় রাত ৯টায় এবং ফাইনাল পর্ব শেষ হয় রাত সাড়ে তিনটায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃস্টি পত্রিকার সম্পাদক রেজাইল ইসলাম রাজু, সময় টেলিভিশন ফেনি প্রতিনিধি আতিয়ার সজল, পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন মাস্টার মহিদুল ইসলাম মাহমুদ পলাশ, মাস্টার কামরুল ইসলাম, সাংবাদিক রিফাত আল মাহমুদ, সিফাত উল্লাহ, ইসাহাক হাওলাদার সহ অনেকে। পরে চ্যাম্পিয়ান দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়।