গ্রামীণফোনের ১৮০ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে খুলনায় মানববন্ধন

11
Spread the love

স্টাফ রিপোর্টার

স্থায়ী ১৮০ জন কর্মহীন কর্মীকে কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত, তীব্র শীত উপেক্ষা করে খুলনাসহ সারাদেশে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, করোনা মহামারীর মধ্যে যে খাতগুলো বেশি মুনাফা করছে তার মধ্যে টেলিযোগাযোগ অন্যতম। টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন একটি অত্যান্ত লাভজনক প্রতিষ্ঠান। এরকম লাভজনক অবস্থায় থাকার পরও রাতের আধারে করোনা মহামারীর সুযোগে গত বছরের ৩১শে মে হতে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১৮০ জন দক্ষ কর্মীকে তাদের স্থায়ী কাজ থেকে অপসারন করে কর্মহীন করে রেখেছে এবং অদক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে এই সেবাগুলি পরিচালনা করছে । আমরা বিশ্বাস করি এর ফলে প্রকৃত নেটওয়ার্ক ও গ্রাহক সেবা থেকে গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন। এই সব কর্মীকে তাদের কাজে ফিরায়ে নেয়ার দাবিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে জোরালো ভাবে শুরু থেকেই দাবি জানিয়ে আসছে। গ্রামীণফোন কর্তৃপক্ষ এই বিষয়টির এখন পর্যন্ত কোনো সুরাহা না করায়, গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন তাদের ধারাবাহিক আন্দোলন কর্ম সূচির অংশ হিসেবে আজকে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের খুলনা সার্কেল কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং সহসাধারন সম্পাদক সুজিত কুমার ঘোষসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অতিসত্বর কর্মহীন সকলকে কাজে ফেরত নেয়া এবং চাকুরীর নিশ্চয়তা বিধানের জন্য গ্রামীণফোন এর কাছে জোরালো দাবি জানান। তাঁরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।