আগুনে পুড়ে একই পরিবারের চার জনের মৃত্যু

4
Spread the love

ঢাকা অফিস

রাজধানীর পূর্বাচলে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বলেন, ‘শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

স্থানীয়ভাবে জানা গেছে, পূর্বাচলের টিনশেডে বাড়িতে কয়েকটি পরিবার থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরের অনেকেই চিৎকার-চেঁচামেচি করে ওঠেন। অনেকে বাইরে বের হয়ে আসেন। কিন্তু ওই চারজন ভেতরে আটকা পড়েন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।