মেহেরপুরে ইটভাটায় অভিযান, অর্ধকোটি টাকা জরিমানা

3
Spread the love

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আট ইট ভাটায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার অধিকাংশ ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, নেই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। এছাড়া আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়।

অভিযানে তমা ব্রিকসকে সাত লাখ, জোয়ার্দ্দার ব্রিকসকে ছয় লাখ, সমতা ব্রিকসকে আট লাখ, রুপসা ব্রিকসকে সাত লাখ, থ্রী-স্টার ব্রিকসকে চার লাখ, বস ব্রিকসকে চার লাখ, বেস্ট ব্রিকসকে পাঁচ লাখসহ আরও এক ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের কুষ্টিয়া জোনের উপপরিচালক আতাউর রহমানসহ র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু হাসান জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।