খবর বিজ্ঞপ্তি
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আলোকচিত্র শিল্পী হৃদয় অনির্বাণ খন্দকারের ‘করোনার অভিঘাত বৈশ্বিক’ (LIFE ENDURING-DURING A PANDEMIC)এবং ‘সুরের মূর্ছনার ছন্দপতন’ (MISSING THE BEET) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় খুলনা নগরীর পিটিআই মোড়স্থ রতন সেন পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। সোসাইটি আহ্বায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং কাকতাড়–য়া পত্রিকার সম্পাদক সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নুরুল হক লাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী রসু আক্তার। বক্তব্য রাখেনÑউদীচী খুলনা জেলা আহ্বায়ক অসীম বিশ্বাস, ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক শাহেদ রহমান শুভ, বিশিষ্ট নাগরিক নেতা মুনীর চৌধুরী সোহেল, সাংস্কৃতিক কর্মী নির্মল সাহা, চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হাসান, আরিফুল হক পাশা, আলোকচিত্র শিল্পী রেজাউল হক ইমরান, কবি রোমেল রহমান, সাংস্কৃতিক কর্মী নিয়াজ মুর্শেদ দোলন, আল আমিন শেখ প্রমুখ।