গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মাছ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের বাবলু শেখের ছেলে রিয়াজুল শেখ (১৭)। অপর জনের (৩০) পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার অফিসর ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মনিরুল ইসলাম জানান, খুলনা থেকে আসা ঢাকাগামী একটি মাছ বোঝাই ট্রাক মান্দারতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ট্রাকটি একটি যাত্রীবাহী রিকশাকে চাপা দিয়ে মহাসড়কের উপর উল্টে যায়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সর্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনালে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত যান সড়িয়ে নিলে আড়াই ঘন্টা পর মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।