সারা খুলনা অঞ্চলের খবর

29
Spread the love

সিটি মেয়রের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা ইট বালু ব্যবসায়ী ও পরিবহন এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী খান পলাশ-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

খুলনা জেলা যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনা জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে জেলা যুবলীগের সহ সভাপতি অধ্যাপক জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু জেলা আওয়ামী লীগ সদস্য জামিল খান,নগর যুবলীগ আহবায়ক শফিকুর রহমান পলাশ,যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,জসিম উদ্দিন বাবু,আসাদুজ্জামান খান রিয়াজ,এ্যাড.কমলেশ সানা,শেখ রাসেল কবির,এ্যাড নুরুল আমিন,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন,যুবলীগনেতা ব্রজেন দাস,বিএম মাসুম,জামাল হোসেন,প্রদীপ বিশ্বাস,প্রভাসক গোবিন্দ ঘোষ,হারুন অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান চন্দ্র রায়,রবিউল ইসলাম,তালিউর রহমান সানী,কবির আহম্মদ মনা,বিবেকআনন্দ রায়,মোল্লা কামরুল ইসলাম,এ্যাড.বদরুল আলম তয়ন,আল মোমিন লিটন,হাবিবুর রহমান,সাঈদুর রহমান সগির,আর্শীষ রায়,মোঃ ফরিদ শেখ.সুব্রত বাকছি,শাহানেয়াজ কবির টিংকু,বাসুদেব রায়,শামিম হাসান তুহিন,রতন মন্ডল,মেজবাবুর রহমান,বাদল মোল্লা,মহিউদ্দিন খান প্রিতম,জামাল ফকির,শাহাবুদ্দিন সুভ,সোহাগ গোলদার প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনকের ভ্রাতুষপুত্র যুবলীগের প্রেসিডিয়ম সদস্য শেখ সোহেল ও জেলা আওয়ামীলীগ সদস্য অসিত বরণ বিশ্বাসের সুস্থতা কামনা এবং জেলা যুবলীগের মহিলা সম্পাদিকা ফাতেমা বিপ্লবীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন রূপসা উপজেলা আওয়ামী লীগনেতা অধ্যাপক অহিদুজ্জামান।

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত, তে’ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে রবিবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির উদ্যোগে কমরেড অমল সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নীবরতা পালন করে স্মরণানুষ্ঠান আরম্ভ করা হয়। স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। পার্টির মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑপার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, কমরেড অজয় দে, যুব মৈত্রীর জেলা নেতা কৃষ্ণ কান্তি ঘোষ, সাবেক ছাত্র মৈত্রীর নেতা নাজমুল রাকিব উজ্জ্বল, মীর মানিক প্রমুখ নেতৃবৃন্দ। অপর দিকে আজ একই দিনে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের সফল মুখ্যমন্ত্রী প্রখ্যাত কমিউনিস্ট নেতা প্রয়াত কমরেড জ্যোতি বসুর মৃত্যুবাষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রবীন্দ্র পুরস্কার প্রাপ্তিতে অধ্যাপক সাধন রঞ্জন ঘোষকে খুলনায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা (ডুয়াক) এর সভাপতি অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ সম্প্রতি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনকে স্মরণীয় করে রাখতে ডুয়াক শনিবার সন্ধ্যায় সরকারি মডেল স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সংগীত এবং রবীন্দ্র দর্শন নিয়ে জীবনব্যাপী কাজ করার স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি অধ্যাপক সাধন রঞ্জন ঘোষকে এই বিরল পুরস্কারে সম্মানিত করে। ছায়ানটে রবীন্দ্র সংগীতে তাঁর প্রাতিষ্ঠানিক হাতেখড়ি, তারপর রবীন্দ্র সাহিত্য ও সংগীতের প্রতি নিষ্ঠা ও নিবিড় চর্চা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির উচ্চশ্রেণির রবীন্দ্র সংগীত শিল্পী,প্রযোজক ও বিচারক। একই সাথে তিনি দীর্ঘতকাল যাবত রবীন্দ্র সংগীতের প্রশিক্ষণ দিয়ে আসছেন। অধ্যাপক ঘোষ রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,খুলনার সভাপতি এবং কেন্দ্রিয় কমিটির সদস্য। স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-পরবর্তীকালে সাড়া জাগানো অনেক গণসংগীতের গীতিকার ও সুরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাধন রঞ্জন ঘোষ বলেন, আমার সারাজীবনের চলার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন। রবীন্দ্রনাথের সকল লেখার মধ্যে-সেটা হোক গান, কবিতা কিংবা গল্প-সবকিছুর মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিই আমাকে পরিচালিত করেছে। হয়তো তারই স্বীকৃতি এই পুরস্কার।

ডুয়াকের উপদেষ্টা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সাধন রঞ্জন ঘোষের জীবন ও কর্মের নানাদিক বিস্তারিত তুলে ধরেন খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন রায়। এছাড়া পুরস্কার বিজয়ীর সহধর্মিনী আভা ঘোষ, ডুয়াক সহসভাপতি শেখ মোঃ বদিউজ্জামান, মহাসচিব ড. বিশ^াস শাহিন আহম্মদ প্রমুখ আলোচনা করেন।

ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ: আ’লীগের ৩ বিএনপি একক

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।চায়ের দোকান,হাট-বাজার,রাস্তার মোড়সহ সর্বত্র একটাই আলোচনা,সে হল ইউনিয়ন পরিষদ নির্বাচন।কে পাবে দলীয় প্রতীক,আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন।এ দিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা আত্ম প্রকাশ করেছেন তারা একদিকে ভোটারদের খুশি,অন্যদিকে দলীয় মনোনয়নের আশায় মরিয়া হয়ে ছুটছেন।গাছে,দেয়ালে প্যানা,পোষ্টার,ফেষ্টুনে আত্ম প্রকাশ করে ছুটে চলেছেন বিরামহীন ভাবে।কদর বেড়েছে সাধারন ভোটার ও তোষামোদি বেড়েছে নেতাদের।

১৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত বৃহত্তম ডুমুরিয়া উপজেলা।যার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ৩নং রুদাঘরা ইউ্নিয়ন।এখানেও কমতি নেই ভোটের তোড়জোড়।সরেজমিনে গিয়ে সাধারন ভোটার,দলীয় নেতা-কর্মী ও আত্ম প্রকাশকারী প্রার্থীসহ সর্বস্তরে কথা বলে জানা যায়,আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ৩জন ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাত্র ১জনসহ ৪জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম প্রকাশ করে দৌঁড়ঝাঁপ অব্যাহত রেখেছে।এ নিয়ে কথা হয় আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের সাথে।তিনি জেলা আ’লীগের সহ-সভাপতি,উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি হিসেবে যেমন দলীয় দায়িত্ব পালন করছেন,তেমনি নিজ ইউনিয়নে সঠিক দায়িত্ব পালনের জন্য দু,দুবার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।যে কারনে ইউনিয়নটি সবুজ ইউনিয়ন ঘোষিত হয়েছে।দলীয় মনোনয়নে শতভাগ আশাবাদি ও ব্যাপক জন সমর্থন রয়েছে এমনটি দাবি করে তিনি আরও বলেন,আমি দল ও দলের নেত্রীর উপর আস্থাশীল।দলীয় সিন্ধান্তের বাইরে আ’লীগ নেতা গাজী তৌহিদ গত নির্বাচনে বিদ্্েরাহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল আমি দলের বাইরে কিছু করব না।কারন দল ও নেত্রীকে আামি মনে প্রাণে ভালবাসি।কথা হয় উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ গাজী তৌহিদুল ইসলাম’র সাথে।জনমত জরিপে জানা যাবে জনপ্রিয়তায় তিনিই শীর্ষে এমনটি দাবি করে বলেন,গত নির্বাচনে মাত্র ৭৩ ভোটে পরাজয় হয়েছিল।এবার জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যাপক ভূমিকা ও করোনা কালিন সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করেিেছ যা সাধারন মানুষ ও দলীয় নেতা-কর্মীর কাছে দৃশ্যমান হয়ে আছে।যে কারনে নৌকা প্রতীকে শতভাগ আশাবাদি তিনি।জণগনই বলে দিবে কে চেয়ারম্যান হিসেবে যোগ্য।কথা হয় ছাত্রলীগ নেতা প্রভাষক এমএম ইমরান হোসেনের সাথে তিনি প্রার্থী দাবি করে বলেন জণগন এখন নুতন নেতৃত্ব চায় যে কারনে তরুণ সমাজে তাকে নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এমনটি দাবি করে তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে দাবি করেন।কথা হয় বিএনপির একক প্রার্থী অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম হালদারের সাথে।তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি,একমাত্র প্রার্থী ও ইউনিয়নটি বিএনপি অধ্যুষিত এবং জনপ্রিয়তায় এগিয়ে দাবি করে বলেন,আসন্ন নির্বাচনে বিপুল ভোটে তার বিজয় নিশ্চিত হবে।কারন দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি জনকল্যানে মাঠে কাজ করে আসছেন তিনি এবং বিএনপির তৃর্ণমুল নেতা-কর্মীরা তার সাথে রয়েছে।কথা হয় আ’লীগনেতা বাবর আলী,তাপস কুমার হালদার,তকিম উদ্দিন সরদার সহ ইউনিয়ন আ’লীগ-বিএনপির অনেক নেতা-কর্মী ও সাধারন মানুষের সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন ত্রিমুখি লড়াইয়ের মধ্যদিয়ে এ ইউনিয়নে নির্বাচন হবে বলে সম্ভাবনা রয়েছে।তবে জনগনই যোগ্য ব্যক্তিকে বেছে নিতে ভূল করবে না।

নগর যুবদল সভাপতি পিয়ারুর পিতার ইন্তেকাল : বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভাগীয় সহ সভাপতি এবং মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর পিতা খুলনা শিপইয়ার্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব চিশতি (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন।

বাদ আসর মরহুমের নামাজে জানাজা পশ্চিম বানিয়াখামার কোবা মসজিদ সংলগ্ন ক্লাবের মোড়ে অনুষ্ঠিত হয়। এরপর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশি, বিপুল সংখ্যক মুসল্লি ও রাজনৈতিক সহকর্মী জানাজায় অংশ নেন।

জানাজায় অংশগ্রহণ করেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, ইলিয়াস মল্লিক, হাফিজুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, আব্দুল আজিজ সুমন, রফিকুল ইসলাম বাবু, আব্দুল মান্নান মিস্ত্রি, হেলাল আহমেদ সুমন, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম টিপু, ওহেদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, সোহরাব মোল্লা, মহিদুল ইসলাম, মোল্লা সোহেল, তারেকুল ইসলাম তারেক, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, এম এম জসীম, এ্যাড.. বজলুর রহমান রাজা, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, সোহেল রানা, সিরাজুল ইসলাম হিরা, সাকারুল সুমন, মিজানুর রহমান বাবু, ইশতি আহমেদ, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল, শিহাবুল আরেফিন লুপিন, শাকিল আহমেদ, আজমাইন হোসেন রাসেল, আরিফুল ইসলাম বিপ্লব, হৃদয় আহমেদ রিপন প্রমুখ।

ফুলতলা ৪৮ বোতল ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ রোববার বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারের আলেয়া ফার্মেসীর গলি থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো বেনাপোলের রাজাপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মোসাঃ কাজল রেখা ওরফে রুমা (৪০) এবং মনিরামপুরের চাকলা গ্রামের গোলাম বারীর পুত্র আসাদুজ্জামান আসাদ (৪২)। এসআই তাপস কুমার দত্ত বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-১৪, তারিখ-১৭/০১/২১ইং) দায়ের করেন।

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়র প্রার্থীসহ ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তবে সাধারণ সদস্যদের মধ্যে ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন।

রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কোষাধ্যক্ষ আব্দুল বাকি তালুকদার উপস্থিত ছিলেন।

পরে বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক জেলা বিএনপি নেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদেন। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, অহিদুজ্জামান পল্টু উপস্থিত ছিলেন।

কাউন্সিলর পদে একক প্রার্থীরা হলেন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসেম শিপন, ৬ নং ওয়ার্ডে আব্দুল বাকি তালুকদার, ৭ নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে দুই জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩টি সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন। ১৯ জানুয়ারি তারিখ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে।

বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৮ হাজার ২‘শ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৪‘শ ২১জন পুরুষ এবং ১৯ হাজার ৭‘শ৭৯ জন নারী ভোটার রয়েছেন।

বাগেরহাটে টমেটোর কেজি ৪ টাকা, চাষিদের মাথায় হাত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এ বছর টমেটোর বাম্পার ফলণ হয়েছে। তবে বাজার ব্যবস্থপনা না থাকায় ন্যায্যমূল্য থেকে বিরত হচ্ছে উৎপাদনকারী কৃষকরা। মৌসুমের শুরুতে টমেটোর পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা। যা এখন ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় হঠাৎ করে এ দরপতনে চাষিরা হতাশায় পড়েছেন। অথচ খুচরা বাজারে এ টমেটো বিক্রি হচ্ছে ৩০/৪০টাকা দরে।

পিঁপড়াডাঙ্গা গ্রামের টমেটো চাষি সুনিল গুহ জানান, টমেটোর দাম কমে যাওয়ায় বিপদে পড়েছি। টমেটো তুলতে মজুরী ও বহন খরচ যা আসে বিক্রি করে তা পোশায় না। পাইকারি ক্রেতারা সিন্ডিকেট করে টমোটোর মূল্য কমিয়ে দিয়েছে। এ ব্যপারে সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দিকে নজর দেয়া উচিত।

বোয়ালিয়া গ্রামের টমেটো চাষি প্রমথ রঞ্জন বালা বলেন, আমি ১২ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। ১৮০ থেকে ২০০ টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে। চাষ করতে দেড় লক্ষধিক টাকা খরচ হয়েছে। এ দরে বিক্রি হলে খরচের টাকা ওঠবে না।

চিতলমারী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বিধান রাণা জানান, বিগত বছরের তুলনায় এ বছর টমেটোর উৎপাদন অনেক বেশি। যার কারণে দাম কমে গেছে।

ফকিরহাটে মাদক মামলার পলাতক আসামী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে  হাফিজা বেগম( ৪৮) নামের এক ওয়ারেন্টভুক্ত মাদক মামলার এক আসামীকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ফকিরহাট সদর ইউনিয়নের বাড়াশিয়া মধ্যপাড়া এলাকার মৃত আলতাফ হোসেন এর স্ত্রী হাফিজা বেগম (৪৮)কে আটক করা হয়েছে। তার বিরূদ্ধে ফকিরহাট মডেল থানার জি আর মামলা ৪০/১৯ রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো বলে পুলিশ জানায়।

ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যায় এক আসামীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার

খুলনা পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী আলমগীর মোড়ল(২৭) দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আলমগীর মোড়ল পাইকগাছার ফকিরাবাদের মহিদুল মোড়লের ছেলে। সোমবার (১৭ জানুয়ারি) প্রান্ত ঘোষ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

এর আগে সিআইডি খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার (১৬ জানুয়ারী) মাদারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলা পুলিশ পরিদর্শক মোছাম্মদ মাহমুদা খাতুন বলেন, পাইকগাছার গুরাইকাঠির অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে আসামীরা ২০২০ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই বাদী হয়ে ০৫ জনকে এজাহারভুক্ত আসামী করে ১০ অক্টোবর পাইকগাছা থানার মামলা নং-১২ দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। সিআইডি খুলনা তদন্তভার গ্রহন করে শনিবার মাদারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দাকোপ ও দিঘলিয়া উপজেলায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

রবিবার জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা আওতাধীন দাকোপ ও দিঘলিয়া উপজেলা কমিটি গঠন করা হয়। দাকোপ উপজেলায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ।

উপস্থিত ছিলেন মাওলানা মেসবাহ উদ্দিন, মুফতি আলী আহমাদ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী হাসিবুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ উসমান গনী, মাওলানা তাবারক হুসাইন সহ ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম।

দিঘলিয়া উপজেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, বিশেষ  অতিথি ছিলেন মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী আজিজুর রহমান সোহেল, মাওলানা ইউসুফ সহ প্রমূখ ওলামায়ে কেরাম।

বক্তব্যে অতিথিবৃন্দ বলেন আমাদের কাজ হবে হক্কের আওয়াজ কে উঁচু করা এর ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা, সাথে সাথে ইসলামের সত্য ও সঠিক দাওয়াত মুসলিম উম্মাহ এর কাছে পৌঁছে দেওয়া।

দাকোপ উপজেলায় মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান সভাপতি, মাওলানা আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক। দিঘলিয়া উপজেলায় মুফতী আজিজুর রহমান সোহেল কে সভাপতি, মাওলানা ইউসুফ কে সাধারণ সম্পাদক করে চল্লিশ (৪০) সদস্য বিশিষ্ট দুটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে মোট ৭০ জনের মনোনয়ন পত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়ন জমাদানের শেষ দিন রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে মোট ৭০ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র জমা দেন। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ পৌরসভার নির্বাচন।জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর জানান, বিকাল ৫ পর্যন্ত মেয়র পদে মোট ৫ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ নাসেরুল হক। বিএনপি দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ও বর্তমান মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়ন জমা দিয়েছেন এস এম আব্দুর রউফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক যুবদল সাধারন সম্পাদক নাসিম ফারুক খান মিঠু এবং জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক জেলা সেক্রেটারী নুরুল হুদা। এদিকে, সাধারন কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছে মোট ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আরো ১২ জন। তিনি আরো জানান, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ১৭ জানুয়ারী। আর মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জানুয়ারী ও প্রত্যাহারের তারিখ ২৬ জানুয়ারী। প্রতিক বরাদ্দ দেয়া হবে আগামী ২৭ জানুয়ারী এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪-ই ফেব্রুয়ারি। উল্লেখ্য; সাতক্ষীরা পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। আগামী ১৪ ফেব্রুয়ারী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নগরীতে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

নগরীর মৌলভীপাড়া টিবি বাউন্ডারী এলাকায় মোস্তফা( ৫০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। ভোররাতে ফজরের নামাজ পড়ে তিনি সিড়ি ঘরের রডের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। জায়নামাজের নিচ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি মৃত্যুর জন্য তার মানসিক রোগের কারণকে উল্লেখ করেছেন। তিনি দুই সন্তনের জনক। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাউড়া গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।

বঙ্গবন্ধুর সমাধিতে কুয়েটের অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৭ জানুয়ারি রবিবার বিকালে শ্রদ্ধা নিবেদনকালীণ সময়ে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজ, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ট্রেজারার শাহ্্ মোঃ শহীদুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শিহাব উদ্দীন, দপ্তর ও প্রচার সম্পাদক মনোজ কুমার মজুমদার, সদস্য মোঃ মাহবুবুর রহমান, মোঃ আসাদুজ্জামান ও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুয়েটের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর সমাধিতে এক মিনিট নিরাবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে বাঙালী জাতির এ শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

গিলাতলা মাত্তমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী গফফার নিহত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রনিতিধি

খুলনা যশোর মহাসড়কের  গ্যারিশন মাত্তমডাঙ্গায় শুভ ট্রান্সপোটের কাভার্ড ভ্যানের ধাক্কায় গতকাল রবিবার সকাল সোয়া ১১টায় সাইকেল আরোহী মোঃ গফফার হাওলাদার(৬০) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোঃ গফফার হাওলাদার সাইকেল যোগে সকাল সোয়া ১১টায় রাস্তা পার হওয়ার সময় যশোর মুখি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ট-১৫-৪২৫২) একটি ইজিবাইকে ওভারটেক করে গফফারকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী গফফার ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পায়। আহত অবন্থায় তাকে উদ্ধার করে খুলন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যায়। নিহতের গফফার হাওলাদার মাত্তমডাঙ্গা গ্রামের আজিজ হাওলাদারের পুত্র বলে জানাগেছে।

এ ঘটনায় পুলিশ শুভ ট্রান্সপোটের কাভার্ড ভ্যান এবং চালক আব্দুল বাতেনকে আটক করেছে। কাভার্ডভ্যানের চালক আব্দুল বাতেনের বাড়ী ময়সনসিংহে বলে পুলিশ জানিয়েছে।

মণিরামপুরে ভিজিডির তালিকায় সীমাহীন অনিয়ম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ভিজিডির তালিকায় সীমাহীন অনিয়ম ধরা পড়েছে। তালিকায় রয়েছে দোতলা বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ব্যাংকারের স্ত্রী, ইউনিয়ন পরিষদের সম্পদশালী উদ্যোক্তার স্ত্রী, নারী ইউপি সদস্যর মেয়ে ও গ্রাম পুলিশের স্ত্রীর নাম। সম্প্রতি ইউপি চেয়ারম্যানদের দেওয়া তালিকা জরিপ করে এসব অনিয়ম ধরা পড়েছে। জমাপড়া তালিকা থেকে ১৯১টি নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটি।

সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে রোহিতা, ভোজগাতী, হরিদাসকাঠি, খেদাপাড়া, ঝাঁপা, চালুয়াহাটি, শ্যামকুড় ও মনোহপুর ইউনিয়নে। তবে স্বচ্ছ তালিকা জমা দিয়েছেন মণিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফরুক। তদন্ত করে তার তালিকায় কোন অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।

রোহিতা ইউপির নামগুলো যাচাই করে দেখা গেছে, ওই তালিকায় রয়েছে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেওয়া কাশিমপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী বিথির নাম। রফিকুল দোতলা বাড়ির মালিক এবং স্থানীয় ইউপি সদস্য শিল্পির চাচাতভাই। রোহিতা ইউপির উদ্যোক্তা আনোয়ার হোসেনের স্ত্রী রুবিনা খাতুনের নামও রয়েছে তালিকায়। রুবিনা নিজেই ওই ইউপির উদ্যোক্তা। আনোয়ার হোসেন রোহিতা বাজারের ব্যাংক এশিয়ার এজেন্ট। কয়েকলাখ টাকা খাটিয়ে তিনি এজেন্ট ব্যাংকিং চালু করেছেন। সম্প্রতি নিজের ভিটেয় শুরু করেছেন তিনতলা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণের কাজ। এই উদ্যোক্তার পিতা নূরকরিমের নাম রয়েছে ৪০দিনের কর্মসূচির তালিকায়। এছাড়া ওই তালিকায় রয়েছে মহিলা মেম্বর মঞ্জুয়ারা বেবির মেয়ে দীপার নাম। রয়েছে গ্রামপুলিশ নির্মলের স্ত্রী ছবিতা রানীর নামও। তালিকায় অনিয়ম দেখে ক্ষুব্ধ এলাকাবাসী।

কাশিমপুর ওয়ার্ডের মেম্বর আমিনুল ইসলাম শিল্পি বলেন, কিভাবে দোতলা বাড়ির মালিকের স্ত্রীর নাম তালিকায় ঢুকেছে বলতে পারব না। কোদলাপাড়া ওয়ার্ডের মেম্বর মনিরুল ইসলাম বলেন, পরিষদে সবাই বসে উদ্যোক্তা আনোয়ারের স্ত্রীর নাম দেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান আনছার সরদার বলেন, আমি কিছু জানিনা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, সরেজমিন রোহিতা ইউপির ভিজিডির তালিকা তদন্ত করে দোতলা বাড়ির মালিকসহ একাধিক ছাদের বাড়ির মালিকের স্ত্রী ও স্বচ্ছল পরিবারের নাম পাওয়া গেছে। মোট ২০৫টি নামের মধ্যে ১৬টি অনিয়ম পাওয়া গেছে।

মহিলা বিষয়ক অফিসের তথ্যমতে, রোহিতা ইউপির ১৬টি, কাশিমনগরের ২টি, ভোজগাতীর ১৭টি, ঢাকুরিয়ার ৪টি, হরিদাসকাঠির ১৫টি, খেদাপাড়ার ১১টি, হরিহরনগরের ১৩টি, ঝাঁপার ১৮টি, মশ্মিমনগরের ৯টি, চালুয়াহাটির ২৩টি, শ্যামকুড়ের ২৫টি, খানপুরের ৯টি, দূর্বাডাঙ্গার ৯টি, কুলটিয়ার ৪টি, নেহালপুরের ৫টি ও মনোহরপুর ইউপির তালিকায় ১১টি অনিয়ম পাওয়া গেছে।

এদিকে অভিযোগ রয়েছে, এলাকা ঘুরে জরিপ করার কথা থাকলেও কয়েকটি ইউনিয়নের তালিকা পরিষদে বসে দায়সারা যাচাই করা হয়েছে। ওই ইউনিয়নগুলোতে সরেজমিন তদন্তের দাবি স্থানীয়দের।

মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, ২০২১-২২ চক্রে দুই হাজার ৭১৭ জন ভিজিডি পাবেন। বিভিন্নি ইউনিয়ন থেকে চেয়ারম্যানরা যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে ১৯১টি অনিয়ম পাওয়া গেছে। কোন অভিযোগ থাকলে লিখিত আবেদনের মাধ্যমে জানানোর জন্য তিনি এই প্রতিবেদককে পরামর্শ দেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, অনিয়ম থাকলে অধিকতর যাচাইয়ের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুবিতে তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ও ইনস্টিটিউট ফর দ্য ডিভেলপমেন্ট অব অনলাইন লার্নিং (আইডিওএল) এর পরিচালনায় ‘আর ইওর অনলাইন এনগেজড’ শিরোনামে অনলাইন ওয়ার্কশপ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনলাইনে ঢাকা থেকে কর্মশালাটি পরিচালনা করেন ইনস্টিটিউট ফর দ্য ডিভেলপমেন্ট অব অনলাইন লার্নিং এর চেয়ারম্যান প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিসিপ্লিনের একজন প্রতিনিধি এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের একজন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এছাড়াও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ, আকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কর্মশালাটি প্রতিদিন বিকাল ৪.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত চলবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভ্রমণকর বাবদ সরকারের রাজস্ব কমেছে ৫১ কোটি ৫৫ লাখ টাকা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াতে শর্ত আরোপ করায় ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আ্য় কমেছে ৫১ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৪৫০ টাকা। গত বছর ভারতে যাতায়াত করেছে ৩ লাখ ৪ হাজার ৫০০ জন দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী। যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ গতবছর সরকারের রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা।

২০১৯ সালে এই পথে ভারতে যাতায়াত করে ১২ লাখ ৫৫ লাখ ৯০০ জন যাত্রী। ভ্রমণ কর বাবদ তাদের কাছ থেকে ৬৮ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা রাজস্ব আদায় করে সরকার। করোনা সহ নানান প্রতিবন্ধকতায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে যাত্রী যাতায়াত কমেছে ৯ লাখ ৫১ হাজার ৪০০ জন।

ভ্রমণ কর আদায়কারি বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার আকতার ফারুক জানান, ১৯৭২ সাল থেকে বৈধভাবে বেনাপোল আন্তর্জাতিক চেকপ্স্টো দিয়ে ভারতে শুরু হয় যাত্রী যাতায়াত। বেনাপোল থেকে কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। বেনাপোল চেকপাস্্ট থেকে রওনা দিয়ে ট্রেনে মাত্র ২ ঘন্টা ও বাসে  তিন ঘণ্টায় পৌঁছানো যায় কলকাতা শহরে। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় প্রথম থেকে এ পথে শিক্ষা ,চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ পিপাসু মানুষ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন।

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর আদায় করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। যাত্রী প্রতি ৫০০ টাকা ও বন্দরের ৪৮ টাকা ভ্রমণ কর নেওয়া হয়। কিন্তু গেল বছর করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে বেনাপোল বন্দরের স্থল ,বিমান ও রেলপথে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ফলে যাত্রী যাতায়াত যেমন আশঙ্কাজনক হারে কমে আসে তেমনি ভ্রমণ খাতে সরকারের আয়ও কমে যায়। চার মাস পর শর্ত সাপেক্ষে গত ১৫ আগস্ট থেকে কূটনীতিক, অফিশিয়াল, আšতর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারীদের যাতায়াতে সুযোগ হয়। পরবর্তীতে বিজনেস ভিসা চালু করলেও এখনও পর্যšত বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা।

প্রতিবছর এত বিপুল পরিমাণ রাজস্ব আয় হলেও এখানে মান বাড়েনি যাত্রীসেবার। অবকাঠামো উন্নয়নে নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি আজও। যাত্রী সেবার নামে বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল ফি আদায় করলেও বাড়েনি যাত্রী সেবার মান। বেনাপোল বন্দরের পরিচালক আ: জলিল জানান, করোনার প্রভাবে যাত্রী যাতায়াত কমে এসেছে। এতে ভ্রমণ খাতে সরকারের আয় কমেছে। যাত্রী যাতায়াত সুবির্ধাতে নতুন জায়গা অধিগ্রহণের পরিকল্পনা ও প্যাসেঞ্জার টার্মিনালের সুযোগ-সুবিধা বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে ভারতগামী যাত্রীদের ৯০ শতাংশ চিকিৎসা ভিসায়, ১০ শতাংশ যাচ্ছে ব্যবসা ও সরকারি কাজে। ট্যুরিস্ট ভিসা এখন পর্যšত চালু হয়নি।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, করোনার কারণে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে  ভারতে পাসপোর্ট যাত্রীপারাপার কমে গেছে। ফলে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে। স্বাভাবিক অবস্থা ফিরলে রাজস্ব  আয় আরোও বৃদ্ধি পাবে।

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি

তথ্য বিবরণী

আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর সম্মুখে বিভাগীয় কমিশনার মাঠ নির্বাচনি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

বর্তমান করোনার প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রত্যেক ভোটারকে ট্রেড ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সদস্য কার্ডসহ মাস্ক ব্যবহার করে শারীরিক দূরত্ব বজায় রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে।

নির্বাচন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক স্বাক্ষরিত এসকল নির্বাচন আচরণবিধি ঘোষণা করা হয়েছে।

খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান জানান, খুলনা জেলায় এ বছর ৫৭ হাজার পাঁচশত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লবনাক্ত পানি কৃষি ফসলের জন্য ক্ষতিকর হওয়ার স্লুইসগেট দিয়ে লবণাক্ত পানি ওঠানোর পূর্বে কৃষি দপ্তরের সাথে পরামর্শ করা যেতে পারে।জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ সভায় জানান, গতকাল খুলনায় ১৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। আইসিইউ বেড পাওয়া গেলেই সদর হাসপাতালে ৪২ শয্যার করোনা ওয়ার্ড চালু করা যাবে। ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সার্জন ও আবেদনবিদ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এছাড়া খুলনা সদর হাসপাতালে মাদকাসক্ত ব্যক্তি শনাক্তে ডোপটেস্ট করানোর ব্যবস্থা চালু রয়েছে।

জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হক সভায় বলেন, এলইডিপি প্রকল্পের আওতায় করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে সহায়তা প্রদানের দাপ্তরিক কাজ শেষ হয়েছে। পার্শ্ববর্তীদেশ ভারতে বার্ডফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আমাদের সচেতন থাকা প্রয়োজন।

এছাড়া সভায় গণপূর্ত-২ এর পক্ষ হতে সরকারি কলোনির বসবাসের অনুপযোগী ভবনে অবৈধভাবে অবস্থানকারীদের অপসারণে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।

সভার সভাপতি ও খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সরকারের উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম-সম্পাদকসহ চ্যানেল এস টিভির খুলনা প্রতিনিধি রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা, ক্লাব সদস্য আলমগীর হান্নান সুনীল কুমার দাস, শেখ লিয়াকত হোসেনা। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক তাহমিনা আকতার শিপন ও চ্যানেল এস টিভির খুলনা প্রতিনিধি আঃ রাজ্জাক শেখ প্রমুখ।

অসিতবরণ বিশ্বাস অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা অসিতবরণ বিশ্বাস কিডনি জনিত রোগে আক্রান্ত হয়েছেন। তিনি ভারতের বাঙালুরে ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার তার শরীরে অস্ত্রপচার হবে বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও গুনগ্রাহী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে অসিতবরণ বিশ্বাসের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

২২নং ওয়ার্ড আ’লীগ নেতা পলাশের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবরে বিজ্ঞপ্তি

২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কাষ্টমঘাট ইটবালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ঠিকাদার এয়াকুব আলী খান পলাশ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …………… রাজেউন)। গতকাল রবিবার দুপুরে মুন্সিপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এয়াকুব আলী খান পলাশের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান, নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং  শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন।  মরহুমের নামাজে জানাযা বাদ মাগরিব গগনবাবু রোডে নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জোবায়ের আহমেদ খান জবা, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, আব্দুল জলিল তালুকদার, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, এ্যাড. একেএম শাহজাহান কচি, অহিদুল ইসলাম পলাশ, আব্দুল মালেক, তাজুল ইসলাম, আব্দুস সাত্তার খলিফা, রিপন শিকদার, হুমায়ুন কবির মৃধা, বাদল সেপাই সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে এয়াকুব আলী খান পলাশের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খুলনা মহানগর ছাত্রলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন খালিশপুর থানার বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ সুজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, নব গঠিত পুলিশিং কমিটির নেতৃত্বে খুলনার শিল্পাঞ্চলে আইন শৃংক্ষলা, মাদক ও সন্ত্রান দমনে সক্ষম হবে প্রশাসন। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ খুলনা মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অপর এক বিবৃতিতে খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরন বিশ^াস কিডনির রোগে আক্রান্ত হয়ে ভারতে বেঙ্গালুরুর ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার তার শরীরে অস্ত্রপচার করা হবে। তিনি দলীয় নেতাকর্মী ও গুনগ্রাহী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এদিকে সাবেক এই ছাত্রনেতার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি ও সম্পাদক মন্ডলীর সভায় বক্তারা বর্তমান সরকারের শাসনামলে অনুষ্ঠিত সকল নির্বাচনে জাল-জালিয়াতি ও সীমাহীন কারচুপি, ইভিএম ডাকাতির তীব্র নিন্দা জানিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার আওয়ামী নীল নকশা সম্পর্কে জনগণকে সর্তক ও সজাগ থাকার আহবান জানিয়েছেন।

সভা থেকে ব্যর্থ অযোগ্য বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সভায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে ১৯ ও ২০ জানুয়ারি দু’দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯ জানুয়ারি সকল থানা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিকেল ৩ টায় একই সাথে মহানগর বিএনপির কার্যালয়ে সভা ও দোয়া এবং কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ শোনার কর্মসূচি গ্রহণ করা হয়। ২০ জানুয়ারি নগরীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। সভায় রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে কেএমপির নির্দেশনা সম্পর্কে নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন যে, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্রের স্বার্থে তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে। সভা সমাবেশ র‌্যালিসহ সকল রাজনৈতিক কর্মসূচি নিয়মিত রাজনৈতিক দল হিসেবে পালন করবে। খুলনা বিএনপি বিনা বাঁধায় সকল কর্মসূচি শান্তিপুর্ণ ভাবে পালন করতে চায়। সভায় দলের নেতা কর্মিদের দেশ ও দলের দুঃসময়ে ঐক্যবদ্ধ ও সর্তক থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে আরও বেশী তৎপর হওয়ার আহবান জানানো হয়। সভায় নগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশারফ হোসেন, এড. বজলুর রহমান, রেহেনা ঈসা, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, এড. গোলাম মাওলা, শাহিনুল ইসলাম পাখি, এড. এমদাদুল হক হাসিব, মজিবর রহমান ফয়েজ, এড. মশিউর রহমান নান্নু, জালু মিয়া, সাজ্জাদ আহসান পরাগ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, রফিকুল ইসলাম শুকুর, আশরাফ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, সিদ্দিকুর রহমান প্রমুখ।     

যশোর অভয়নগরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক একজন  

যশোর অফিস

যশোরের অভয়নগরে পাঁচ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

আটক জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার লাল্টুর বাড়িতে ভাড়া থাকেন। মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১১ জানুয়ারি) সকাল নয়টার দিকে ভুক্তভোগী শিশুটি (৫) আরেকটি শিশুর (৮) সাথে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় আব্দুল জলিল মোল্লা পাঁচ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যান। এরপর তিনি তাকে ধর্ষণের চেষ্টা চালান। ওই শিশুর মা তাকে খুঁজতে গিয়ে লাল্টুর ঘরের মধ্যে খাটের ওপর মেয়েকে দেকতে পান। পরে জলিল মোল্লা দ্রুত পালিয়ে যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় আব্দুল জলিল মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

যশোরে করোনা ভাইরাসে নতুন করে এক জনের মৃত্যু

যশোর অফিস

সংক্রমন করোনা ভাইরাসে যশোরে নতুন করে আরো এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। রোববার মাসুম (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা।

গত ১২ জানুয়ারী মৃত্যু বরণকারী মাসুমের শরীর থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। ওই দিন তিনি মারা যান। ১৫ জানুয়ারী মাসুমের রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসেন। নতুন করে একজন মৃত্যু নিয়ে যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬জন। আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭শ’ ৪জন। সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩শ’ ৭২জন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। তিনি আরো জানান, রোববার ১৭ জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৮টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব গুলো নেগেটিভ। রোববার ১৭ জানুয়ারী যশোর জেলা থেকে ৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

যশোরে যুবককে ছুরিকাঘাত চারজনের নামে মামলা

যশোর অফিস

যশোরে সোহেল নামে এক যুবককে ছুরিকাঘাতের মামলায় চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে মেহেদী হাসান রুনু, নওদাগ্রাম মোল্লাপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে আবুল হোসেন, তার ছেলে সাজ্জাদুল ইসলাম ওরফে শিহাব ও চুড়ামনকাটির রবিউল ইসলাম ওরফে নবের ছেলে রুবেল।

মামলা সূত্রে জানা গেছে, নওদাগ্রাম মোল্লাপাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবুল খায়েরের বারীনগর বাজারে খায়ের এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের ১৭ নভেম্বর সাড়ে ৮টার দিকে আবুল খায়েরের ছেলে সোহেল (৩২) বারীনগর বাজারের তাদের ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাশিমপুর রোডে আজাদের মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখিত অভিযুক্তরা তার ওপর চড়াও হন। অভিযুক্তদের মধ্যে আবুল হোসেন ও ছেলে শিহাব তাকে জাপটে ধরলে মেহেদী হাসান রুনু চাকু দিয়ে তার নিতম্বে অন্তত ৮টি স্টেপ করেন। এতে সোহেল গুরুতর জখম হন। এছাড়া তার পকেটে থাকা ৫৫ হাজার টাকা কেড়ে নেন মেহেদী হাসান রুনু। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেন নবিরন নেছার স্বামী আবুল খায়ের। এরপর তদন্ত শেষে আদালতে এই মামলার চার্জশিট দাখিল করে পুলিশ।

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

যশোর প্রতিনিধি

যশোরের এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণ করে ধর্ষণের অভিযোগে ঝিকরগাছায় থানায় মামলা হয়েছে। গত শনিবার গভীর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের কাজীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত ভুক্তভোগী কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ১৪ জানুয়ারি মেয়েটি প্রাইভেট পড়ার জন্যে বাড়ি থেকে বের হয়। ওইদিন বিকেল সাড়ে তিনটার সময় অভি তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স রোড থেকে অপহরণ করে যশোরের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করে। এরপর সন্ধ্যায় তাকে মোটরসাইকেলে করে ঝিকরগাছা উপজেলা মোড়ে নামিয়ে দিয়ে চলে যায়।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি ১৬ জানুয়ারি রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে পাঁচ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করা মামলায় আব্দুল জলিল মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

আটক জলিল মোল্লা যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে। তিনি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল নয়টার দিকে ভুক্তভোগী শিশুটি (৫) আরেকটি শিশুর (৮) সাথে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিলো। এ সময় আব্দুল জলিল মোল্যা পাঁচ টাকা দেয়ার কথা বলে শিশুটিকে তার বাসায় ডেকে নিয়ে যান। এরপর তিনি তাকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় আব্দুল জলিল মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

মাগুরায় সড়কে প্রাণ গেল এক স্কুলছাত্রের

 মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম পরশমণি (১২)। শনিবার রাতে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাতের নাম পরশ মনি (১২)। সে মৌফুলকান্দি গ্রামের ভ্যানচালক দুখু মিয়ার ছেলে ও পলাশবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শেণির ছাত্র। স্থানীয়রা জানান, পরশ বাইসাইকেলে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল। মৌফুলকান্দি এলাকার মুজিব সড়কে পৌঁছলে ইটভাটায় মাটিবাহী দ্রুতগামী শ্যালোইঞ্জিনচালিত তিন চাকার ট্রলি পরশের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গাড়িতে অগ্নিসংযোগ করে এবং চালক পালিয়ে যায়। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেছে।

অনিয়মে অনিশ্চিত কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প

কুষ্টিয়া প্রতিনিধি

মুখ থুবড়ে পড়েছে নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প। ঠিকাদারি প্রতিষ্ঠানের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, সংশ্লিষ্ট গণপূর্ত, স্বাস্থ্য ও সংস্থাপন বিভাগের অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার সঙ্গে যুক্ত স্থানীয় রাজনৈতিক প্রভাবে এ অবস্থা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টরা একে অপরকে দুষছেন। কাজের মেয়াদে দীর্ঘসূত্রতায় প্রকল্প ব্যয় বেড়েছে তিনগুণেরও বেশি। নির্মাণ পদ্ধতি লঙ্ঘন করায় ছাদ ধসে শ্রমিকের মৃত্যু। সবকিছু মিলে নির্ধারিত সময়ে প্রকল্প সম্পন্ন হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জানা গেছে, মেয়াদ বৃদ্ধির অনুমোদন চেয়ে একনেক সভায় উপস্থাপিত উন্নয়ন প্রস্তাবনায় ক্ষুব্ধ একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্তের নির্দেশ দিয়েছেন। স্বপ্নের মেডিকেল কলেজ নিয়ে হতাশ জেলাবাসী। জেলার সচেতন নাগরিকদের দাবি, রাজনৈতিক প্রভাবের লেবাসে সরকারের উন্নয়ন সফলতাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে অনিয়ম-দুর্নীতির হোতারা।

প্রকল্প সূত্রে জানা যায়, কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষের চাহিদা মাথায় রেখে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের। কিন্তু প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অনুমোদিত নকশা পরিবর্তন, দরবৃদ্ধি করে কার্যাদেশ দেওয়াসহ নানা অনিয়মের সত্যতা উঠে আসে সরকারের উন্নয়ন প্রকল্প ‘বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ’ (আইএমইডি) পরিদর্শনের পর দেয়া তদন্ত প্রতিবেদনে।

সেখানে প্রকল্পটির নির্মাণাধীন একাডেমিক, হাসপাতাল, ছাত্রাবাস ও আবাসিকসহ সবক’টি ভবন নির্মাণের ক্ষেত্রেই নকশা পরিবর্তনসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। ওই প্রতিবেদনে প্রকল্পটির প্রায় সব ক্ষেত্রেই বেঁধে দেওয়া ব্যয়ের সীমা লঙ্ঘন করে অনুমোদন না নিয়েই অর্থ ব্যয় করে সরকারি ক্রয় আইনের ‘গুরুতর লঙ্ঘন’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাততলা হাসপাতাল ভবনের চতুর্থ থেকে সপ্তম তলা পর্যন্ত প্রায় ৭০ কোটি টাকা নির্মাণ চুক্তিতে কাজ করছেন বিশ্বাস ট্রেডিং কনস্ট্রাকশন। সংশ্লিষ্ট এ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সিবেশ্বর মালো বলেন, আমরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারব না, কারণ সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের র্ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সময়মতো ড্রয়িং, ডিজাইনসহ আনুষঙ্গিক নির্দেশনা দিতে অধিকাংশ সময়ই বিলম্ব করেন, এতে কাজের গতিও অনেকটা ঝুলে যায় এবং বারবার প্রকল্প রিভাইজের প্রয়োজন হয়ে পড়ে। উনারাই বলতে পারবেন কেন এমন হচ্ছে?

নির্ধারিত নকশা পরিবর্তন, নির্মাণ পদ্ধতি লঙ্ঘন করে সঠিক উপকরণ ব্যবহার না করায় ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, বারবার দর বাড়িয়ে কার্যাদেশ আদায়সহ নানা অনিয়মে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান টি ই এ এল-জহিরুল লিমিটেড প্রকল্প দুর্ঘটনার দায়ে কালো তালিকাভুক্ত হয়। অথচ এখনও বহাল আছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠানের দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ার সবুজ বলেন, আমরা ১ লাখ ৪০ হাজার বর্গফুটের মূল হাসপাতাল ভবনের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত নির্মাণকাজ অনেক আগেই শেষ করেছি। এখন ওইসব ফ্লোরগুলোতে নির্ধারিত অবকাঠামোর দেয়াল নির্মাণসহ প্লাস্টারের কাজ চলছে। এ কাজটি এখনও অনুমোদন হয়নি।

চলমান কাজ কেন অনুমোদন পায়নি এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘এসব কিছু আমি বলতে পারব না, আমার ঠিকাদার জহুরুল সাহেব এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলতে পারবেন।’

প্রকল্পে অবহেলা, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার সব অভিযোগের কেন্দ্রবিন্দু সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম গণমাধ্যমে সামনে কোনো রকম মুখ খোলেননি। তিনি নিরুপায় মন্তব্য করে কথা বলতে অপারগতা প্রকাশ করে সংশ্লিষ্ট তিনটি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর দায় চাপান।

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সহ-সভাপতি কারশেদ আলম বলেন, ২০১২ সালের ৩ মার্চ একনেক সভায় ২৭৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি অনুমোদন লাভ করে। প্রকল্পটির নির্ধারিত নির্মাণকাল ৩ বছর থাকলেও ৯ বছর পরও তা শেষ হয়নি। ইতোমধ্যে তৃতীয় বারের মতো সময় ও ব্যয় সম্প্রসারণ অনুমোদন পায়।

প্রকল্প ব্যয় এখন প্রায় ৭শ’ কোটি টাকা, এতেও কাটছে না প্রকল্প সম্পন্নের অনিশ্চিত অন্ধকার। এতবড় একটি প্রকল্প সাইটে কাজ চলছে অথচ প্রকল্প সারসংক্ষেপ সংবলিত কোনো প্রজেক্ট বোর্ড না থাকাটাও অস্বচ্ছতার একটা প্রমাণ। বর্তমান সরকার কুষ্টিয়া জেলায় ছোট-বড় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রভাবের লেবাসে সব উন্নয়ন সফলতাকে প্রশ্নবিদ্ধ করে চলেছে অনিয়ম-দুর্নীতির হোতারা।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কুষ্টিয়াবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পটি যাদের কারণে বারবার এমন অনিশ্চতায় হোঁচট খাচ্ছে তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সঙ্গে অবিলম্বে এ প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করে সীমাহীন কষ্টে থাকা শিক্ষার্থীদের আপন ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার আবেদন জানাচ্ছি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সরোয়ার জাহান বলেন, দীর্ঘদিন ধরে আশ্বাসের বাণী শুনে কেটে গেছে ৯টি বছর। এখন আমাদের নবম ব্যাচ চলছে। ইতোমধ্যে চারটি ব্যাচ এখান থেকে বেরিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবায় যোগদান করেছেন। জোড়াতালি দিয়ে কোনো রকম চিকিৎসা শাস্ত্রে শিক্ষাদান করতে শিক্ষক এবং শিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার মধ্যে আছে। অস্বাস্থ্যকর, পরিত্যক্ত ও জরাজীর্ণ আবাসনের সংকটে থাকা শিক্ষার্থীরা যেমন ঝুঁকিপূর্ণ জীবন-যাপন করছে একই ভাবে তাদের শিক্ষাদানসহ একাডেমিক কার্যক্রমে প্রাসঙ্গিক আয়োজন সংকুলান করতে পারছি না। বিদ্যমান পরিস্থিতির দ্রুত সমাধান দাবি জানান তিনি।

করোনা ভ্যাকসিন: খুলনায় তালিকা তৈরিতে বিলম্বের আশঙ্কা

স্টাফ রিপোর্টারন

যারা করোনা সংক্রমণ মোকাবিলায় সামনের সারিতে কাজ করেন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের আগে ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে। খুলনায় প্রথম পর্যায়ে এ ধরনের কাজে জড়িত ৯৭ হাজার ২৩০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তবে জনবল সংকট ও সমন্বয়হীনতায় এ তালিকা তৈরির কাজ বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব দেওয়া হলেও দায়ভার দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনকে। এ কারণে একক সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণও হচ্ছে।

খুলনার স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, খুলনা সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে (১৬ থেকে ১৮ জানুয়ারি) তালিকা তৈরির কথা বলা হয়েছে। কিন্তু দুই দিন পার হতে চলছে, এখনও অনেক উপজেলায় এ বিষয়ে বৈঠকই হয়নি। জনবল সংকটে এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রসহ তালিকা তৈরি অসম্ভবÍবলছেন স্বাস্থ্য কর্মকর্তারাই। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ওই টিকা খুলনায় আসার সম্ভাবনা রয়েছে। আসার সঙ্গে সঙ্গে দ্রুত টিকা প্রয়োগের বিষয়ে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ জানুয়ারি প্রথম দিনে অনেক স্থানে কমিটির মিটিং হয়নি। প্রথম পর্যায়ে টিকার অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, বয়োজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ১৬ জানুয়ারি সকাল থেকে একইসঙ্গে সিটি করপোরেশন এলাকা ও ৯টি উপজেলায় তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মহানগরে টিকা কার্যক্রম পরিচালনা করবে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ। আর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নামের তালিকা প্রস্তুত করতে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ের টিকা প্রদান শেষ হলে ধাপে ধাপে সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, সিভিল সার্জন অফিস থেকে তিন দিনের মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ জানুয়ারি । এই সময়ের মধ্যে তালিকা তৈরি করা একেবারে অসম্ভব। উপজেলা প্রশাসন থেকে দু’জন প্রতিনিধি দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ১৭ জানুয়ারি একটি গাইডলাইন তৈরি করা হবে। কিন্তু পর্যাপ্ত মাঠকর্মী না থাকায় বয়োজ্যেষ্ঠ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা, দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদের তালিকা তৈরি করা কষ্টকর হবে। তিনি বলেন, আগে থেকে এমন কোনও ডাটাবেজ নেই, যার ওপর ভিত্তি করে রাতারাতি তালিকা তৈরি করা যাবে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানান, ১৭ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং আহ্বান করেছেন। ওই মিটিংয়ে কোন ফর্মুলায় তালিকা তৈরি করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে নামের তালিকা সংগ্রহ করা হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ‘আমরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে তাদের কর্মকর্তা-কর্মচারীর নাম দিতে বলেছি। ওই তালিকা পাওয়ার পর আরও দুই দিন তালিকা প্রস্তুত করতে ব্যয় হবে। কিন্তু বয়োজ্যেষ্ঠ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা তৈরি করতে ঝক্কি পোহাতে হচ্ছে। তবে এ ক্ষেত্রে ইপিআই কার্যক্রমে জড়িতদের কাজে লাগানো যেতে পারে। তারা যেহেতু আগে থেকে টিকা কার্যক্রমে জড়িত, এ ক্ষেত্রে তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা সহজ হবে। এছাড়া ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়েও এই তালিকা তৈরি করা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে তালিকায় খুলনায় সম্ভাব্য হিসাবে সিটি করপোরেশন ও দুটি পৌরসভার এক হাজার ৬৯০ জন কর্মকর্তা-কর্মচারী ধরা হয়েছে। এছাড়া খুলনায় কর্মরত সরকারি কর্মচারী ৩০ হাজার ৬০৬ জন, সরকারি হাসপাতালে ৪ হাজার ১৩০ জন, বেসরকারি হাসপাতালে ৮ হাজার ১০১ জন, আইনশৃঙ্খলা বাহিনী ১১ হাজার ৮১৩ জন, স্থানীয় সরকার শাখার ২ হাজার ৬৫৯ জন টিকা পাবেন। তালিকায় খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে টিকা পাচ্ছেন ৫৪৭ জন।

চাচাতো ভাইকে হত্যা : ইমাম হোসেনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা উপজেলার মহিদুল হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার ইমাম হোসেন। রোববার (১৭ জানুয়ারি) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ইমাম হোসেন উপজেলার (২০) আনন্দনগর গ্রামের নজরুল মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় পুটিমারী বিলের ৩১ শতক জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার শালিসের মাধ্যমে মীমাংসাও করে দেন। এক পর্যায়ে শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের হাইস্কুলের পাশে ওই জমি নিয়ে মহিদুল মোল্লা ও তার চাচাতো ভাই মাসিকুল মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও বাগবিত-া হয়। পরে মাসিকুল মোল্লা কুড়াল দিয়ে মহিদুল মোল্লার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ঢলে পড়েন মহিদুল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মহিদুল মোল্লার মৃত্যু হয়।

নিহত মহিদুল মোল্লা ওই গ্রামের মো. ছহির উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় ঘটনায় নিহতের বড় ভাই মো. বাচ্চু মোল্লা বাদী হয়ে শনিবার রাতে পাঁচজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ইমাম হোসেনকে পুলিশ গ্রেফতার করে।

মামলার অন্য আসামিরা হলেন- আনন্দনগর গ্রামের মিজান মোল্লার ছেলে মাসিকুল মোল্লা(২৫), মৃত নূরুল হক মোল্লার ছেলে মিজান মোল্লা (৫০) ও নজরুল মোল্লা (৫৭), নজরুল মোল্লার ছেলে বায়জিদ মোল্লা (২৪)।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বাবলা দাস বলেন, ‘মামলার তিন নম্বর আসামি ইমাম পুলিশের জিজ্ঞেসাবাদে হত্যাকা-ে নিজের সম্পৃক্ততার কথা জানালে আজ তাকে আদালতে নেয়া হয়। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাসের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আমরণ অনশনে খুবির দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় সেই আলটিমেটাম আমলে না নেয়ায় আমরণ কর্মসূচি শুরু করেছেন ওই দুই শিক্ষার্থী। একই সঙ্গে ফের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তারা। রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় খুবির প্রশাসনিক ভবনের সামনে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। এই দুই শিক্ষার্থী হলেন-বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলাম (১৭ ব্যাচ)।

শিক্ষার্থীদের অভিযোগ, খুবি শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনে যুক্ত থাকায় অসদাচরণের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

তারা বলেন, ‘শনিবার প্রেস কনফারেন্স করে অন্যায্য দাবি প্রত্যাহারের জন্য আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু প্রশাসন এই সময়ের মধ্যে শাস্তি প্রত্যাহার করেনি। তাই আমরা অনশন কর্মসূচি শুরু করেছি।’

এই দুই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা দেশবাসীকে বলছি, এই বহিষ্কার প্রত্যাহার না করা হলে এবং এই বহিষ্কারের সংবাদ শোনার পর আমাদের বাবা-মায়ের কিছু হলে, তার জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবারও বলছি, অন্যায়ের বিপক্ষে লড়াই করতে গিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত আছি।’

‘আশা করছি, এই ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন আমাদের বিরুদ্ধে নেয়া অন্যায্য শাস্তি প্রত্যাহার করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। তাই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। এসব দাবির মধ্যে ছিল-বেতন কমানো, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, চিকিৎসাব্যবস্থা উন্নত করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্রবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব প্রফেসর মো. শরীফ হাসান লিমন এক বিজ্ঞপ্তিতে জানান, তদন্ত ও একাডেমিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার দায়ে ওই দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কথা বলা পাখির দাবিদার দুপক্ষ, থানায় হাজির দম্পতি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কথা বলতে পারা একটি পোষা পাখির দাবি করেছে দুই পক্ষ। এর মধ্যে পাখিটি নিজেদের দাবি করে দেবহাটা থানায় অভিযোগ দিয়েছেন ফয়সাল রাব্বী ও সাবিকুন নাহার দম্পতি। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগকারী ফয়সাল রাব্বী দেবহাটা উপজেলার রতেœশ্বরপুর গ্রামের সাজেদ হোসেনের ছেলে।

লিখিত অভিযোগে তিনি জানান, ২০২০ সালের ৬ জুন ঢাকা থেকে অস্ট্রেলিয়ান ককাটেল জাতের পাখির একটি বাচ্চা বাড়ি নিয়ে আসেন তিনি। এরপর স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন পাখিটি লালন-পালন করে কথা বলতে শেখান। পাখিটি সঙ্গে নিয়ে তিনি শ্বশুর বাড়ি গোপাখালীতে যান। সেখানে থাকাকালীন গত ১০ অক্টোবর পাখিটি হঠাৎ উধাও হয়। সেই থেকে পাখিটি খুঁজছিলেন তিনি।

ফয়সাল রাব্বী বলেন, ‘সম্প্রতি গাজীরহাট গ্রামের মোটরভ্যান চালক বিল্লালের বাড়িতে পাখিটির সন্ধান মেলে। তবে পাখিটি ফেরত দিতে চাইছেন না ভ্যানচালক বিল্লাল। তাই বাধ্য হয়ে পোষা পাখিটি ফিরে পেতে থানায় অভিযোগ দিয়েছি।’

পাখি ফেরত না দেয়ার অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন বলেন, ‘পাখিটি ছোট বয়সে আমি পেয়েছি। লালন-পালন করে বড় করেছি। ওটা আমার পাখি, তাদের না। এলাকার চেয়ারম্যান-মেম্বার নিয়ে সালিশ-বৈঠক হয়েছে। পাখিটা আমার সবাই জানে। আমার পাখি আমি কাউকে দেব না।’ এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

গভীর রাতে ট্রেনে আগুন, বগি ভস্মীভূত

যশোর অফিস

যশোরের অভয়নগরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের বগি অগ্নিকা-ে ভস্মীভূত হয়ে গেছে। রোববার ভোরে নওয়াপাড়া রেলস্টেনে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকা-ে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এ সময় ওই ট্রেনের পাওয়ার কারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় নওয়াপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটেনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকা-ের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছিলো বলেই আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কজেলটি সরকারী হয়েছে — এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জামায়াত বিএনপি জোট সরকারের আমলে একজন সংসদ সদস্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কলেজটির নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এমনকি এমপিওভুক্ত যাতে না হয় সে চেষ্টাও তিনি জোট সরকারের আমলে করে গেছেন। রাখে আল্লাহ মারে কে। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আজকের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কলেজটি এমপিসহ জাতীয়করণ করেন। পরবর্তীতে ৪তলা ভবনও নির্মাণ করে দেন। এবার প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ সরকারি হামিদুর রহমান কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবন দিয়েছেন। তিনি আরো বলেন আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই উন্নত হউক।

গতকাল রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ  সরকারি শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের ৬তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।

বীরশ্রেষ্ঠ শহীদ সরকারি হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, শেখ হাশেম আলী, ইঞ্জিনিয়ার তুহিন হোসেন, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ শওকত আলী, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ, সাধারণ সম্পাদক রুবেল খান, বীরশ্রেষ্ঠ শহীদ সকরারি হামিদুর রহমান কলেজ ছাত্রলীগের এহসান আহম্মেদ আফ্রিদী প্রমুখ।

ঝিনাইদহে জেলা জাতীয়পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল ও জেলা জাতীয়পার্টির নব-নির্বাচিত সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা জাতীয় পার্টির আহবায়ক রাশেদ মাজমাদারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ফিরোজ কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব এমদাদুল ইসলাম বাচ্চু, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদিন, শহীদ বিশ্বাস, কবির উদ্দিন, সাংবাদিক এনামুল হক সিদ্দীক, জাপা নেতা অরবিন্দু বিশ্বাস, রাকিব হোসেন, আজিজুর রহমান, মিলন মিয়া, জাহিদুল ইসলাম, ফিরোজ মিয়া, লিয়াকত হোসেন, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, আবু জাফর প্রমুখ। সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আগামীতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করে দেশ ও জনগণের কল্যানে কাজ করতে হবে।

মোড়েলগঞ্জে বিএনপি নেতার জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

 বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের জন্মদিন উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সামাদ এ শীতবস্ত্র বিতরণ করেন। এদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে বিএনপি নেতা কাজী শিপনের জন্মদিন পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।

আশাশুনির শোভনালী ইউএলও’র বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হাই এর বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জন প্রতিনিধিসহ এলাকার সচেতন মানুষ জেলা প্রশাসক সতাক্ষীরা ও সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি বরাবর প্রতিকার প্রার্থনা করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ভূমি কর্মকর্তাকে বদলী আদেশ হয়েছে বলে জানাগেছে।

এলাকাবাসীর পক্ষে আরিফ বিল্লাহ, আঃ রশিদ মোল্যা, সাবেক মেম্বার রেজাউল করিম, সঙ্গীত শিল্পী নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য আজিজুর রহমান, আলমগীর হোসেন, ফারুক হোসেন, আঃ গফফারসহ সচেতন ব্যক্তিবর্গের লিখিত অভিযোগ ও সরেজমিন গেলে ভুক্তভোগিরা জানান, তহশীল অফিসে ভূমি উন্নয়ন কর প্রদান ও নাম পত্তন জমা-খারিজ করতে গেলে অতিরিক্ত অর্থ আদায় তথা উৎকোচ ব্যতীত কাজ করা হয়না। টাকা দিতে গড়িমসি বা অস্বীকৃতি জানালে তাদের সাথে তালবাহনা ও অসদাচরণ করা হয়ে থাকে। উৎকোচ আদায়সহ সার্বিক মধ্যস্ততা ও কাজ সম্পাদনে গোপন আঁতাতের জন্য তার পোষা দালাল ও মনোনীত ব্যক্তি কাজ করে থাকে। সাঁইহাটি গ্রামের মৃত হরেন্দ্র নাথ মন্ডলের পুত্র নির্মল কুমার জানান, তার চেক দাখিলা কাটার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে মধ্যস্ততাকারী বিপ্লবের মাধ্যমে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং মাত্র ৪ হাজার ১ শত টাকা লিখে দাখিলা দেওয়া হয়। শোভনালী গ্রামের মৃত জবেদ আলি গাইনের পুত্র আজিজুর রহমান জানান, তিনি চেক দাখিলার জন্য হুমায়ুন কবিরের মাধ্যমে অফিসে যোগাযোগ করেন, কিন্তু টালবাহনা করতে থাকে। পরে বাঁকড়া গ্রামের আজিজের মাধ্যমে ৮ হাজার টাকা নিয়ে ৫০০ টাকার চেক কেটে দেন তহশিলদার আঃ হাই। এমন অসংখ্য ব্যক্তি রয়েছেন যাদেরকে অতিঃ টাকা আদায় করে চেক দাখিলা কেটে দেওয়া হয় বলে আবেদনকারীরা দাবী করেন।

এদিকে সরকার যখন প্রত্যেক ভূমিহীর পরিবারকে বিনামূল্যে ঘর নির্মানের কাজ জোরে শোরে এগিয়ে নিচ্ছেন। জেলা প্রশাসক, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) রাত দিন কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে স্থান নির্বাচন ও কাগহজপত্র তৈরির ব্যবস্থা করা হচ্ছে। তখন উক্ত ইউএলও আঃ} হাইয়ের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। এনিয়ে ইউনিয়নের কামালকাটি স্কুল চত্বরে আইন শৃংখলা বিষয়ক সমাবেশে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। ঘরের তালিকায় অন্তরভূক্তি, জমি রেজিস্ট্রেশনসহ ঘর নির্মানের নামে টাকা নেওয়া হলে তাদেরকে জানাতে সমাবেশে অনুরোধ জানান হয় এবং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। তখন এলাকার মানুষ ঘুরে বসতে শুরু করেছে। ভুক্তভোগি বসুখালী গ্রামের মনিরুল, লতাখালী গ্রামের আশরাফুল ও এনামুলের পিতা আফছার আলীসহ অনেকে (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, তহশীলদার আঃ হাই তার অপকর্মের সহযোগি মুনছুর, আমজেদের মাধ্যমে ঘর প্রতি হাজার হাজার টাকা আদায় করেছেন। মুখ খুললে ঘর বাতিল করা হবে, তাদের উপর চাপ আসতে পারে এমন আশঙ্খায় তারা মুখ খুলতে সাহস পাচ্ছেননা। তাদের দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষ গোপনে গোপনে তদন্তে আসলে অনেক অভিযোগ, দুর্নীতি ও অনিয়ম পাওয়া যাবে।

এব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হাই এর সাথে সাংবাদিকদের পক্ষ থেকে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, তাকে অন্যত্র বদলী করা হয়েছে, আমি কোন অন্যায় করিনি, শত্রুতামূলক ভাবে অভিযোগ করা হয়েছে বলে তিনি দাবী করেন।

আশাশুনিতে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের সঞ্চলের টাকা ফেরৎ প্রদান করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সঞ্চয় ফেরৎ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 শোভনালী ইউনিয়নে ৩৬০ জন ভিজিডি কার্ডধারী ছিলেন। তারা কার্ডের মালামাল পাওয়ার সময় ব্যাংক এশিয়ায় সঞ্চয় জমা করতেন। তাদের সঞ্চয়কৃত টাকা ফেরৎ দেওয়ার জন্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রত্যেক কার্ডধারীকে ৪ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা করে ফেরৎ প্রদান করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন। এসময় ইউপি সদস্য আজিজুর রহমান, উদয় কান্তি বাছাড়, দিলিপ কুমার মন্ডল, মহিলা মেম্বার পূর্ণিমা রানী ও ব্যাংক এশিয়ার প্রতিনিধি সুমন উপস্থিত ছিলেন।

বুধহাটা-শোভনালী সড়কে নির্মান কাজে অনিয়মের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা টু শোভনালী ব্রীজ সড়কের নির্মান কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্দ করে দিলে অনিয়ম করা হবে অঙ্গীকারে পুনরায় কাজ শুরু হলেও অনিয়ম বন্দ হয়নি।

এলাকাবাসী জানান, সড়কের ইটের খোয়া দেওয়ার কাজ চলছে। কিন্তু কাজে ২/৩ নং ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে ৩/৪ ট্রলি ২/৩ নং ইটের খোয়া এনে রোডে ফেলান হলে স্থানীরা কাজ বন্দ করে দেন। বিষয়টি উপজেলা চেয়ারম্যান পর্যন্ত পৌছলে ঠিকাদের পক্ষ থেকে ভুল বশত খারাপ খোয়া এসেছে, উঠিয়ে নিয়ে আর খারাপ খোয়া আনা হবেনা মর্মে অঙ্গীকারের পর কাজ পুনরায় শুরু করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে নি¤œমানের খোয়ার ব্যবহার করা অব্যাহত আছে। সড়কে একাধিক স্থানে নি¤œমানের খোয়া ব্যবহার করা হয়েছে, এমনকি ২ ট্রলি নি¤œমানের খোয়া সড়কের উপরে রাখা আছে। এছাড়া কাজের মুখের কাছে (দিনের শেষ কাজের স্থানে) সড়কের ঠিক মাঝ বরাবর ইটের খোয়া স্তুপাকৃতি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। ফলে যান বাহন চলাচল, বিশেষ করে ৩ চাকা, ৪ চাকার যানবাহন চলাচল বন্দের উপক্রম হয়েছে। কেউ সকল যাত্রী নামিয়ে দিয়ে কষ্ট করে ইটের স্তুপের উপর দিয়ে যাওয়ার কসরত করলেও রীতিমত বিপদ জনক হয়ে পাড়ি দিতে হচ্ছে।

এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, কাজ বন্দ করার ঘটনা তার জানানেই। তিনি সাইটে গিয়ে অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেবেন বলে জানান।

শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

অসহায় শীতার্থ মানুষের মাঝে গতকাল বিকাল ৪টায় আহসান আহমেদ রোডস্থ ব্যাক্তিগত কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। তিনি এসময় বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে এদেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, খুলনা জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, ধ্রুব শংকর রায়, জেলা ছাত্রলীগ নেতা চিশতি নাজমুল বাসার স¤্রাট, কবিরুল ইসলাম, আহসান আহমেদ পাভেল, চঞ্চল রায়, আনিসুর রহমান আনিস প্রমুখ।

যুবদল নেতা পিয়ারুর পিতার মৃত্যুতে বাগেরহাট জেলা যুবদলের শোক

বাগেরহাট প্রতিনিধি :

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, যুবদল খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সদস্য ও খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর পিতা ওহাব চিশতি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান আহম্মেদ, সিনিয়ার সহ-সভাপতি মো. নাজমুল হুদা, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, এস কে বদরুল আলম, প্রচার সম্পাদক এইচ এম রাশেদসহ যুবদলের নেতৃবৃন্দরা।

রবিবার (১৭ জানুয়ারী) সকালে যুবদল বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মাহবুব হাসান পিয়ারুর পিতা ওহাব চিশতি রবিবার ভোর রাতে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর।

বাগেরহাটে মোস্তফা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের কম্বল বিতরন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এইচ. মোস্তফা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে। রবিবার (১৭ জানুয়ারী) সকালে  গোটাপাড়া জামে মসজিদে প্রতিষ্ঠাতার স্ত্রী মরহুমা মোতাহেরা আকতারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ কম্বল বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খুলনা মহানগর আওয়ামী লীগের ১নং উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এইচ. মোস্তজাবুল হক মোস্তফা। এ সময় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান,শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন,ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইয়ামীন আলী, গোটাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ,সাধারন সম্পাদক শেখ আবু জাফর পলাশ,প্রাক্তন ইউপি সদস্য শেখ জালাল উদ্দিন আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন গোটাপাড়া জামে মসজিদের ইমাম কাজী আবুল বাসার।

এ সময় স্থানীয় প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল ও করোনা সচেতনা বৃদ্ধিতে প্রত্যেককে সাবান ও মাক্স বিতরন করা হয়।

বিএনপির স্মরণ সভায় অধ্যাপক নার্গিস বেগম: দলের প্রতি শামসুল হুদার নিষ্ঠা ও আনুগত্য অনুকরণীয় হয়ে থাকবে

যশোর অফিস

যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার স্মরণ সভায় দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তিনি ছাত্র জীবন থেকেই সকল গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সেই লড়াইয়ে নিজেকে নিবেদিত রেখেছিলেন। বিশেষ করে দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনের তিনি ব্যাপক ভূমিকা পালন করেন। অসুস্থ থাকা সত্ত্বেও বর্তমান ফ্যাসিস্ট সরকারেরর বিভিন্ন মিথ্যা মামলায় তিনি জর্জরিত ছিলেন।

এদিকে, তাকে রোগব্যাধির সাথে লড়তে হয়েছে, অন্যদিকে, ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করতে হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থার মধ্যেও শামসুল হুদার দিন কেটেছে কারাগারে ও আদাদলতের বারান্দায়।

রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শামসুল হুদা সরকারের সীমাহীন দমন পীড়নের মধ্যেও কোনদিন থেকে থাকেননি। ওয়ান ইলেভেনের সেই অসাংবিধানিক সরকারের কঠিন দুঃসময়ের মধ্যেও তিনি নেতা-কর্মীদের পাশে থেকে তাদের সাহস যুগিয়েছেন। তাদের উজ্জীবিত করেছিলেন। তিনি তার আদর্শ থেকে কোনদিন বিচ্যুত হননি। দলের প্রতি শামসুল হুদার যে ডিনষ্ঠা ও আনুগত্য ছিল সেটি আমাদের জন্যে অনুকরণীয় এবং অনুসরণীয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। পরে শামসুল হুদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য প্রয়াত মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে অধ্যাপক নার্গিস বেগম, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড, মোহাম্মদ ইসহাক, আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, দপ্তর সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

যশোরে ইয়াবা বহনকারী তিন যুবক গ্রেফতার

যশোর অফিস

র‌্যাব-৬ সদর কোম্পানী খুলনা লবনচরা একটি টিম শুক্রবার রাতে শহরের বকচর এল মার্কেটের সামনে থেকে চারশ’ পচাত্তর পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এসময় পাঁচটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড জব্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বচকর কবরস্থান রোডের মিজানুর রহমানের ছেলে শাহিন আলম,ষষ্টিতলা বিবি রোডের মৃত মোখলেছুর রহমানের ছেলে মীর মেহেদী হাসান ও বকচরের নুরুল হকের ছেলে ইকরামুল হক তুহিন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

খুলনা লবনচরা র‌্যাব-৬ সদর দপ্তর কোম্পানীর এসআই আব্দুল খালেক জানান,শুক্রবার ১৫ জানুয়ারী রাতে গোপন সূত্রে খবর পেয়ে যশোর শহরের বকচর এল  মার্কেটের সামনে থেকে শাহিন আলমকে ২শ’ পিস, মীর মেহেদী হাসানকে ২শ’ পিস ও ইকরামুল হক তুহিনকে ৭৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

যশোরে কলাগাছ কাটা সংঘর্ষ জখম ও লুটপাটের ঘটনায় মামলা

যশোর অফিস

কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় দুই ভাই জখম ও তাদের দখল হতে মোবাইল ফোন ও রুপার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার সুলতানপুর স্কুলের পাশে এক বাড়িতে।

মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন/চার জনকে আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে,যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার রশিদ,রশিদের ছেলে রাব্বি ও হারুন অর রশিদ ফুলুর ছেলে রুমি।

ওই গ্রামের রফিকুল ইসলামের  স্ত্রী মোছাঃ তাসলিমা বেগম শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামীরা রফিকুল ইসলামের বাড়ির পাশে গলাগাছ জোরপূর্বক কাটলে রফিকুল ইসলাম শুক্রবার সকালে প্রতিবাদ করে। পরে আসামীরা সংঘবদ্ধ হয়ে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় রফিকুল ইসলামকে গালিগালাজের এক পর্যায় মারপিট শুরু করে। রফিকুল ইসলামের ভাই তরিকুল ইসলাম ঠেকাতে এলে তাকেও মারপিট করে তার কাছে থাকা ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও গলায় থাকা ৫ভরি ওজনের রুপর চেইন ছিনিয়ে নেয়। তরিকুল ইসলামকে ছুরিকাঘাত ও রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে তারা দু’জন চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলা হয়েছে।

যশোরে শত্রুতা করে বিছালি পুড়িয়ে দেয়ার অভিযোগ

যশোর অফিস

যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে আতাউর রহমানের বিছলি গাদায় আগুন দিয়ে প্রয়ে দেড় লাখ টাকা ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৪/৫জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, বাহাদুরপুর গ্রামের  মৃত মোবারক আলীর ছেলে ফারুক হোসেন, মৃত শামসুর রহমানের ছেলে রবিউল ইসলাম, আব্দুল করিমের ছেলে আমিনুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়, আতাউর রহমানের মালিকাধীন বাহারপুর মৌজার সাবেক ৭৬৮ আরএস ৪৯২ দাগের ১০ শতক জমি নিয়ে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছে। তারা জোর করে দখল, তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় আতাউরের ছেলে মাহাফুজুর রহমান যশোরের সদর সহকারী জজ আদালতে ২১৯/২০ ইনজেকশন মামলা দায়ের করেছেন। এছাড়া যশোর সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি আর ১৬৬০/২০, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ নম্বর মামলা দায়ের করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।  এর মধ্যে গত ১১ জানুয়ারি ইনজেকশন ২১৯/২১ মামলার শুনানি দিন ছিল। আতাউর রহমান এবং তার ছেলে মাহাফুজুর রহমানকে আদালতে হাজির না হওয়ার জন্য শুনানির আগের দিন অর্থাৎ ১০ জানুয়ারি রাত ১০টার দিকে আসামিরা তাদের বাড়িতে ঢুকে বিছলি গাদায় আগুন লাগিয়ে দেয়। এসময় তার গাদায় ২৫ কাউন বিছালী পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ১ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।  এ ঘটনায় রোববার যশোর কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

যশোরের মণিরামপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ

যশোর অফিস

যশোরের মণিরামপুরে পারভীন সুলতানা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

১৬ জানুয়ারী শনিবার  দিবাগত গভীররাতে মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে।

পারভীনের স্বামী আজিজুর রহমান মালোয়েশিয়া প্রবাসী।

নিহতের ভাই তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, বছর ১৪ আগে তার বোনের সাথে আজিজুরের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর ও ৭ বছর বয়সী দুই ছেলে মেয়ে রয়েছে। অভাব অনটনের সংসার বিধায় তারা আজিজুরকে বিদেশে পাঠান। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই বোনের ভাসুর আলিম ও তার স্ত্রী সেই টাকা হাতিয়ে নিতেন।  এই নিয়ে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে শনিবার রাতে বোনের ভাসুর ও তার স্ত্রী তাকে মারপিট করে হত্যা করেছে। পরে তারা প্রচার করে, পারভীন বিষপানে আত্মহত্যা করেছে।

তিনি দাবি করেন, বোন বিষপান করলে তার শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা নয়। খবর পেয়ে আমরা রাতেই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার সোহানুর রহমানের বরাত  দিয়ে বলেন, রাতে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ঘণ্টা দুয়েক আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যতদূর জানি, ওই গৃহবধূ বিষপান করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত না করে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না।

যশোর বাঘারপাড়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

যশোর অফিস

যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক কিশোরের (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। রোববার ১৭ জানুয়ারী সকালে উপজেলার জামদিয়া ইউনিয়নের রঘুরামপুরের বিলের মধ্যের একটি খালের ভেতর থেকে অজ্ঞাত এ মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, রোববার সকাল ৯ টার দিকে স্থানীয় এক মহিলা মরদেহটি দেখতে পেয়ে চৌকিদারকে জানান।পরে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাত ওই কিশোরের পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট ও গায়ে গোলাপী রঙের টি-শার্ট পরা ছিল।ধারনা করা হচ্ছে বাইরে থেকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।এখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।

দেবহাটায় শতবছরের ঐতিহ্যবাহী বটগাছটি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন শিল্প

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় একটি ঐতিহ্যবাহী ও বহু প্রাচীন ইতিহাসের ধারক ও বাহক উপজেলা হিসেবে পরিচিত। এখানে বৃটিশ আমলে ছিল পৌরসভা ও জমিদারদের বসবাস। উপজেলা সদর থেকে টাউনশ্রীপুর পর্যন্ত মাত্র সাড়ে ৩ কিঃমিঃ এর মধ্যে ছিল ১৮ জন জমিদারের বসবাস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাউনশ্রীপুরে বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা ছিল। যার নাম ছিল দেবহাটা মিউনিসিপ্যালিটি এবং প্রতিষ্টা হয়েছিল ১৮৬৮ সালে। আর ১৯৫৫ সালে সেই পৌরসভার বিলুপ্তি ঘটে। পৌরসভার চেয়ারম্যান ছিলেন জমিদারদের প্রধান বাবু ফনীভূষন মন্ডল। ফনীভূষন মন্ডল দেবহাটার উন্নয়নের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। যার নিদর্শন স্বরুপ আছে দেবহাটা থানা ভবন, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। তেমনি এখানে আরেকটি বড় ঐতিহ্যবাহী জিনিষ হচ্ছে সদরের শতবছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বটগাছ। যার অপর নাম বনবিবিতলা। দেবহাটা উপজেলা সদর থেকে মাত্র ২ শত গজ পূর্বে এই গাছটি অবস্থিত। যে বটগাছটিকে ঘিরে রহস্য ও কৌতুহলের শেষ নেই। গাছটির না জানে কেউ জন্ম সাল বা না জানে কেউ জন্মের রহস্য। কথিত আছে শত বছরের পূর্বে একটি কাক উড়ে যাওয়ার সময় এখানে একটি ফল ফেলে দেয়। আর সেই ফল থেকেই এই গাছটির জন্ম। যে গাছটি এখন বিশাল বিস্তৃতি ঘটেছে। তবে আসল গাছ যে কোনটি সেটা কেউ বলতে পারেনা। জানা যায়, গাছটি যেখানে অবস্থিত সে জায়গাটির মালিক ছিলেন জমিদার ফনীভূষন মন্ডল। সেসময় অনেকে গাছটি কাটতে চাইলে ফনীবাবু গাছটিকে দেবতা মনে করে হিন্দুদের প্রথা অনুযায়ী গাছটিকে কাটতে দেননি। সেসময় থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা ১লা মাঘ তারিখে গাছটিকে দেবতা মনে করে কলা, মিষ্টি, দুধ, মুরগী সহ বিভিন্ন জিনিষ দিয়ে মানত করত। বনবিবি মা সকলের মনবাসনা পূরন করে দিতেন বলে অনেকে জানান। পরবর্তীতে জমিদার ফনীভূষন গাছটিকে রক্ষানাবেক্ষনের জন্য জসিমউদ্দীন কারিকার নামে একজনকে দায়িত্ব দেন। জসিমউদ্দীন দায়িত্ব নেয়ার পর থেকে এখানে হিন্দুদের পাশাপাশি মুসলমানেরাও যাওয়া শুরু করে। জসিমউদ্দীন কারিকারের মৃত্যুর পর তার ছেলে আইজুদ্দীন কারিকার গাছটিকে দেখাশুনা করত। সেখান থেকে আজ পর্যন্ত এখানে ১লা মাঘ তারিখে বনবিবি মার নামে মেলা বসে। এই সুন্দর ও মনোরম জায়গাটি একদিকে যেমন হয়ে উঠতে পারে সরকারের রাজস্ব আয়ের একটি পহ্না ঠিক তেমনি হয়ে উঠতে পারে ভ্রমন পিপাসুদের বেড়ানোর মনোরম স্থান। কথিত আছে অনেক বছর আগে কোন এক ব্যক্তি এই গাছটির ডাল কাটলে গেলে সে এমন ভয়ঙ্কর জিনিষ দেখে যে দুইদিনের মধ্যে সে মারা যায়। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা বেড়ানোর জন্য আসেন। অনেকে আবার বনভোজনের উদ্দ্যেশ্যেও এখানে আসেন। তাই এই ঐতিহ্যবাহী স্থানটিকে ঘিরে সরকারী বা বেসরকারী পর্যায়ে গড়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র। দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর পহেলা বৈশাখ এই বনবিবিতলায় জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়। ঐদিনে এখানে বিভিন্ন লোকজ ও বাউল সঙ্গীত সহ দেশী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই স্থানীয়দের দাবী এই ঐতিহ্যবাহী স্থানটিকে আরো সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে সরকারীভাবে উদ্যোগ গ্রহন করা হোক।

কিভাবে যাওয়া যায়:

সাতক্ষীরা-কালিগঞ্জ রোডের সখিপুর মোড় থেকে ডানদিকের রাস্তাধরে সোজা দেবহাটা উপজেলা পরিষদ মোড়ে আসতে হবে। এখান থেকে আপনি ঐতিহাসিক এই বনবিবি বটতলা স্থানটিতে যেতে পারবেন। এই অপরূপ সুন্দর বটবৃক্ষের সবুজ পাতা দিয় সাজানো প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে খুব সহজেই প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। সাতক্ষীরা-কালিগঞ্জ রোডের সখিপুর মোড় থেকে দেবহাটা উপজেলা পরিষদ মোড় পর্যন্ত সম্পূর্ণ পিচঢালা রাস্তা। সখিপুর মোড় থেকে আপনি ইঞ্জিন ভ্যান বা মটর সাইকেল ভাড়া করে ( ইঞ্জিন ভ্যান ভাড়া- ৮/- টাকা, মটর সাইকেল ভাড়া- ২০/- টাকা) আসতে পারবেন।

খুবির বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের ২০২১ সালের কমিটি গঠন

সভাপতি তারিকুজ্জামান লিপন সাঃ সম্পাদক রফিকুল ইসলাম

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের ২০২১ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তারিকুজ্জামান লিপন এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু । নির্বাহী কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি কৃষ্ণ পদ দাশ, জি এম লুৎফর রহমান, শেখ মোস্তাক আলী, শাহরিয়ার কামাল রানা, এস এম আতিয়ার রহমান, এস এম আবু নাসের ফারুক, অলোকা রানী দাস, এস এম মনিরুজ্জামান পিন্টু, শাহ্নওরোজ, এস এম গোলাম কিবরীয়া, বিমান সাহা, শেখ সাঈদ আফতাব এবং আব্দুল হামিদ বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন বাবু, মোঃ মেহেদী হাসান, মোঃ ইমাম হোসেন, মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সাংগঠনিক সম্পাদক এইচ এম ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার সফিকুর রহমান, অর্থ সম্পাদক খোন্দকার শাহানারা নাজনীন, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জামি), দপ্তর সম্পাদক শেখ মোঃ সোহরাব হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আজীজ, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-প্রচার সম্পাদক মোঃ আছাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক ব্রজেন্দ্র নাথ মন্ডল, সহ-প্রকাশনা সম্পাদক গৌতম চন্দ্র পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ রুবাইয়াৎ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়রা তাসমিন (রাবিতা), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ ফারুক হোসেন (মানিক), সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক অতিশ দিপংকর বিশ^াস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সহ-ক্রীড়া সম্পাদক  এস এম ওয়াহিদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সুজাউদ্দৌলা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামসুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কমলেশ রায়, মহিলা বিষয়ক সম্পাদীকা সোনিয়া আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা রোকেয়া পারভীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সানজীদা আক্তার, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীমা আশরাফী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ মাহামুদুল হাসান (তুষার), আইন বিষয়ক সম্পাদক বিভুতিভূষণ সাহা, সহ-আইন বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মো: শহিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক নাজনিন নাহার (লোপা)। নির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন হাওলাদার আলমগীর হাদী, মিয়া মুহাম্মাদ সালাউদ্দিন (সুকর্ণ), মোঃ আব্দুর রাজ্জাক, কানিজ ফাহমিদা, লিয়াকত আলী মোড়ল, মোঃ মঈনুল ইসলাম (মঈন), নুরুল ইসলাম সিদ্দিকী (লাভলু), ইয়াসমিন আরা হোসেন (লিমা), অর্চিস্মান দেবনাথ, দিলরুবা বুলবুল, সোহেলুল আলম, উজ্জল কুমার দাস, বিধান কুমার মন্ডল, মোঃ সাঈদুর রহমান, আল মামুন, খায়রুল বাশার, কাজী কামরুজ্জামান, মরিয়ম খাতুন, সাবিনা ইয়াসমিন, জেৎসনা আরা, সুজাতা চৌধুরী, আব্দুল খলেক মোল্লা, রিতা মজুমদার এবং মোঃ আতিকুজ্জামান।

মহেশপুর প্রেস ক্লাবের সদস্য পদ হতে আঃ রহমান কে স্থায়ী বহিষ্কার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহমানকে অর্থ আত্মসাৎ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড পরিচালনার জন্য স্থায়ী বাহিষ্কার করা হয়েছে। রবিবার মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সেলিম ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বাহিষ্কার করা হয়। তিনি পূর্বের কমিটিতে সভাপতি থাকা অবস্থায় ক্লাবের অর্থ আত্মসাৎ ও বর্তমানে তিনি  সভাপতি না হতে পেরে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ড পরিচালনা করছে।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল সকাল ৮ টায় ইন্তেকাল করেন আরাজি সাজিয়াড়া নিবাসী উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইসমাইল বিশ্বাসের মা জামিরণ বেগম (৮৫)। খবর পেয়ে শুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। জোহরবাদ যুবসংঘ খেলার মাঠে অনুষ্ঠিত নামাজে জামাজায় অংশ নেন।  বিকেলে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীণ দক্ষিণ ডুমুরিয়া গ্রামের শম্পা খানম ও আরাজি সাজিয়াড়া গ্রামের তন্নিকে দেখতে যান। এছাড়া নার্গিস ক্লিনিকে চিকিৎসাধীন দক্ষিণ ডুমুরিয়া গ্রামের সেলিম ঢালীর স্ত্রী জয়নাফ বেগম ও গোলনা গ্রামের মফিজুর শেখের স্ত্রীকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। সন্ধ্যায় সাজিয়াড়া ও রাতে খলশী গ্রামের সাধারণ মানুষেন সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমত শেখ, রেজাউল শেখ, নওশের সরদার, জাহাঙ্গীর মোড়ল, পলাশ দাস, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী, হারুনুর রশীদ বাবু, মোজাম্মেল হক মোহন, বাধন মন্ডল প্রমুখ।

কাউন্সিলর ডনকে মুক্ত বাংলা সংস্থার সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি 

খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন মহানগর আওয়ামীলীগের কমিটিতে পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল রবিবার রাত ৭টায় নগরীর দোলখোলা গফ্ফারের মোড়ের মুক্ত বাংলা সংস্থার কার্যালয়ে মুক্ত বাংলা সংস্থা, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ ও মুসলমান পাড়া যুব সংঘের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনর নেতৃত্বে এবং পাড়া যুব সংঘের জাকির, দুলার ও সোহাগের নেতৃত্বে জেড এ মাহমুদ ডনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টুর নেতৃত্বে সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডনকে ফুলের তোড়া দিয়ে এবং মিষ্টি মুখে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি এম এম ওয়ারিছেল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, মোজাহার হোসেন মজু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক আলি হাসান বাবু, দডÍর সম্পাদক আবুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালাত মাহমুদ সাগর, সমাজকল্যাণ সম্পাদক রফিকুর ইসলাম বাচ্চু, দ্বীন মোহাম্মদ, ফরিদ আহমেদ পাঠান, আজিজুর রহমান, জাহিদ, গণেশ, দেলোয়ার, আজম, বিপলু প্রমুখ।