স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে উৎপাদনে যাবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র :কেসিসি মেয়র

1

মুজিববর্ষ উপলক্ষে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে বাগেরহাটের মোংলা-রামপালের বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। বাগেরহাটের রামপালের গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আমরা প্রত্যাশা করছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। রামপাল পাওয়ার প্লান্টটি সার্বক্ষনিক বহুমুখী সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সহযোগীতা আরো বৃদ্ধি পাবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস,সি পান্ডে। ব্যবস্থাপক (এইচ,আর) তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গেরাও উপস্থিত ছিলেন।