স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

1
Spread the love


তথ্য বিবরণী


স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সংগঠক, গণসঙ্গীত আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাস আজ দুপুরে খুলনার বাইতি পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ৮৯ বছর বয়সী ওস্তাদ কালীপদ দাস দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। খুলনার শহীদ হাদিস পার্কে ওস্তাদ কালীপদ দাসের মরহেদে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন কমিটি, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য নিকেতন, আব্বাসউদ্দিন একাডেমি, কল্পতরু আসর, নান্দিক একাডেমিসহ সাংস্কৃতিক অঙ্গণের কর্মীগণ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্বপন কুমার গুহ, মিনা মিজানুর রহমান, মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।