স্টাফ রিপোর্টার
বাংলাদেশ টেলিভিশনের সাবেক সহকারী প্রযোজক মো: মনিরুল ইসলাম মনি (৪৫) ১১ জানুয়ারী বিকালে খুলনার কাকলীবাগ এলাকায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি বাংলাদেশ টেলিভিশনের সহকারী প্রযোজক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ।
২০১৩ সালে এক সড়ক দূর্ঘটনায় তিনি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে গতকাল দুপুরে তিনি মারা যান। এশাবাদ খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে।
মনিরুল ইসলাম নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার রবিউল ইসলাম পলাশের ছোট ভাই।