ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

6
Spread the love

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগ তুলে সাগর ও অন্তর (১৭) নামের দুই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে দুই যুবক। রোববার দুপুরে উপজেলার বিলদহর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবক হিসেবে পরিচিত। বাজার করতে যাওয়ার পথে দুই কিশোর সাগর ও অন্তরকে বিলদহর বাজারে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালায় তারা। তাদের কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে নেয়। এ সময় স্থানীয় যুবক রিপন ও তার মা প্রতিবাদ করলে তাদেরও পিটুনি দেয় বখাটেরা। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মোস্তফা ও সোহেল এলাকা থেকে পালিয়ে যায়। অভিযুক্ত মোস্তফা সরদার বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং সোহেল কালীনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। নির্যাতিত দুই কিশোর পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার হরদমা গ্রামের বাসিন্দা। সাগর ওই গ্রামের দিনমজুর আসাদের ছেলে এবং অন্তর শাহিন ইসলামের ছেলে। দু’জনই স্কুলছাত্র।

সাগরের মা জানান, রোববার দুপুরে সাগর ও অন্তর কাঁচাবাজার করতে বিলদহর বাজারে যায়। পথে মাদক ব্যবসায়ী মোস্তফা ও সোহেল তাদের ধরে মারধর করে এবং তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বলা হয়, তারা এলাকার একটি ছাগল চুরি করেছে। তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি সেখানে ছুটে গিয়ে তার সন্তানকে খুঁজে পাননি।

সাগরের মা বলেন, তার ছেলেকে বিলদহর হাটে পাঠিয়েছিলেন বাজার করার জন্য। সে কখনও ছাগল চুরি করতে পারে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানায়, মোস্তফা সরদার সিএনজিস্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তোলে। সোহেল মাদক ব্যবসায়ী। এলাকার সবাই তাদের মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে জানে। সোহেলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, তিনি মারধরের ঘটনাটি শুনেছেন। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।