খবর বিজ্ঞপ্তি
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান সিআইডি’র ডিআইজি হিসেবে পদোন্নতি এবং বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা আজ (শনিবার) দুপুরে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা নজরুল একাডেমি, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ এবং খুলনা আর্ট স্কুল যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করে।
এসময় বিদায় সংবর্ধিত অতিথি ডিআইজি মোঃ হাবিবুর রহমান বলেন, শিশুর প্রথম শিক্ষা হলো পিতামাতা থেকে। প্রাথমিক বিদ্যালয় থেকেই সকল শিশুর ভিত শক্ত করতে হবে। সন্তান কোথায় যার, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। একজন মা পারে তাঁর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। শিশুদের অধিকার বাস্তবায়নে পিতামাতা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এমএম মাসুদ মাহমুদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে ডিআইজি’র সহধর্মিণী শামসুর নাহার বিউটি, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন বক্তৃতা করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী। এসময় সংস্কৃতি ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জিত ঘোষ, এসএম হোসাইন বিল্লাহ, মোঃ কামরুল ইসলাম বাবলু, বিধান চন্দ্র রায়, কাজি জাহান বাবু, মোঃ এনামুল হক বাচ্চু, অধ্যক্ষ বাবুলাল মুখার্জি, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদে সভাপতি এমএম মাসুদ মাহমুদ ডিআইজি মোঃ হাবিবুর রহমানকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকরা ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান