আটরায় শেখ আবু নাসের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেখ কামাল স্মৃতি সংসদের জয়

0


ক্রীড়া প্রতিবেদক


শেখ আবু নাসের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে জয় পেয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ। গতকাল রবিবার বিকেল ৪টায় খানজাহান আলি থানাধিন আটরা শ্রীনাথ মাধ্যামিক বিদ্যালয় মাঠে খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এ ম্যাচে তারা ২-১ গোলে হারিয়ে আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি বেনাপোলকে।
দলের পক্ষে গোল ২টি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় নাজমুল। নুর ইসলাম ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চল। খেলা পরিচালনা করেন রেফারী নাজমুল ইসলাম, পারভেজ আলম ও আকিব জাভেদ।
এর আগে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাফুফে সদস্য অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন ও ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির পরিচালনায় মাঠে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন, খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি ও মিডিয়া পাটনার দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, সদস্য এ মনসুর আজাদ, মো. মোতালেব মিয়া, সুজন আহমেদ, মনিরুজ্জামান মহসিন, ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, খানজাহান আলি থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজ, বীর মুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান আলী, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান নবীরুল ইসলাম রাজা, আটরা শ্রীনাথ স্কুলের প্রধান মহসিন বিশ্বাস, সরদার আলি আহমেদ, শেখ ইকবাল হোসেন, খ ম লিয়াকত আলি, রিয়াজুল ইসলাম রাজা, শেখ আলি আকবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। আজ সোমবার বিকেল পৌনে ৩টায় মুখোমুখি হবে দেবাশীষ ফুটবল একাডেমি পাইকগাছা বনাম চরেরহাট ফুটবল একাডেমি খালিশপুর।