স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর বৈকালী ঝুড়িভিটা এলাকার মৃত. সুলতান সরদার এর ছেলে মো. জামাল সরদার ওরফে ভূট্টো (৩২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটই বাজারে অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে করেছে র্যাব-৬। ২ জানুয়ারি রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের রুপছায়া হল পাড়া এলাকার মো. আবুল কাশেম এর ছেলে মো. আকবর আলী ওরফে আরমান (২৬)।
র্যাব-৬ জানায়, ২ জানুয়ারি রাত সোয়া ৪টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটই বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের নাসির মেশিনারীজ দোকানের সামনে থেকে ২২০ পিস ইয়াবাসহ আরমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।