স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলামের শাশুড়ী ও নগরীর মুিন্সপাড়া নিবাসী মরহুম এ্যাডভোকেট মোজাম্মেল হকের সহধর্মীনী মিসেস জারিনা খানম (৭৫) আজ রবিবার রাত সাড়ে নয়টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না–রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বাদ যোহর গগনবাবু রোডের নুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে। এদিকে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এস এম নজরুল ইসালামের শাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।