জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হাতে মামা খুন

1
Spread the love

বেনাপোল প্রতিনিধি

পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোরের শার্শায় ভাগ্নের দায়ের কোপে মামা নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি ) বিকালে যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামে এ খুনের ঘটনা ঘটে। যশোরের নাভারন সার্কেলের পুলিশ সুপার জুয়েল ইমরান এ তথ্য জানিয়েছেন।

নিহত মুক্তার আলী (৬০) চাঁদ আলীর ছেলে। ভাগ্নে মামুন (৩০) একই গ্রামের মাজহারুলের ছেলে।

পুলিশ ও নিহতের আত্মীয়দের সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মামুনের সঙ্গে মামা মুক্তারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায়  শনিবার বিকালে ভাগ্নে মামুন দেশীয় ধারালো অস্ত্র  দিয়ে মামা মুক্তারকে কোপ দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মুক্তারের লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।