ছাত্রদলের নেতৃত্বেই দেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে, আর সে অভ্যুত্থানে বর্তমান সরকারের পতন হবে: হেলাল

17
Spread the love


স্টাফ রিপোর্টার


বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনে গনজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও দেশে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু গত ৩০ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় জনগণের মতামতকে হরণ করা হয়েছে।

এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। এ নির্বাচন জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। আবারও প্রমাণিত হল দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নতুন করে জনগণের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচনের জোর দাবি জানান হেলাল।

তিনি অবিলম্বে নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবী করে বলেন, ছাত্রদলের নেতৃত্বেই দেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে, আর সে অভ্যুত্থানে বর্তমান সরকারের পতন হবে। ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীর সভাপতিতে বিকাল ৩টায় অনুষ্ঠিত গনজমায়েত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, মনিরুল হাসান বাপ্পি, জামাল তালুকদার, শেখ তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ। গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থদেব মন্ডল, বিশেষ বক্তা ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমন। সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মতিউর রহমান বাচ্চু, মফিজুর রহমান টিংকু, সুলতান মাহমুদ, রুবায়েদ হোসেন বাবু, মেজবাউল আলম, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হুদা চৌধুরী সাগর, আরিফ ইমতিয়াজ তুহিন, মাসুদ পারভেজ বাবু, নুরুল আমিন বাবুল, এস এম কামাল হোসেন, আতাউর রহমান রুনু, মিরাজুর রহমান মিরাজ, ছাত্র নেতা মইদুল ইসলাম সোহাগ, হুমায়ুন কবির রুবেল, মিজানুর রহমান বাবু, গাজী শহিদুল ইসলাম, রশিউর রহমান রুবেল, আনিসুর রহমান, রিয়াছাদ আলী, রেজা মাহমুদ মাসুম, আল আমিন হোসেন নয়ন, সাইফুর রহমান, হাসিবুর রহমান সাদ্দাম, কামরুজ্জামান বাপ্পী, আব্দুল হান্নান, সুদাম রায়, সাগর শিকদার, ইশতিয়াক আহম্মেদ ইশতি, তাজিম বিশ^াস, মিজানুর রহমান মিজান, আজমল হোসেন লিটন, এম এম জাফর হাসান, দিপংকর বাবু, গাজী মনিরুল ইসলাম, শিব্বির আহম্মেদ সুমন, সৈয়দ আল শাকিল, এস এম বোরহান উদ্দিন, আহাদুর রহমান লিটন, সিরাজুল ইসলাম সানি, রাসেল শেখ, আছাদুজ্জামান আছাদ, রাকিব মোল্লা, সাব্বির আহমেদ টগর প্রমুখ।