প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মুক্ত অর্থনীতি সমান্তরাল গতিতে ধাবমান: সিটি মেয়র

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জামায়াত বিএনপি উগ্র জঙ্গী মৌলবাদিদের মূলোৎপাটন করেছেন প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। তাঁর সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব এবং অদম্য সাহসই আজ দেশকে আত্ম নির্ভর মর্যাদাশীল করতে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্পাত কঠিন সিদ্ধান্তের ফলে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। দেশকে দুর্ণীতি মুক্ত করতে ডিজিটাল করা হয়েছে। আজ মানুষকে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ঠ করতে হচ্ছে না। স্কুলের বেতন ভাতা, বিদ্যুৎ, পানি, সিটি কর্পোরেশনের বিল সহ সকল কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। যেকারনে দেশ থেকে আজ দুর্ণীতি প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। দেশে বিদ্যুতের চাহিদা মিটিয়ে এখন বিদেশে বিদ্যুত রপ্তানী করা হচ্ছে। যেকারনে আজ দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠছে। সড়ক, রেল, আকাশ ও নৌপথ সহ সকল পথের আজ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা কিনা পাচাত্যের যেকোন সাথে বাংলাদেশকে তুলনা করা যেতে পারে। বছরের শুরুতেই শিশুদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। নারী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখা করতে উপবৃত্তি দেয়া হয়েছে। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করতে তাদের বিশেষ শিক্ষায় শিক্ষিত করা, দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যেক ইউনিয়নে হেলথ ক্লিনিক, তথ্য সেবা কেন্দ্র, কৃষিকে যুগোপযোগী করে আধুনিক সেচ ব্যবস্থা চালু করা হয়েছে। যার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। ডিজিটাল ব্যবস্থাপনায় ভূমি অফিস গুলোকে আধুনিকায়ন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ৬৫ লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করতে যোগ্যতা অর্জন করেছে। আত্মপ্রত্যয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মান করতে। খুলনাতে ফজিলাতুন্নেচ্ছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন, শেখ রাসেল আইটি পার্ক, রেল লাইন ও স্টেশন নির্মান করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক বিমান বন্দর নির্মান করা হচ্ছে। শেখ হাসিনা খুলনা সহ দক্ষিণাপশ্চিমাঞ্চলকে অর্থনৈতিক জোনে পরিণত করতে সকল কার্যক্রম প্রায় সম্পন্ন করেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। খুলনার মানুষ খুব তাড়াতাড়া অর্থনৈতিক জোনে পরিণত হবে ইনশাল্লাহ। অর্থনৈতিক কর্মকা-ের পাশাপাশি একযোগে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গণতান্ত্রিক কাজও চালানো হয়েছে। যা বিশ্বে বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মুক্ত অর্থনীতি সমান্তরাল গতিতে ধাবমান। এছাড়া দেশের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে আজ উন্নত বিশ্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ বিজয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলার ১৮ কোটি মানুষের। এ বিজয়কে ধরে রেখে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের কাতারে দাড় করাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বুধবার “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য বিজয় রেলি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, অধ্যাপক আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, তসলিম আহমেদ খান আশা, এডভোকেট সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, এস এম আকিল উদ্দিন, এস এম আসাদুজ্জামান রাসেল, যুবনেতা কামরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, অধ্যা. রুনু ইকবাল, মীর বরকত আলী, মো. মোতালেব হোসেন, এ্যাড. একে এম শাহজাহান কচি, এম এ নাসিম, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাজী জাহিদ হোসেন, শেখ আবিদ উল্লাহ, মাহবুবুর রহমান বাবলু মোল্লা, মোস্তফা কামাল, নজিবুর রহমান নজু, শেখ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামাল সজল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, মীর মো. লিটন, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. শওকাত হোসেন, এ্যাড. আলআমিন তালুকদার, ইয়াসিন আরাফাত, আবুল হোসেন, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, নাজনিন নাহার চৌধুরী, আইরিন আক্তার, নাসরিন আক্তার, রেখা খানম, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহমুদুল হাসান শাওন, ঝলক বিশ^াস, সোহান হাসান শাওন, মাহামুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ, আব্দুল কাদের সৈকত, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান শেষে আলোচনা সভা করে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।