খুলনা হেরিটেজ মিউজিয়াম ‘সুন্দরবন রত্ন’ শীর্ষক সম্মাননা পাচ্ছেন পাঁচজন
খবর বিজ্ঞপ্তি
খুলনার ইতিহাস-ঐতিহ্য এবং সুনাম-সুখ্যাতি উজ্জ্বল করতে যে সকল চিন্তানায়ক ও কর্মনায়ক অসাধারণ ভূমিকা রাখছেন তাদের মধ্য থেকে প্রতিবছর পাঁচজনকে খুলনা হেরিটেজ মিউজিয়াম ‘সুন্দরবন রতœ’ শীর্ষক সম্মাননায় ভূষিত করে থাকে। ২০২০ সালে এ সম্মাননা যারা পাচ্ছেন তারা হলেন সাহিত্যে শেখ মোঃ কাবেদুল ইসলাম (অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ), জনপ্রশাসনে অনবদ্য ভূমিকা রাখায় মোহাম্মদ হেলাল হোসেন (জেলা প্রশাসক, খুলনা), প্রতœতত্ব গবেষণায় ড. মোঃ মিজানুর রহমান (উপাধ্যক্ষ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা), সংগঠনে এম, ডি, এ বাবুল রানা (সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ) ও সাংবাদিকতায় মোঃ তরিকুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সময়ের খবর)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পাঁচ গুণী ব্যক্তির হাতে তুল দেওয়া হবে সম্মাননা স্মারক। খুলনা হেরিটেজ মিউজিয়ামের সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এস এম রইজ উদ্দিন আহম্মদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির।
কপিলমুনিতে পৌরসভা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে বিনোদগঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় ভূমি অফিস চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান মোড়ল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ারদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এম মোজাফফর হোসেন, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাস, জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য চম্পক পাল, সাধন চন্দ্র ভদ্র, প্রভাষক মইনুল ইসলাম, যুগোল কিশোর দে, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, ইউপি সদস্য রাজিব গোলদার প্রমুখ। সভায় পৌরসভার সীমানা নির্ধারণ, লোকসংখ্যা, কৃষি, মৎস্য চাষ, এলাকার মানুষের আয়ের উৎস ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেলিমাবাদ প্রেসক্লাবের কমিটি গঠন: আরিফ সভাপতি ও অজিউর সম্পাদক
নিজস্ব সংবাদদাতা, দৈবজ্ঞহাটী
বাগেরহাট জেলার দৈবজ্ঞহাটী সেলিমাবাদ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা গত ২৮ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় শেখ মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেলিমাবাদ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও চ্যানেল আই এর বাগেরহাট জেলা প্রতিনিধি অধ্যাপক মাহ্ফিজুর রহমান। সভায় ২০২০ সালের ক্লাবের যাবতীয় আয় ব্যয়ের হিসাব বিবরন, ব্যাংক হিসাব, সাংবাদিক কল্যান ট্রাস্ট সংক্রান্ত ও নুতন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আরিফ মল্লিককে সভাপতি (দৈনিক সমাজের কথা), শেখ মিজানুর রহমান মিলনকে সহ-সভাপতি (দৈনিক খুলনাঞ্চল), শেখ অজিউর রহমানকে সাধারণ সম্পাদক (দৈনিক জন্মভূমি), গোপাল ঘোষকে সহ-সম্পাদক (দৈনিক গ্রামের কাগজ), মোঃ তকদীর হোসাইন তুহিনকে অর্থ সম্পাদক (দৈনিক খুলনা) এবং নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে শেখ মিজানুর রহমান ডিয়ার (দৈনিক পূর্বাঞ্চল), শেখ আঃ হাকিম (দৈনিক তথ্য), মোঃ খালিদ হোসেন দিহিদার (দৈনিক প্রবাহ), মোঃ আল আমিন খান (দৈনিক খানজাহান) সহ ৯ সদস্য বিশিষ্ট ২০২১ সালের জন্য সেলিমাবাদ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।
বাগেরহাটে ৩ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলার টিকা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৩ লক্ষ ৭ হাজার ৫‘শ ৯০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে।২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাটের ৯ উপজেলায় ২‘শ ২৫টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।এই কার্যক্রমে ২‘শ ৭৬ জন স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করবেন।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জনের মিলনায়তনে মিসেলস রুবেল ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানান।
প্রেস কনফারেন্সে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ আবুল বাশার,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমডি মোজাফফর হোসেন,সাবেক সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন,আহাদ উদ্দিন হায়দার, মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস,মুশফিকুর রহমান,হিসাব রক্ষক মো: রেজাউল করিম,ষ্টোনো শেখ নাসির উদ্দিনসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া গুরুত্ব ও টিকা দানের পদ্ধতি উল্লেখ করেন।বাংলাদেশে বর্তমান সময়ে হাম-রুবেলা রোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন।এবং সকলকে নিজ নিজ জায়গা থেকে হাম-রুবেলার টিকা দানের গুরুত্ব প্রচার করার আহবান জানান।
বাগেরহাটে দেড়কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে দেড় কেজি গাজাসহ মোঃ আল-আমিন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামের মোল্লা ওবাইদুল রহমানের এর বসত বাড়ির পশ্চিম পাশ থেকে র্যাব সদস্যরা আলআমিনকে আটক করে।
আটক আল-আমিন পুরাতন ঘোষগাতি এলাকার লোকমান খানের ছেলে।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র আজিজুল ইসলামের (১৮)মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিতে এ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় আজিজুল। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে। এ ঘটনায় নিহত আজিজুলের ভাই রুবেল হোসেন বাদী হয়ে মোল্লাহাট থানায় হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
নিহত আজিজুল ইসলাম মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামের সাখাওয়াত মুন্সির ছেলে এবং মোল্লাহাট কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত রবিবার বিকেলে সরসপুর গ্রামের বিরোধপূর্ণ জমির সুপারি পাড়তে যায় সাখাওয়াত মুন্সির প্রতিপক্ষ পিকিং ও এবাদাত বিশ্বাসসহ কয়েকজন। এসময় সাখাওয়াত মুন্সি ও তার ছেলেরা পিকিংদের বাঁধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে সাখাওয়াতের বাড়িতে এসে হামলা করে।এসময় সাখাওয়াত মুন্সি (৫৮), তার স্ত্রী রোকসানা বেগম (৫৪) এবং কলেজ পড়ুয়া ছেলে আজিজুল ইসলামকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় আজিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল মারা যায়।
নিহত আজিজুলের বড় ভাই রুবেল হোসেন বলেন, ভাইকে হারালাম। বাবা-মায়ের অবস্থাও আশঙ্কাজনক। তারা খুলনার হাসপাতালে ভর্তি রয়েছে। জানিনা তাদের কি হবে। প্রতিপক্ষের সাথে যে জমি নিয়ে বিরোধ ছিল বিভিন্ন মামলা ও শালিষ বৈঠকে আমাদের পক্ষে রায় এসেছে। তারপরও তারা জোর পূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। আমার ভাইকে হত্যা করল। আমি এর বিচার চাই।
মোল্লাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, আজিজুল হত্যাকান্ডের ঘটনায় তার বড় ভাই রুবেল হোসেন মুন্সি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
চিতলমারীতে গনমিলন ফাউন্ডেশেন বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে এনজিও গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে রোজিনা সিদ্দিক নামে এক বিধবা নারী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ওই পরিচালকের গলায় বীমার টাকা আটকে গেছে। বিষয়টি ধামাচাপা দিতে গণমিলন ফাউন্ডেশনের কর্মকর্তারা বিভিন্ন প্রভাবশালী মহলে তদবীর চালাচ্ছেন।
রোজিনা সিদ্দিকের দায়ের করা অভিযোগ পত্রে জানা গেছে, গত ২০১৩ সালের ২৬ অক্টোবর তার স্বামী সিদ্দিকুর রহমান সড়ক দূর্ঘটনায় মারা যান। এর ২ মাস আগে তিনি গণমিলন ফাউন্ডেশন চিতলমারী শাখা থেকে শতকরা ১৫% লাভে ৩ লাখ টাকা ঋণ গ্রহন করেন। এ সময় গনমিলন ফাউন্ডেশন বীমা বাবদ ৩ হাজার টাকা জমা নেয়। বীমা নেয়ার মানে হল কোন ঋণ গ্রহীতা মারা গেলে তার পরিবারের আর ওই লোনের টাকা পরিশোধ করা লাগে না। ঋণের দুই কিস্তি ৬০ হাজার টাকা দিয়ে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর গনমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাস প্রতারনার মাধ্যমে রোজিনা সিদ্দিকের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা ও ওই টাকার সুদও বুঝে নেন। সে সময় তিনি বীমা সর্ম্পকে কিছুই জানতেন না। বছর খানেক আগে তিনি উক্ত গনমিলন ফাউন্ডেশন থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহন করেন। তখন রনজিৎ কুমার বিশ্বাস তার কাছ থেকে বীমা বাবদ ১০ হাজার টাকা জমা নেয়। সেই সময় তিনি স্বামীর বীমার বিষয়ে জানতে পারেন যে গণমিলন ফাউন্ডেশনের কর্মকর্তারা তার সাথে প্রতারণার মাধ্যমে ২ লাখ ৪০ হাজার টাকা ও ওই টাকার সুদও বুঝে নিয়েছে। সেই সাথে তার স্বামীর দেয়া একটি ব্লাংক চেক অদ্যবধি প্রতিষ্ঠানটি ফেরত দেয় নাই। বিষয়টি তাদের তিনি একাধিকবার বললেও তারা কর্ণপাত করেননি। বিষয়টি ওই ফাউন্ডেশনের পুরাতন কর্মীরা অবগত আছেন। প্রয়োজনে তারাও সত্য কথা বলবেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে রোজিনা সিদ্দিক স্থানীয় সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী যখন মারা যান তখন আমার নাবালক দু’টি বাচ্চা। অনেক কষ্টে ধারদেনা করে গণমলিন ফাউন্ডেশনের টাকা পরিশোধ করেছি। ওই টাকা ছিল আমার কলিজা নিংড়ানো টাকা। আমি এর সুবিচার চাই। বর্তমানে তারা ইউএনও স্যারের কাছে দেওয়া অভিযোগপত্র তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রভাবশালীদের দিয়ে হুমকি ও মামলা দিয়ে হয়রানীর ভয় দেখাচ্ছে।
গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাস বলেন, রোজিনা সিদ্দিকের সাথে এ বিষয় আমাদের সমঝোতার চেষ্টা চলছে। আমরা তার দাবীকৃত টাকা পরিশোধ করে দিব।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম সাংবাদিকদের বলেন, গণমিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে রোজিনা সিদ্দিক নামে এক মহিলার প্রতারণা ও চেক আত্মসাতের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি নথিভূক্ত করা হয়েছে। দুই পক্ষকে নোর্টিশের মাধ্যমে ডেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বপ্ন এখন বাস্তবে কড়া নাড়ছে দূয়ারে
আসাদ, দিঘলিয়া
“মুজিববর্ষের অঙ্গীকার, সবার জন্য বাসস্থান” এই স্লোগান কে সামনে রেখে, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ (‘জমি নেই ঘর নেই’) এর অধিনে খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলছে গৃহ নির্মানের কাজ । সরকার মুজিব শতবর্ষের শুরুতে জমি নেই ঘর নেই এমন সব পরিবার কে খাস জমিতে গৃহ নির্মান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সরকারের সে সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমে পড়েছে দিঘলিয়া উপজেলা প্রশাসন।
যে স্বপ্ন আমাদের কল্পনাতেও আসে নাই, সেই স্বপ্ন এখন বাস্তবে কড়া নাড়ছে দূয়ারে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের চাল নাই চুলা নাই তারা ভেবেছে কি কখনো, একদিন তাদের নিজেস্ব মাথা গোঁজার জন্য একটুরো জমি ও একটা পাঁকা ঘর হবে? তাদের সেই না দেখা স্বপ্ন দেখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, শুধু স্বপ্ন না বাস্তবেও তার রূপ দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য চলছে গৃহ নির্মাণের এক মহা যোগ্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিঘলিয়া উপজেলায় আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে নির্মানাধীন ৭০ টি সেমি পাকা ঘরের কাজ প্রায় ৭০ ভাগ সম্পূর্ণ হয়েছে। ২ শতাংশ জমিতে দুই কক্ষের টিন সেট ঘরে রয়েছে এ্যাটাস বার্থ ও রান্না ঘর। প্রতিটি ঘর নির্মানে খরচ ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। দিঘলিয়া ও হাজী গ্রামে নির্মানাধীন দু’টি আশ্রায়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর আলম বলেন, আমরা আশাবাদী খুব দ্রুত দিঘলিয়ার প্রতিটি কোণা থেকে যাদের ‘জমি নেই ঘর নেই’, এমন সকল লোকদের খুঁজে খুঁজে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নূন্যতম মাথা গোযার ঠাঁইয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ১ একর ৪০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জমিতে ৭০ টি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মানের কাজ চলছে। আশাকরি ২০২১ সালের প্রথম সপ্তাহে নির্মান কাজ শেষ হবে।
খুলনায় চেক ডিজঅনার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ভাই গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মুনসুর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত থেকে ফেরার পথে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নগরীর বয়রা এলাকার প্রত্যাশা প্লাজার মার্কেট বিক্রির প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ রায় জানান, পৃথক দুটি ওয়ারেন্টভুক্ত আসামি কাজী মুনসুর আহমেদকে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোড থেকে গ্রেফতার করা হয়। বিকাল সাড়ে চারটার দিকে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার কাজী মুনসুর আহমেদ নগরীর ৫৭, ইসলামপুর রোডের মৃত কাজী আহমেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, কাজী মুনসুর আহমেদের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ টাকা ও ৩৮ লাখ টাকার দুটি চেক ডিজ অনার মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জরা হয়।
বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব, অদম্য বাংলা ও শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আজ ২৯ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখ সকাল ১১টায় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব, মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা ও কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতসহ সমিতির নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী, ইউজিসি ও খুবি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা
খবর বিজ্ঞপ্তি
বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু চাকরি নিয়মিত হচ্ছে না। অবসরে গেলেও খালি হাতে যেতে হবে। এমন উদ্বেগ হতাশার মধ্যে নিমজ্জিত দীর্ঘ ১০, ১৫, ২০ এবং ২৫ বছর ধরে ঝাড়–দার, নিরাপত্তা প্রহরী, মালী, অফিস সহায়কের মতো পদে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বহুসংখ্যক মাস্টাররোল ও থোক ভিত্তিক কর্মচারী অবশেষে নিয়মিত হলেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১০তম সভায় তাদের এই নিয়োগ অনুমোদিত হয়। বিজ্ঞাপিত বিভিন্ন পদে মোট নিয়োগকৃতদের মধ্যে এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দীর্ঘদিন কর্মরত মোঃ নাসির উদ্দিন, গোলাম রসুল, আলী হোসেন, শরিফুল ইসলাম, শাহানাসহ ৪০জন নিয়মিত হলেন। তবে অন্যান্য কর্মচারি পদে ভিতরে কর্মরতদের বাইরে ২৫ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। ভিতরের কর্মচারির অনেকেই যে যোগ্যতা চাওয়া হয় যথাযথভাবে সে শর্ত পূরণ করতে পারেননি বলেই কিছু বাদ পড়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়। মাস্টাররোল বা থোক অর্থে দীর্ঘদিন কর্মরত থাকার পর যারা চাকরিতে নিয়মিত হয়েছেন তারা যোগদান করে তাদের আনন্দ-অনুভূতি প্রকাশ করেন। অনেকেই বলেন এটা তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করে ইউজিসি থেকে পদ এনে নিয়োগ দিয়েছেন। পদ বরাদ্দ দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একই সাথে শিক্ষামন্ত্রী, ইউজিসি ও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তিনি যে প্রচেষ্টা নিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আজ এসব কর্মচারি যখন রেজিস্ট্রারের নিকট থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তখন অনেকেই আনন্দ-আবেগে আপ্লুত হয়ে পড়েন। কারও কারও চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পরে। তাদের জীবনে আজকের যোগদানের এই দিনটি হয়ে উঠে উৎসব মুখর। রেজিস্ট্রার তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন পর্যায়ক্রমে মাস্টাররোলের যারা বাকী আছেন তাদেরকেও নিয়মিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একইসাথে তিনি বলেন কেবল ভিতরের প্রার্থীরা নয় যোগ্য ও দক্ষ অনেক বাইরের প্রার্থীও নিয়োগ পেয়েছেন। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলেই ভিতর এবং বাইরের যোগ্য প্রার্থীরা নিয়োগের সুযোগ পেয়েছেন।
ঝিনাইদহ সদর থানা পুলিশের দুরদর্শিতা, সরদারসহ ৬ ডাকাত গ্রেফতার, ৭ টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত সর্দ্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতি হওয়া লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার স্যারের নির্দেশনা মোতাবেক সদর থানার ওসি অপারেশন আবুল খায়ের শেখ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্দ্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এব্যাপারে বিজ্ঞ আদালতের কাছে ডাকাতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামে গত ৪ ডিসেম্বর রাতে প্রবাসি সাইদ হোসেনের বাড়িতে একদল ডাকাত ডাকাতি সংগঠিত করে। এসময় ডাকাতদল বাড়ির সকল সদস্যকে অস্ত্রেরমুখে জিম্মি করে ৭ টি মোবাইল ফোন, স্বর্ণের তৈরী হাতের বালা, গলার চেইন, কানের দুল, আংটিসহ নগদ কিছু টাকা লুন্ঠন করে। এ ঘটনায় পরদিন ৫ ডিসেম্বর সাইদ হোসেনের স্ত্রী শাম্মী আক্তার বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা করেন। এর পর থেকে পুলিশ ডাকাত ধরতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতদের সনাক্ত করতে সক্ষম হয়। প্রথমেই ডাকাত সর্দ্দার কোরবান আলীকে পুলিশ আটক করে। তারস্বীকারোক্তি মোতাবেক পর্যায়ক্রমে ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হয় তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুন্ঠিত হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত জেলার কোটচাদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের ফেলু মন্ডলের জামাতা সজিব (৩০), হরিনাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামের আরিফুল ইসলামের ছেলে বাবুল হোসেন (২৩), সদর উপজেলার দক্ষিণ রামনগর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে লিটন (৩৮), সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সায়েম মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত রমজান মালিথার ছেলে তোরাপ (৫২) এবং সদর উপজেলার মহামায়া গ্রামের আজিবার রহমানের ছেলে ডাকাত সর্দ্দার কোরবান আলী (৪০)। ওসি আরও জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সর্দ্দার কোরবান আলী ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও ডাকাতদল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর ছদ্মবেশে মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে খোজখবর নিয়ে রাতে ডাকাতি করে আসছিল। সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, থানা এলাকায় কেউ কোন প্রকার অপরাধ করে পার পাবে না। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
মোরেলগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারার অভিযোগ
মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারা করায় গণ অভিযোগ দায়ের হয়েছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ।
লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শেখপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়ির সামনে দিয়ে সরকারি রেকর্ডিও ভাড়ানি খালটি প্রবাহিত । উম্মুক্ত খালটির উভয় পাশের্^র প্রায় ৩ শ’ বিঘার মালিকাধীন জমি ও ছোট বড় দুই শতাধিক ঘের রয়েছে। আর খালের মাধ্যমে এলাকাবাসি পানি নিষ্কাষনসহ জোয়ার ভাঁটার সুবিধা ভোগ করছে। কিন্তুএলাকার কতিপয় প্রভাবশালী স্বার্থন্বেষী মহল বাঁধ দিয়ে মাছ চাষের অপচেষ্টা চালাচ্ছে। এতে করে ফসলহানী সহ এলাকার হাজার হাজার লোক ক্ষতির সম্মখীন হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য নাজমুল হাসান রানা ও এলাকাবাসি গণ অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে। প্রভাবশালী মহলটি যাতে নিজ স্বার্থ হাসিলে ফসলহানী সহ এলাকার বৃহৎ ক্ষতি থেকে রক্ষার আবেদন করেছে এলাকাবাসি। ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, অস্থায়ী ভিত্তিতে এ বাঁধ দেয়া হচ্ছে। ধান কাটার মৌসুম শেষ হলে আবার বাঁধ খুলে দেয়া হবে। সহকারী কমিশনার (ভূমি ) মিকাইল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
শৈলকুপায় বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী, ৫০ হাজার টাকায় দফারফা!
সম্রাট হোসেন, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী হয়েছে বলে জানা গেছে। শালিসের মাধ্যমে ৫০হাজার টাকায় মিমাংশা করেছে স্থানীয় গ্রাম্য মাতব্বররা। বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির গর্ভপাত ঘটানোর জন্য তার পরিবারের উপর চাপ সৃষ্টি করলে তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করেছে পরিবারের লোকজন এমন তথ্য এলাকায় ভেসে বেড়াচ্ছে। জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা-শ্রীপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী ফকির বিশ্বাসের ছেলে জেহের আলী (৫৫) মাস দুয়েক আগে জোর পূর্বক তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। মেয়ের মা বিষয়টি বুঝতে পেরে গর্ভপাত ঘটানোর জন্য তাকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে ঔষুধ সেবন করায়। তাতেও গর্ভপাত ঘটেনি, বলে তার মা জানিয়েছেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মেয়েটির পরিবারের উপর চাপ সৃষ্টি করে ও বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতাকে আলট্রাসনো না করাতে হুমকি দিয়ে আসছে। এক পর্যায়ে স্থানীয় গ্রাম্য মাতব্বররা মেয়েটির পরিবারকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকেই ধর্ষক জেহের আলী গা ঢাকা দিয়েছে। লোক লজ্জার ভয়ে ও সামাজিক চাপে মেয়েটির পরিবার বর্তমানে গৃহবন্দি হয়ে পড়েছে। বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে না পারছে ডাক্তারের কাছে যেতে, না পারছে থানায় যেতে। স্থানীয়রা জানায়, ধর্ষক জেহের আলী প্রায়শই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে উত্যক্ত করতো। বাড়ি ফাকা পেলে মাঝে মাঝে তার ঘরেও ঢুকতে দেখা যেত। মেয়েটিকে উত্যক্ত করতে নিষেধ করার পর সে সংশোধন না হয়ে আরো তার মাত্রা বাড়িয়ে দেয়। বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মা জানান, তার মেয়ের ধর্ষিত হওয়ার পর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। তিনি ঋতুস্রাব হওয়ার জন্য মেয়েকে দুই দফা ঔষুধ দিলেও এখন পর্যন্ত ঋতুস্রাব হয়নি। ধর্ষনের ঘটনা যারা দেখেছে তাদেরকেও হুমকি ধামকি দেয়া হচ্ছে স্বাক্ষী না দেয়ার জন্য। তারা এখন চক্ষু লজ্জায় অনেকটা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গৃহবন্দি হয়ে পড়েছেন। আলট্রাসনো করার জন্য ডাক্তারের কাছে নিতে চাইলেও বাড়ি থেকে বের হতে পারছেন না। শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, থানায় লিখিত অভিযোগ পেলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।
মোংলা পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর কর্মী-সমর্থদের উপর হামলা ও মারধর করার অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর কর্মী-সমর্থদেও উপর হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিএনপির মেয়র প্রার্থী মোঃ জুলফিকার আলী পৌর শহরতলীর কমলার মোড় এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি’র মেয়র প্রার্থীর সমর্থক আলতাফ হোসেন, ফয়সাল ও মোঃ রুহুল আমীন নামে তিন জন কম-বেশি আহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের দোষারোপ করে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপির মেয়র প্রার্থী। এ ঘটনার আগেও গত শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বটতলা এলাকায় প্রথম দফায় অনুরুপ হামলা চালানো হয় এবং আলম ও বাবু মোল্ল্যা নামের অপর দুই কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র জুলফিকার আলী। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার আগ মুহুর্তে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দু’দফায় এ হামলার ঘটনায় পৌরবাসীর মধ্যে আতংক ছড়াচ্ছে। আর প্রতিটি মুুহুর্তে প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা নানাভাবে তাকে হুমকি-ধামকি দিয়ে চলেছেন। এ অবস্থা দ্বিতীয় ধাপের আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া মোংলা পৌার্ট পৌর সভার সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির এ মেয়র প্রার্থী।
দেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে: সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে।
তিনি মঙ্গলবার সকালে নগরীর কারিতাস চত্ত্বরে কেসিসি’র এলাকায় কোভিড-১৯ এর কারণে ঝুঁকিপূর্ণ বস্তিবাসীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, সরকার করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করেছে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। এছাড়া বার বার হাত ধুতে হবে এবং পরিস্কার-পরিছন্ন থাকতে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেলে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। সরকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্ল্যানিং অফিসার মোঃ আবির-উল-জব্বার, কারিতাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু। স্বাগত জানান কারিতাসের প্রোগ্রাম অফিসার তপন সরকার। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মেয়র ২২ নম্বর ওয়ার্ডের চরবস্তির আটশত তিনজনকে ট্যাপসহ ঢাকানযুক্ত একটি বালতি, মগ একটি, সাবান চারটি, গুড়া সাবান এক কেজি, মার্কিন কাপড় চার পিচ, টুথব্রাশ চারটি এবং একটি টুথপেষ্ট বিতরণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ২, ১৫, ২৪, ৯, ১৪, ২২ ও ২১ নম্বর ওয়ার্ডে সাতটি বস্তি এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে চার হাজার আটশত জনকে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হবে।
নিরাপওা হুমকিতে রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল : বহিরাগত আনঅথরাইজড লোকজনের অবাধ যাতায়াত
বেনাপোল প্রতিনিধি
নিরাপওা হুমকিতে রয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বন্দরে বহিরাগত আনঅথরাইজড লোকজনের অবাধ যাতায়াত হুমকির মূখে ফেলে দিয়েছে বন্দরের নিরাপওা ব্যবস্থাকে। বর্তমানে বন্দরের প্রতিটি শেডে টেন্ডল নামে বহিরাগত একজন করে লোক নিয়োগ দেয়া হয়েছে অবৈধভাবে। যারা সরাসরি রাজস্ব ফাকি ও শেড থেকে মালামাল চুরির সাথে জড়িত, এমন অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো। বন্দরে মোট ৪২ টি শেড রয়েছে, যার প্রতিটি শেডে বহিরাগত ট্যান্ডল নিয়োগ দেয়া হয়েছে রাজস্ব ফাকি ও মালামাল চুরির জণ্য।
বেনাপোল বন্দর দিয়ে বছরে ২০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। বন্দর কর্তৃপক্ষও আলাদা রাজস্ব পায়। অথচ আমদানিকৃত এসব পণ্যের নিরাপত্তা নেই বললেই চলে। প্রতিনিয়ত পণ্য চুরি হচ্ছে বন্দর থেকে। ঘটছে অগ্নিকা-।
বেনাপোল কাস্টম হাউজ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ১৭ লাখ ৭৮ হাজার ৬২৮ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। ২০১৮-১৯ অর্থবছর ভারত থেকে ১৮ লাখ ৩৬ হাজার ৯৫৩ মেট্রিক টন পণ্য এবং ২০১৭-১৮ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ১৯ লাখ ৮৮ হাজার ৩৯৭ দশমিক ৯৩ মেট্রিক টন এবং ২০১৮-১৯ অর্থবছরে আমদানি হয়েছিল ২১ লাখ ৮১ হাজার ১২৩ মেট্রিক টন পণ্য।
চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০৮ কোটি ৮৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৫০৯ কোটি ৭৯ লাখ টাকা। রাজস্ব ঘাটতি হয়েছে ৯৯৯ কোটি ৯ লাখ টাকা। বন্দরের প্রতিটি গেটে নিরাপওা কর্মীরা দায়িত্বে থাকার পরও অবাধে প্রবেশ করছে বহিরাগত লোকজন। বন্দর একটি বন্ডেড কেপিআই ভুক্ত এলাকা সত্বেও কিভাবে বন্দরে অবৈধ লোকজন প্রবেশ করছে তা নিয়ে বিভিন্ন ফোরামে অভিযোগ করা হলেও বন্দর কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছেন না। গত ১৭ ডিসেম্বর বেনাপোল কাস্টমস হাউজে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক পরামর্শক কমিটির সভায় বন্দর ব্যবহারকারী সংগঠন গুলো বন্দরে অবৈধ লোকজনের অবাধ যাতায়াত করার বিষয়ে অভিযোগ করে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আজও পর্যন্ত এসব অবৈধ লোকজনকে শেড থেকে সরাতে পারেনি। ফলে আমদানি কারক ও বন্দর ব্যবহারকারীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে তারা যেকোন সময় বড় ধরনের আ ন্দোলনে যাওয়ার কথা ভাবছে।
বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফ জানান, বন্দরে বহিরাগত লোকজনরাই মালামাল চুরি করছে। বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদারের ছত্র ছাঁয়ায় বন্দর থেকে মালামাল চুরি হচ্ছে। লতিফ বলেন, আমার ৫টি চালানের মালামাল চুরি হয়েছে ব ন্দরের শেড থেকে, তার মধ্যে গতমাসে ক্রাউন সিমেন্ট কোম্পানীর আমদানি করা মেশিনের একটি মোটর খুলে নিয়ে গেছে চোরেরা বন্দর থেকে। যার মূল্য ১২ লাখ টাকা। বন্দর কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন ক্ষতিপুরন পাইনি।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স¦জন বলেন ,বন্দরের ভেতর অবৈধ লোকজন শেডে থাকা ঠিক না আমরা বিভিন্ন সময়ে বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে অভিযোগ করেছি কিন্ত বন্দরের উপ-পরিচালক মামুন তালুকদারের অসহযোগিতার কারনে বহিরাগত লোকজননের যাতায়াত ঠেকানো যাচ্ছে না। বরং তার প্রশ্রয়ে বন্দরে বিভিন্ন শেডে এসব অবৈধ লোকজন রাখা হয়েছে যার কারণে বন্দরে নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্্িরটজ এর ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, বেনাপোল বন্দর হলো অর্থনীতির অন্যতম প্রধান মাধ্যম। ভারত-বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ সম্পন্ন হয় এ বন্দরের মাধ্যমে। বন্দরের বহিরাগত অবৈধ লোকজনের অবাধ যাতায়াত কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। আমরা বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকিত।
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, বন্দরে অবাধে বহিরাগত লোকজনের চলাচল নিয়ন্ত্রন করা হবে। বন্দরের শেডের অভ্যন্তরে কোন অবস্থাতেই বহিরাগত ট্যান্ডল রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এসব নিয়ন্ত্রন করা হবে। মালামাল চুরির বিষয়ে কোন অভযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে সিটি মেয়রের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি)’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রতিনিধি দলটি খুলনা সফর করছে। সিটি মেয়র আগত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।
জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খুলনা মহানগরীতে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মতবিনিময়কালে সিটি মেয়র আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, এলআইইউপিসি প্রকল্পটি খুলনা মহানগরীতে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিটি মেয়র জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবের বিষয় তুলে ধরে বলেন, উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষ প্রতিনিয়ত শহরমুখী হচ্ছে। ফলে শহরে প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু উদ্বাস্তু এ সকল জনগোষ্ঠীর জন্য তিনি ইউএনডিপি’র সহযোগিতা কামনা করেন এবং এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আগামী ২০৩০ সাল পর্যন্ত নতুন প্রকল্প গ্রহণের অনুরোধ জানান। প্রতিনিধি দলের সদস্যগণ ইউএনডিপি’র অংশীদার হিসেবে সিটি কর্পোরেশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তাদের সমর্থন রয়েছে বলে সিটি মেয়রকে অবহিত করেন। ইউএনডিপি’র ডেপুটি রেসিডেন্স রিপ্রেজেন্টেটিভ মিজ ভেন নুয়েন, এসিসট্যান্ট রেসিডেন্স রিপ্রেজেন্টেটিভ মো: খুরশেদ আলম, প্রজেক্ট ম্যানেজার ইউগেস প্রাধানাং, সিটি লিয়াজো কো-অর্ডিনেটর এস এম মাসুম, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মহানগর পূজা উদযাপন পরিষদের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দৌলতপুর পাবলা গাছতলা বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার বিকেল ৪টায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি তিলক গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। এ সময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑদৌলতপুর থানার অফিসার ইনসার্জ মোঃ হাসান আল মামুন ও কেসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুজ্জামান প্রিন্স। দৌলতপুর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার অধিকারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য, সমাজসেবক ও বিশিষ্ট ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, অঞ্জন দে, অলোক কু-ু, প্রসীত সাহা, ভবেশ সাহা, উজ্জ্বল ব্যানার্জী, গোপাল সাহা, অজয় কুমার দে, অধ্যাপক উজ্জ্বল কুমার সাহা, প্রকাশ কর, সুশান্ত ব্যানার্জী, অশোক দাস, রবীন দাস, রাজকুমার শীল, বিধান রায়, নির্মল দাস প্রমুখ।
বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে পৌছাবে: আব্দুস সালাম মূর্শেদী
তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে পৌছাবে। খুলনা ৪ আসনের জনগনের মান উন্নয়নে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে খুলনা চার আসন হবে একটি মডেল আসন বললেন গত সকাল ১১ টায় তেরখাদা রুপসার সীমান্তবর্তী শেখপুরা শিয়ালী আঠারো বেকী নদীর ভাসমান ড্রাম ফেরী শুভ উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আব্দুস সালাম মূর্শেদী। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামাল উদ্দিন বাদশা, এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, জেলা সহকারী পুলিশ সুপার এস, এম রাজু আহম্মেদ, তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়া হক, তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শারাফৎ হোসেন মুক্তি ও নাজমা আয়ুব, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ, এম অহিদুজ্জামান, ও সাধারন সম্পাদক কে, এম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার খান মোহাম্মদ আলী, চৌধুরী আবুল খায়ের, মোঃ বোরহান উদ্দিন আহমেদ, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসিন, সাবেক আজগড়া ইউপি চেয়ারম্যান, এমদাদুল হক ও বাদশা মল্লিক, আওয়ামীলীগ নেতা কাজী কামাল, ঘাটভোগ ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা এবিএম কামরুজ্জামান, আক্তারুজ্জামান জুন , শেখ আনিচুল হক, মাকসুদুল আল মামুন, মিন্টু মোল্যা সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আজগড়া ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক শারাফাৎ হোসেন ও আব্দুর রজ্জাক রাজা। অনুষ্ঠান পরবর্তী দুপুর ২টায় ছাগলাদাগ আবাসন কেন্দ্রের শুভ উদ্ভোধন, বেলা ৩ টায় তেরখাদায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের শুভ উদ্ভোধন, বিকাল ৪ টায় তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল এর শুভ উদ্ভোধনে দোয়া মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়।
উত্তরণের ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা
তালা প্রতিনিধি
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বে-রকারী সংস্থা উত্তরণ এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার দায়িত্বশীল প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায়, ওয়াশ এসডিজি ফেজ-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহম্মেদ চিশতী। উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীনের স ালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পুরুষ কাউন্সিলরগণ, নারী কাউন্সিলরগণ, সহকারী প্রকৌশলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা, সচিব, ওয়াশ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়ী, ইমাম, পুরোহিত, সাংবাদিক, প্রাকটিক্যাল একশন প্রতিনিধি, এইচপি প্রতিনিধিসহ অন্যান্যরা। সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় “গ্রিন সাতক্ষীরা, ক্লিন সাতক্ষীরা” গঠনে সকলের সহযোগিতা কামনা করে দাতা সংস্থা সিমাভী ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ এর কার্যক্রমের প্রশংসা করেন সভার সভাপতিসহ অতিথিবৃন্দ।
উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে নির্বাচিত প্রবন্ধের উপর বিষয়ভিত্তিক আলোচনামালার প্রথমপর্ব শেষে মঙ্গলবার বিকাল চারটায় লাইব্রেরির নিজস্ব মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরির সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভাপতি জনাব মোহাম্মদ হেলাল হোসেন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিক-উজ-জামান। প্রতিযোগিতায় সরকারি আযমখান কমার্স কলেজের শেখ হিরন ইসলাম, সরকারি ব্রজলাল কলেজের ইমন শেখ ও সরকারি ব্রজলাল কলেজের অনিমা তরফদার যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন অধ্যাপক শংকর মল্লিক।
বিএনপি নেতা আবুল খায়ের এর মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের খান (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৮ ডিসেম্বর বিকেল পৌন ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার মরহুমের প্রথম জানাযা নামাজ চালনা বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে, দ্বিতীয় জানাযা নামাজ দাকোপ হেড কোয়াটার মসজিদ মাঠে ও তৃতীয় জানাযা নামাজ নিজ গ্রাম আনন্দ নগরে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জানাযায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনাসহ নগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আবুল খায়ের খান এর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “গণতন্ত্র হত্যা দিবস” ও জনগনের ভোটাধিকার হরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশ দলের সকল স্তরের নেতা-কর্মিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
সিপিবি সোনাডাঙ্গা থানা’র উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার উদ্যোগে মঙ্গলবার করোনা সংক্রমণ প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুপাড়ার বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার বিতরণ করেন। বিতরণকালে নেতৃবৃন্দ সকলকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পালন এবং অপরকে উৎসাহিত করার আহ্বান। একই সাথে সরকারকে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেনÑসোনাডাঙ্গা থানা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা অধ্যাপক সঞ্জয় সাহা, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায় প্রমুখ।
রূপসা উপজেলা প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ করেন ক্লাবের উপদেষ্টা সারমিন সালাম
মোঃমোস্তাফিজুর রহমান, রূপসা
রূপসা উপজেলা প্রেসক্লাব আয়োজিত গরীব, অসহায় ও শীতার্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ ডিসেম্বর দুপুরে শীতবস্ত্র বিতরণ করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও এমপির সহধমির্নী সারমিন সালাম।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ক্লাবের উপদেষ্টা ফ ম আঃ সালাম, উপদেষ্টা আঃ মজিদ ফকির, বাকির হোসেন বাকু, ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির কো-অডিনেটর নোমান ওসসমানী রিচি, এমপি পুত্র আয়ান সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির শেখ, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, চঞ্চল মিত্র,রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, সাবিনা ইয়াসমিন, সারমিন সুলতানা রুনা, ক্লাবের সহ-সভাপতি মুরশিদ আলী, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ,দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ, রতন মন্ডল প্রমূখ।
সহকর্মীকে যৌন নিপীড়ন, পিআইও ক্লোজড
যশোর প্রতিনিধি
নারী সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেলকে ক্লোজড করা হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ক্লোজড করা হয়। একই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে জেলা প্রশাসন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বরাবর কর্মক্ষেত্রে যৌননিপীড়ন এবং প্রাণনাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দেন অভয়নগরের সহকারী প্রোগ্রামার উত্তরা শতদ্রু প্রাচী। অভিযোগের একদিন পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতর প্রথম শ্রেণির ওই নারী কর্মকর্তাকে মানিকগঞ্জ শিবালয় উপজেলায় বদলি করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগের ৫ দিনপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেলকে ক্লোজড করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তাকে সোমবার রিলিজও দেওয়া হয়েছে। তাকে পদায়ন না করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।
প্রসঙ্গত, ওই নারী কর্মকর্তার অভিযোগ, গত ৪ মার্চ তিনি অভয়নগর উপজলায় সহকারী প্রোগ্রামার হিসেবে যোগদান করেন। শুরু থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তাকেসহ অন্য সহকর্মীদের গালাগাল করতেন অকথ্য ভাষায়। এছাড়া অফিসের নির্ধারিত সময়ের পর গভীররাত পর্যন্ত তাকে অফিসে থাকতে বাধ্য করেন। একপর্যায়ে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেলের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সর্বশেষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দিয়ে প্রাণনাশের হুমকি দেন। যে কারণে তিনি সম্মান ও আত্মমর্যাদা নিয়ে চাকরি করতে মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগপত্রের দ্বিতীয় ক্রমিকে ওই নারী কর্মকর্তা উল্লেখ করেন, বর্তমান পিআইওর (শরিফ মোহাম্মদ রুবেল) মাধ্যমে ইউএনও বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। সর্বশেষ ২২ ডিসেম্বর বেলা ৫টা ১১ মিনিটে পিআইওকে দিয়ে তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা: তিন আসামির গ্রেফতারি পরোয়ানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জামিনে থাকা তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জামিনের সময় শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
একইসঙ্গে আসামিদের ৩৪২ ধারায় মতামত গ্রহণ শেষে ১৪ জন সাফাই সাক্ষী দেওয়ার আবেদন করলে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ১১ জনের আবেদন মঞ্জুর করেন এবং বুধবার তাদের সাক্ষীর দিন ধার্য করেন। গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন সাবেক যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম ও মো. আলাউদ্দিন।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফসহ তাদের সহযোগীরা। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন বাংলাদেশ হাইকোর্টের অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরার অ্যাডভোকেট আব্দুল মজিদ(২), অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোসহ তাদের সহযোগীরা।
২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা হিসাবে সাতক্ষীরার কলারোয়ায় এক মুক্তিযোদ্ধা ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় আসেন। এদিন তিনি কলারোয়া হয়ে মাগুরা ফিরে যাওয়ার পথে তার গাড়িবহরে হামলার শিকার হন। সেখানে গুলি এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় তখন মামলা হলেও তার বিচারকাজ ঢিমেতালে ছিল। তবে আওয়ামী রীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটি পুনরুজ্জীবিত করে এর বিচারকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া এ মামলার ৫০ আসামির মধ্যে ১৩ জনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং নতুন করে আজ আরও তিনজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আদালতে আজ বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বাকি ৩৪ আসামি উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার সকালে প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, খুলনা প্রেসক্লাবের আজীবন সদস্য মনিরুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা মহানগর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ। সাধারণ সভায় ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভার দ্বিতীয় পর্ব বিকাল ৩.৩০ মিনিটে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অভয়নগরে সুন্দলী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পূনাঙ্গ কমিটি ঘোষনা ও কম্বল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে ২নং সুন্দলী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পূনাঙ্গ কমিটি ঘোষনা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছ্।ে সোমবার সন্ধায় সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতি হরিশপুর নিন্ম মাধ্যামিক বিদ্যালয় মাঠে পূনাঙ্গ কমিটির পরিচিতি সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার সভাপতি হারুন আল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, ২নং সুন্দলী ইউনিয় চেয়রম্যান বিকাশ রায় কপিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাড়ে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পৌর শাখার সভাপতি জি এম মনিরুজ্জামান মনি, উপজিলা শাখার সাধারণ সম্পাদক এ বি আবু বক্কর সিদ্দিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত। অনুষ্ঠান সঞ্চলনা করেন তিমির সরকার।
ফুলতলায় মুজিববর্ষে নতুন ঘরে স্থায়ী ঠিকানা পাচ্ছে ৪০টি ভূমিহীন পরিবার
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মুজিব শতবর্ষে নতুন ঘরে স্থায়ী ঠিকানা পাচ্ছেন ৪০টি ভূমি ও গৃহহীন হৃতদরিদ্র পরিবার। এ সব পরিবারে প্রত্যেকের জন্য নির্মান করা হচ্ছে উন্নতমানের পাকা বাড়ি। মুজিবশতবর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নিদের্শনার আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আশ্রায়ণ প্রকল্প -২ “ক” শ্রেণি এর আওতায় প্রথম ধাপে নির্মান করা হচ্ছে ৪০টি ঘর। প্রতিটি ঘরের অনুকুলে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলার ৪টি ইউনিয়নে আটরা গিলাতলা ইউনিয়নে ৩টি, দামোদর ইউনিয়নে ২১টি, জামিরা ইউনিয়নে ২টি এবং ৪নং ফুলতলা ইউনিয়নে ১৪টি সরকারি জায়গা নির্ধারণ করে সেখানেই নির্মান করা হচ্ছে ভূমিহীনদের জন্য উন্নতমানের এ ঘর। দুই শতক জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ঘর নির্মান করা হচ্ছে। এর মধ্যে থাকছে রান্না ঘর ও বাথরুম। নতুন বছরের শুরুতেই সবুজ রং এর টিনের ছাউনি পাকা ঘরে ঠিকানা হতে যাচ্ছে উপজেলার ৪০টি গৃহহীন পরিবারের। ফুলতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির তত্ত্ববধানে ঘর নির্মান কাজ চলছে দ্রুত গতিতে এগিয়ে।
গত দুই মাস ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে জায়গা নির্ধারণ করেছেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। ইতোমধ্যে গৃহহীনদের তালিকাও চূড়ান্ত করেছেন। ঘর নির্মানের অগ্রগতির বিষয় জানতে চাইলে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে, আর কিছু নির্মান কাজ চলমান রয়েছে। তালিকভুক্ত ভূমিহীনদের নামে ঘর ও জমির দলিল হস্তান্তর করার জন্য আগামী ১৫ জানুযায়ীর মধ্যে কাজ সম্পন্ন করার জন্য তিনি সহকর্মীদের নিয়ে প্রতিনিয়ত পরিদর্শন করছেন বলে জানান। এদিকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন বলেন, গুনগত মান বজায় রেখে ঘর নির্মান কাজের সার্বিক তদারকি এবং দ্রুত সময়ের মধ্যে সুফল ভোগীদের মধ্যে ঘরগুলো হন্তান্তর করা হবে।
ঝিনাইদহে ‘ জমি আছে ঘর নাই, প্রকল্পের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশার বিরুদ্ধে সরকারী ঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘর পাওয়ার আশায় অনেক দরিদ্র লোকজন ঋন করে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ওই জনপ্রতিনিধি কাছে দিয়েছে। টাকা দেওয়ার কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর তৈরির কোন খরব নেই।
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়েড়া তলা গ্রামের বাসিন্দা ফাহিমা খাতুন। স্বামী সন্তান নিয়ে বসবাস করেন টিনের খুপড়ি ঘরে। স্বামী কাঠ মিস্ত্রীর কাজ করে কোন রকম চালান সংসার। “যার জমি আছে ঘর নাই” তার নিজ জমিতে গৃহনির্মান প্রকল্পে ঘর পাওয়ার আশায় ঋন করে ১৬ হাজার টাকা দেন চেয়ারম্যানের কাছে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ঘর পাননি তারা, টাকা ফেরত চাইতে গেলেও করেন খারাপ আচরন। প্রায় ২৫ টি পরিবারের কাছ থেকে ৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছে চেয়ারম্যান। এছাড়াও আরো অনেক পরিবারের কাছ থেকে বিভিন্ন ভাতা সুবিধা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
একই গ্রামের কাশেম আলী ভ্যান চালিয়ে সংসার চালান। সরকারী আধা পাকা ঘর পাওয়ার আশায় চেয়ারম্যান মতিউর রহমান বিশার কাছে গেলে টাকা দাবি করেন। পাকা ঘরে স্ত্রী সন্তান নিয়ে থাকবেন বলে তার দাবি মেনে নিয়ে ১৫ হাজার টাকা দেন। কিন্তু কয়েক বছর গেলেও ঘর তো দুরে থাক টাকাও ফেরত পাননি তিনি। একই গ্রামের উজির আলীর স্ত্রী চায়না খাতুন অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ। ঘর পাবার আশায় এনজিও থেকে ঋণ নিয়ে বিশা মেম্বারের কাছে ১৬ হাজার টাকা দিয়েছিলাম দুই বছর আগে। আজও পর্যন্ত আমাদের ঘরও দেয়নি। টাকাও ফেরত দেয়নি। আমাদের মত অসংখ্য লোকের কাছ থেকে সে এভাবেই টাকা হাতিয়ে নিয়েছে। একই গ্রামের জিন্নাত আলী। তিনি ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় নৈশ প্রহরীর কাজ করেন। তিনি কষ্ট করে জমানো ১০ হাজার টাকা ঘর পাওয়ার আশায় বিশার হাতে তুলে দেন। অনেক দিন হয়ে গেলেও তার কাছে টাকা ফেরত চাইতে গেলে সে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকে। ওই গ্রামের হতদরিদ্র গোলাম নবী অভিযোগ করেন, তিনি বাড়িতে একটি নলকুপ বসানোর জন্য বিশার কাছে গেলে তিনি ২ হাজার টাকা দাবি করেন। তার দাবিকৃত ২ হাজার টাকা দেওয়ার পরও দুই বছর পেরিয়ে গেলেও টাকাও ফেরত দেয়নি নলকুপও দেয়নি। অপরদিকে বিল্লাল হোসেনের স্ত্রী সুমি খাতুন বলেন তারা একটি ঘরের জন্য অনেক কষ্ট করে ১৬ হাজার টাকা বিশা মেম্বারের হাতে তুলে দেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘর এবং টাকা কোনটাই দেয়নি। এরকমভাবে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এব্যাপারে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন।
শুধু ফাহিমা কিংবা কাশেম নয় ইউনিয়নের ৬নং ওর্য়াডের অনেকেই ঘর তৈরি, টিউবওয়েল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা পাওয়ার আশায় ওই জনপ্রতিনিধির কাছে টাকা দিয়েছে।
কালীচরণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে তিনি কিছু জানেন না। সামজিক দলাদলির কারনে প্রতিপক্ষরা তাকে ফাসানোর জন্য মিথ্যাচার করছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, সাধারন মানুষের সাথে এ ধরনের প্রতারণার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোরেলগঞ্জে নৌকায় ভোট চেয়ে চেয়ারম্যান বাদশার মোটর শোভাযাত্রা
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ৩য় ধাপের পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এসএম মনিরুল হক তালুকদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে মঙ্গলবার বেলা ১১ টায় মোটর শোভাযাত্রা করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজার থেকে বাগেরহাটের খানজাহান আলী(রঃ) মাজারের উদ্দেশ্যে ৩ শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা ও প্রচারাভিযানের নেতৃত্ব দেন জিউধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা । ৪র্থ বারের মত দলীয় নৌকা প্রতিক পেয়ে মেয়র এসএম মনিরুল হক টুঙ্গীপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে খানজাহান আলী(রঃ) মাজার জেয়ারতের জন্য আসেন । দীর্ঘ ৪৪ কি.মি পথ পাড়ি দিয়ে এ মোটর শোভাযাত্রাটি জিয়ারতে অংশগ্রহন করে।
পথিমধ্যে মোরেলগঞ্জ ফেরিঘাটে সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে এসএম মনিরুল হক তালুকদারকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফুলতলায় বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির সভা
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরী সভা সোমবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন রাজিব ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব কে এম জিয়া হাসান তুহিন, যুগ্ন আহবায়ক আজিজুল হক ফারাজি, দুলাল অধিকারী, মৃনাল হাজরা, মোশারফ হোসেন মোড়ল, বরকত আলী ভুঁইয়া, কোষাধ্যক্ষ শেখ আবুল কাশেম, সদস্য শেখ আঃ রশিদ, ইসমাইল হোসেন বাবলু, আবু তাহের রিপন, বি এম মতিউর রহমান, তাপস কুমার বসু, জুলফিকার আলী মোড়ল, আঃ হাই সরদার, আবুল হাচান ফকির, শহিদুল্লাহ প্রিন্স। সভায় সঠিক ভোটার তালিকা প্রনয়ন, ফুটপাত অবমুক্তকরণ ও বাজারের বিভিন্ন সড়কে পলিথিন এবং ছামিয়ানা অপসরণের সিন্ধান্ত এবং গত শনিবারের প্রথম সভায় নতুন সদস্য অনুপম মিত্রকে কো-অপ করা হয়।
গিলাতলায় শিক্ষক রবিউল ইসলামের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর গিলাতলা বেগপাড়া এলাকার খুলনা সরকারী ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক বেগ রবিউল ইসলাম ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় স্টোক জনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭) বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার গিলাতলা বেগপাড়া জামে মসজিদের সামনে আছরবাদ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ওয়াহিদুজ্জামান, খান ইউনুচ আলী, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সরদার আলী আহম্মেদ, সৈয়দ কিসমত আলী, শিক্ষক মোফাজ্জেল হোসেন, রিয়াজুল ইসলাম রাজা, শেখ হায়দার আলী, শিক্ষক কবিরুল ইসলাম, আব্দুল কাদের, সোহেল রানা, কাজী আল মামুন, আব্বাস আলী, মাসুদ রানা, সৈয়দ আঃ কাবেজ, খান ফিরোজ আহম্মেদ, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, শেখ মোহাম্মাদ আলী, মোঃ চঞ্চল হোসেন, মিনা ফারুক হোসেন.বেগ জাকির হোসেন, মোঃ মুর্শিদ হোসেন মাসুদ, খান আব্দুর রহিমসহ এলাকার সামাজিক, রাজনৈতিক এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
শিরোমনিতে ম্যাক ব্রড ব্যান্ড ইন্টারনেট অফিস উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
ম্যাক ব্রড ব্যান্ড ইন্টারনেট সার্ভিস এর শিরোমনি শাখার অফিস শুভ উদ্বোধন মঙ্গলবার বেলা ২ টায় শিরোমনি হারুন প্লাজায় অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ম্যাক ব্রড ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রাশেদ মল্লিক । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, নূর আলম, খানজাহান আলী থানার ওসি ( তদন্ত ) মোঃ কবির হোসেন, কাজী জাকির হোসেন, মিলন মোল্লা, মোঃ নাসিম , মোঃ রিপন আলম, মোঃ মাসুদ , এস আই লুৎফুল হায়দার, সরোয়ার হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মাহমুদ আলম। সার্বিক তত্ত্বাবধায়নে মোঃ আকিব আলম।
রকিবুল ইসলাম বকুলের পক্ষে যোগিপোল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্বাস শীতবস্ত্র উপহার বিতরণ করেন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা ৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে মঙ্গলবার যাগিপোল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাব্দিপুর ক্লাব প্রাঙ্গণে বেলা ১২ টায় অসহায় শীতাতর্ মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির সহ – সভাপতি শেখ ইকবাল হোসেন, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, আলমগির হোসেন, বোরহান উদ্দিন সেতু, দিদারুল ইসলাম লাভলু, এমদাদুল হক, মোল্লা সোলায়মান, আশরাফ হোসেন, গোলাম কিবরিয়া, মোল্লা সোহাগ হোসেন, মোঃ আজম, মোঃ সোহেল, মাষ্টার শাওন , মোঃ কামরুল, আলহাজ্ব আল আমিন, জাহাঙ্গির হোসেন, শওকত হোসেন, মিজানুর রহমান, তৈয়বুর রহমান,্ ছাত্রদল নেতা মোঃ বিল্লাল হোসেন, আল আমিন হাওলাদার, মাসুম বিল্লাহ, তহিদুল ইসলাম , তাজিম, আকাশ, মোঃ শহিদুল , শাহাদাত হোসেন, সাজু, শাহিন , জসিম , মহারাজ প্রমুখ নেতৃবৃন্দ।
আফিলগেট ট্রাক টোল হতে পুলিশ চেকপোষ্ট এলাকা পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আফিলগেট চেক পোষ্ট এলাকা থেকে পুলিশ চেকপোষ্ট এলাকা পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে খুলনা সড়ক ও জনপদ বিভাগ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্নদপ্তরে নিকট লিখিত অভিযোগ দিয়েছে টোল আদায়কারি ও খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ৬২২ এর পক্ষে লিখিত অভিযোগে মো ঃ গিয়াস উদ্দিন ও স্থানিয় ট্রাক ড্রাইভারদের পক্ষে আঃ গফফার । ২৯ ডিসেম্বর সাক্ষরিত অভিযোগে জানা যায় ট্রাক টোলে কর্মরত সদস্য ও স্থানিয় ট্রাক ড্রাইভার , হেলপারদের টোল আদায়ের স্থান হতে পুলিশ চেকপোষ্ট পর্যন্ত গাড়ী নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয় । এর প্রধান কারণ সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখলদাররা দির্ঘদিন যাবত দখল করে রেখেছে । এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে । লিখিত অভিযোগে আরও জানা যায় বর্তমানে গাড়ীর অতিরিক্ত চাপ থাকায় এ সমস্যা আরো বেশি সৃষ্টি হচ্ছে । স্থানিয় ট্রাকের ড্রাইভার ও মালিকদের দাবি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার, মালিকেরা সড়ক ও জনপথ বিভাগকে সবথেকে বেশি ট্রাক্স প্রদান করলেও সড়ক ও জনপদের জায়গা অবৈধ দখলদাররা ব্যাবহার করে আসছে । এব্যাপারে ভুক্তভোগী ড্রাইভারগণ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনোনিত
ইলিয়াস হোসেন, তালাঃ
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক সভা তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘদিন পদশূন্য থাকায় সর্বম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক ফুটবলার ও আন্তঃ ইউনয়িন ফুটবল র্টুনামন্টেরে সফল পরচিালক অধ্যক্ষ এনামুল ইসলামকে তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। একই সাথে প্রধান শিক্ষক হোসনেআরা খানম, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, মো: ময়নুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলামকে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী আমিনুল হক আফরার মৃত্যুতে পদটি শুন্য ছিল।
এদিকে অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ।
ফকিরহাটে স্বপন দাশকে মহাত্মা গান্ধী গোল্ড মেডেল প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মহাত্মা গান্ধী গোল্ড মেডেল-২০২০ এবং সনদপত্র প্রদান করা হয়েছে। সমাজসেবায় অসামান্য কৃতিত্বের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তাঁকে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস পক্ষ থেকে মেডেল উপহার দেন। পাশাপাশি মাপসাস এর পরিচালক জাহিদ হাসান চঞ্চল ও মাপসাস উপদেষ্টা (সাবেক তথ্য সচিব) সৈয়দ মার্গুল মোর্শেদ সাক্ষরিক সনদপত্রও প্রদান করা হয়।
ফকিরহাটের মূলঘর আওয়ামী লীগ কার্যালয়ে টেলিভিশন প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সোনাখালী আওয়ামী লীগ কার্যালয়ে টেলিভিশন প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মঙ্গলবার দুপুর ১টায় টেলিভিশন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো: আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার শীল, সাধারন সম্পাদক মাসুদুল হক, জুলফিকার আলী প্রমূখ।
দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের সাথে ৩০ জন জেলা প্রতিনির্ধির মত বিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলামের সাথে ৩০ জন জেলা প্রতিনিধির সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের বাসটার্মিনাল সংলগ্ন সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি বাংলাদেশ টুডে/ দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি মতিয়ার রহমান মধু’র সভাপতিত্বে ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাছুদুর রহমান সুমন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবু শোয়েব এবেল, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা। এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাছুদুর রহমান সুমন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে জি এম নূর ইসলাম বলেন, “ আপনারা সমাজের নানা অসংগতি যেমন তুলে ধরবেন তেমনি উন্নয়নমূলক কাজের চিত্র ও তুলে ধরবেন। অনেক সাংবাদিক আছেন যারা গা বাঁচিয়ে রিপোর্ট করেন, এমনটি করলে সমাজের তথা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় । সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। পত্রিকা হলো সমাজের দর্পন । একজন জেলা প্রতিনিধির দায়িত্ব হলো জেলার সকল দূর্নীতি, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধের চিত্র লেখনির মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা”। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার দৈনিক সোনালী বার্তা’র জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক কালান্তর’ এর জেলা প্রতিনিধি মোঃ বোরহান উদ্দীন বুলু, দৈনিক দেশের কন্ঠ’র জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শহিদ, দি ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি শেখ আমিনুর রশীদ, দৈনিক ভোরের ডাক’র জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, দৈনিক বর্তমান কথা’র জি এম মোশাররফ হোসেন, দৈনিক নবচেতনা’র জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি শেখ হাবিবুর রহমান হবি, দৈনিক দেশ সংযোগ’র জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক আলোর জগত পত্রিকার জেলা প্রতিনিধি মিহিরুজ্জামান, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনি, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ আলম, দৈনিক খুলনাঞ্চল/ দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন পলি, দৈনিক আজকের সাতক্ষীরার শেখ ওহিদুর রহমান, দি পিপুলস টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রবিউল ইসলাম, দৈনিক জনবাণী’র জেলা প্রতিনিধি কাজী ফকরুল ইসলাম রিপন দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক লাল সবুজ বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, দৈনিক চিত্র’র জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক বর্তমান দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাকিম, দৈনিক খুলনা পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আদম শফিউল্লাহ, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আশরাফুজ্জামান মুকুল, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আলী মুক্তাদা হৃদয় প্রমুখ।
সুস্থতা কামনায় কপিলমুনি প্রেসক্লাবের বিবৃতি
কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ঃ
কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল গফুরের স্ত্রী হেলেনা পারভীন পান্নার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জিএম আসলাম হোসেন, কোষাধক্ষ্য একে আজাদ, এস এম আব্দুর রহমান, এসএম লোকমান হেকিম, মিলন দাস, শেখ আব্দুস সালাম, আমিনুল ইসলাম বজলু। অনুরুপ বিবৃতি দিয়েছেন কপিলমুনিতে কর্মরত দৈনিক খুলাঞ্চল’র এইচ এম এ হাশেম, দৈনিক পূর্বাঞ্চল’র পলাশ কর্মকার, দৈনিক সত্যপাঠের আঃ সবুর আল আমীন, দৈনিক আজকের বসুন্ধরা’র এস কে আলীম প্রমূখ।
বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ১‘শ ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।সোমবার (২৮ ডিসেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি এলাকার রাজু শেখের চায়ের দোকানের সামনে এদের আটক করে র্যাব-৬, খুলনার সদস্যরা।
আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কুহার দাহ নেহালপুর গ্রামের মোঃ ইউসুফ শেখের ছেলে মোঃ মিরাজ শেখ (২৮) এবং একই এলাকার মোঃ হেমায়েত মাতুব্বরের ছেলে মোঃ শাহিন মাতুব্বর(৩১)। আটককৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মোরেলগঞ্জ থানায় সোপদ্ব করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ খুলনা এসব তথ্য জানায়।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মোঃ মাহবুব-উল-আলম বলেন, রাজু শেখের চায়ের দোকানের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
কেশবপুরে এক ঘের পাড়েই রযেছে দেড়শ’ খেজুর গাছ তৈরি হয়েছে মনোরম দৃশ্যের
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুর শহরের খ্রিস্টান মিশনের পিছনে এক ঘের পাড়েই রয়েছে দেড়শ’ খেজুর গাছ। ঘেরের চারপাশে খেজুর গাছগুলো থাকার কারণে এক মনোরম দৃশ্যের তৈরি হয়েছে। চলতি শীত মৌসুমে ছোট-বড় দেড়শ’ গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন বিকেল হলেই শহরের বিভিন্ন বয়সের মানুষ এ ঘের পাড়ে ঘুরতে আসেন। যে কারণে স্থানীয়দের কাছে খেজুর গাছের ঘের নামেও পরিচিত।সরেজমিনে ওই ঘের পাড়ে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ১১ বিঘা জমি নিয়ে ঘেরটি তৈরি করেছেন ভবানীপুর গ্রামের আরিফুর রহমান মিলন। ঘেরের চারপাশে ৮ থেকে ১০ বছর বয়সী দেড় শতাধিক খেজুর গাছ রয়েছে। ঘেরের বেরি ভালো রাখতে ১০ বছর আগে ওই খেজুর গাছ গুলো লাগানো হয়। চলতি শীত মৌসুমে দেড়শ’ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে।খেজুর গাছ কাটতে আসা গাছি জিয়াউর রহমান বলেন, তিনি ১০ বছর ধরে খেজুর গাছ কেটে রস সংগ্রহ ও রস থেকে গুড় তৈরি করে থাকেন। এ বছর ঘের পাড়ের দেড়শ’ খেজুর গাছ তিনি নিজেই কাটছেন। প্রতিদিন দুপুরের পরেই ৩০টা খেজুর গাছ থেকে রস সংগ্রহের লক্ষে কাটা হয়। ২টা খেজুর গাছ থেকেই এক হাড়ি (ভাড়) জিরেন রস পাওয়া যায়। প্রতি ভাড় জিরেন রস ১৩০ টাকায় বিক্রি করেন তিনি।স্কুল বন্ধ থাকায় প্রতিদিন ঘের পাড়ে খেজুর গাছ কাটার সময় গাছি জিয়াউর রহমানকে হাড়ি (ভাড়) ও গাছ কাটার উপকরণ এ গাছ তলা থেকে আরেক গাছের তলায় নিয়ে যেতে সহায়তা করে তার ছেলে হাবাসপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ফরহাদ হোসেন। তার সাথে কথা হলে জানায়, দুপুরের পরেই বাবার সাথে ঘের পাড়ে আসে চুমরি খাওয়ার লোভে।বিকেলে ঘের পাড়ে ঘুরতে আসা স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, খেজুর গাছ আমাদের কেশবপুরের ঐতিহ্য। ঘের পাড়ে এ গাছ লাগানোর কারণে এ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শীত মৌসুমে সংগ্রহ করা যাচ্ছে খেজুরের রস। একদিকে যেমন বিনোদন স্থান তৈরি হয়েছে, অন্যদিকে খেজুরের রস সংগ্রহ করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন।এদিকে, যশোরের যশ, খেজুরের রস প্রবাদ বাক্যটিকে যথার্থ মূল্যায়ন করতে প্রতিবছরই নেওয়া হয় বিভিন্ন ধরনের পদক্ষেপ। তবে জ্ব¡ালানি হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে পূর্বের তুলনায় যশোরসহ কেশবপুর অঞ্চলে কমেছে খেজুর গাছ।সম্প্রতি লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় কেশবপুর উপজেলার ত্রিমোহিনী, সাতবাড়িয়া ও মজিদপুর ইউনিয়নের শতাধিক গাছিকে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ হয়। গাছিদের প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ রস আহরণ ও ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরি করতে শপথও করানো হয়।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বলেন, কেশবপুর উপজেলায় প্রায় এক লাখ নব্বই হাজার খেজুর গাছ আছে। যার মধ্যে প্রায় এক লাখ গাছ থেকে রস উৎপাদন হয়ে থাকে।
দিঘলিয়ার সেনহাটিতে বইছে ইউপি নির্বাচনের হাওয়া
আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলায় ৬ টি ইউনিয়নে বইছে ইউপি নির্বাচনের হাওয়া। খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত ৪ টি ইউনিয়ন আছে দিঘলিয়ায়। এসব ইউনিয়ন এর সম্ভাব্য প্রাথীরা শুরু করেছে নিবাচনী প্রচার প্রচারনা। ভোটার সংখ্যার দিক দিয়ে প্রথমেই আছে ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদ। যার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১৬ হাজার ৭৭৭ জন এবং নারী ভোটার আছে ১৬ হাজার ৫৩৯ জন। সেনহাটি ইউপি নির্বাচন কে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের সংখ্যাও কম নয় (৮ জন)। আঃলীগ সমথীত বতমান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ও আঃলীগ নেত্রী ফারহানা নাজনিন, উপজেলা আঃলীগের সদস্য মইনুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গাজী মাসুদ রানা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বি এন পি নেতা আঃ রকিব মল্লিক, বি এন পি নেতা গাজী মাসুম, ইউপি সদস্য বজলুর রহমান বাবুল। প্রাথীরা সকলেই দলীয় মনোনয়ন এর ব্যাপারে নিশ্চিত হলেই নিবাচনে অংশ নেবেন। দলের বাইরে যেয়ে নিবাচন করার ইচ্ছা বলে যানান।
বতমান চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান বলেন দলের হয়ে জয়ী হয়েছি দলের হয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি এবং প্রধানমন্ত্রী নির্দেশ মত করোনা কালিন সময়ে মানুষকে সহায়তা প্রদান করে তাদের পাশে থেকে কাজ করছি, আশাকরি দল মূল্যায়ন করবে। দলে বাইরে যেয়ে নির্বাচন করার ইচ্ছা নেই বলে যানান।
প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কেরামত আলী পেলেন না স্বীকৃতি
যশোর অফিস
অসুস্থ শারীরিক প্রতিবন্ধী কেরামত আলী ওরফে কেনা অসুস্থতার কারণে ঠিকমত রিকসা চালাতে পারছেন না। তারপর ঘরে অসুস্থ স্ত্রী, হাতভাঙ্গা পুত্র ঘরে বসে আছে। রিকসার চাকা না ঘুরলে সেদিন রান্না হয় না। জীবনের প্রতি মায়া ত্যাগ করে সম্মুখ যুদ্ধ করে দেশকে স্বাধীন করলেও পেট ও পিটকে সে স্বাধীন করতে পারছে না। আর এ জন্য কপালকে দুসছেন এ বীরমুক্তিযোদ্ধা। পড়াশোনা না জানা এবং মুক্তিযোদ্ধা সংসদ অফিসে ঘুষের টাকা দিতে না পারায় তার নাম তালিকায় উঠছে না। এমনটা অভিযোগ করেছেন সাতক্ষীরার কালিগঞ্জে মেজর হুদার নেতৃত্বে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী কেরামত আলী।
কেনা নামে পরিচিত এ মুক্তিযোদ্ধা নিজের এলাকা ছেড়ে যশোরে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কেনা যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রীকে কে নিয়ে কোনোরকমে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে লুকিয়ে লুকিয়ে রিকসা চালিয়ে কোন রকম টিকে আছেন। ঘরে অসুস্থ স্ত্রী, বিদেশ ফেরত হাতভাঙ্গা ছেলেটি কিছুই করতে পারে না।
রিকশা চালিয়ে উপার্জিত অর্থে কোনোদিন ভরপেট খাওয়া হয় না, কোনোদিন বাজার জোটে না। অভুক্ত থাকতে হয় পরিবারের সকলকেই। বর্তমানে অসুস্থ স্ত্রী হালিমার চিকিৎসার জন্যে অর্থ যোগাড় করতে পারছেন না তিনি।
মুক্তিযোদ্ধা কেরামত আলী কেনা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের মান্দার আলী গাজীর জ্যেষ্ঠ সন্তান। তার দুই ছেলেমেয়ে।
তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একটি ব্যাটারিচালিত রিকশা ভাড়া করে চালিয়ে বেড়ান। কিন্তু ট্রাফিক পুলিশের কারণে লুকিয়ে অলিগলিতে তা চালাতে হচ্ছে। কেননা রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হয় না।’ এসব কারণে ঠিকমত আয় রোজগারও করতে পারেন না তিনি। কোনোদিন রিকশা মালিককে টাকা দিয়ে আর বাজারের টাকাপয়সা থাকে না। সেদিন না খেয়েই পার করতে হয়। বয়স বেশি হয়ে যাওয়ায় প্রায় সময় অসুস্থ থাকতে হয়; তখন ওষুধ কেনার পয়সাও জোগাড় হয়ে ওঠে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যুদ্ধের পর অনেক সহযোদ্ধা সরকারের সকল সুযোগসুবিধা পেয়ে ভালভাবে দিন পার করছেন। আমি লেখাপড়া না জানায়, মুক্তিযোদ্ধা অফিসে টাকা পয়সা দিতে না পারায় সব সুবিধা থেকে বঞ্চিত।’
লেখাপড়া না জানা এই মানুষটির কষ্টের কথা বলার মতো কেউই নেই। এখনো মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নাম লেখাতে পারেননি। যখন জানতে পেরেছেন, তখন যশোরের মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে গেছেন, একাধিকবার। সে সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তার নাম তালিকাভুক্ত করতে তিন হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু হতদরিদ্র এই মুক্তিযোদ্ধার পক্ষে একসঙ্গে তিন হাজার টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আর সে কারণে তার নামটিও মুক্তিযোদ্ধা তালিকায় ঠাঁই পায়নি।
কেরামত আলী জানান, ‘এ দেশকে হানাদারমুক্ত করতে যত না কষ্ট হয়েছে; তার থেকে এখন আরো বেশি কষ্ট জীবন চালানো।’
জীবনের শেষদিনগুলিতে একটু খেয়ে পরে বেঁচে থাকা যেন যায়- সে ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন মুক্তিযোদ্ধা কেরামত আলী কেনা।
ঝিনাইদহে চামচকান্ড: তালাশ টিমের নামে যশোর আদালতে মামলা
যশোর অফিস
ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ড নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের রিপোর্টার বনি আমিন, প্রযোজক ও ঝিনাইদহে যাওয়া অন্য সদস্যদের নামে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ। তিনি যশোর উপশহর এফ ব্লক এলাকার আব্দুল বাতেনের ছেলে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামি ২২ ফেব্রুয়ারী মামলার পরবর্তি দিন ধার্য করেছে আদালত।
মামলার বাদী উল্লেখ করেছেন, তিনি গত তিন বছর ধরে সুনামের সাথে ঝিনাইদহে চাকরি করে আসছেন। গত ৫ ডিসেম্বর তালাশ প্রোমো অনুষ্ঠানের ব্যানারে ইউটিউব ও ফেসবুকে প্রচার করেন। যার শিরোনাম ছিলো লাখ টাকার চামচ। যা ১১ ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভেশনে রাত সাড়ে নয়টায় আসামিরা যোগসাজসে তালাশের ১শ’৯৭ পর্বতে প্রচার করা হয়। সেখানে একটি চামচের দাম বলা হয়েছে ৯৯ হাজার টাকা। মামলায় বলা হয়েছে অনুমোদিত ও এস্টিমেন্টে ওই চামচের কোনো অস্তিত্ব নেই। মামলায় আরো উল্লেখ করা হয়, ২০১৯ ও ২০২০ অর্থ বছরে অফিসে ও পরিদর্শন বাংলোর জন্য ক্রোকারিজ ও পরিস্কার মালামালের ১৮ আইটেম সাপ্লায়ের জন্য ব্যয় হয়েছে ৯৭ হাজার টাকা।
প্রচার করা হয়েছে ৪ প্যাকেট মবিল গ্রীজের দাম চার লাখ টাকা। যা সত্য নয়। এখানে সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি বলে বাদীর অভিযোগ। ৩ নং অভিযোগে বাদী উল্লেখ করেন, বিদ্যুৎ লাইন সংস্কার বাবদ আট লাখ টাকা খরচ হয়েছে বলে প্রচার করা হয়েছে। কিন্তু বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি। কিন্তু বাদীর দাবি কাজের বিধানি অনুযায়ী কাজটি যথাযথ ভাবেই বাস্তবায়ন করা হয়েছে। সংবাদে দুই লাখ টাকার ২০ টি গাছ রোপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ২০১৮-১৯ অর্থ বছরে ৩শ’৪৮ টি গাছ রোপন করা হয়েছে বলে মামলায় বাদী উল্লেখ করেন। এছাড়া সংবাদে উপহার পাওয়া বিলবোর্ড বাবদ তিন লাখ ১৫ হাজার টাকা উল্লেখ করার বিষয় মিথ্যা বলে দাবি করা হয়েছে। পাম্পের গেট বাবদ একলাখ ৬৬ হাজার টাকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ন মিথ্যা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জঙ্গল পরিস্কার বাবদ একলাখ ১৭ হাজার টাকা তালাশের প্রতিবেদনে প্রকাশ করা হয় উল্লেখ করা হয়েছে সেটা সত্য তবে এটা শুধু বাংলো কিংবা অফিস আঙ্গিনা নয় ২৪ হাজার ৭শ’৮ বর্গমিটার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সংবাদে বলা হয় শৈলকুপা অফিসে নিয়মিত কর্মকর্তারা অফিস করেন না। কিন্তু বাদীর দাবি তালাশ টিম শুক্রবার ওই এলাকায় অনুষন্ধানে গিয়েছিলো। এছাড়া শৈলকুপা অফিসের চেয়ার, পর্দা জঙ্গল পরিস্কার বাবদ যে খরচ উল্লেখ করা হয়েছে সেখানে আরো আইটেম সংযুক্ত ছিলো। এ বাদেও তালাশে বিভিন্ন ধরণের মনগড়া অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছেন বলে বাদী মামলায় উল্লেখ করেন। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, গত ২০ নভেম্বর যশোর শহরের একটি শপিং কমপ্লেক্সের মধ্য থেকে বাদীর সাক্ষাৎকার গ্রহন করা হয়। এসময় রিপোর্টার বনি আমিন বাদীর কাছে মোটা অংকের উৎকোচ দাবি করেন। এসময় তা দিতে বাদী অসম্মতি জ্ঞাপন করেন। এছাড়া গত ১২ ডিসেম্বর বাদী এ বিষয়ে আসামিদের লিগ্যাল নোটিশ দেন। তার পরেও গত ১২ ডিসেম্বর তালাশের ১৯৭ পর্বে ঝিনাইদহের পানি উন্নয়ন বোর্ড নিয়ে উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করে আসামিরা। এতে করে তার শুধু নয় পুরো ডিপার্টমেন্টের ভাবমুর্তি নষ্ট করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা কমিটির অনুমোদন
যশোর অফিস
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যশোর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার রাতে যশোর জেলার সভাপতি মুনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলের নিকট এই অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অপরদিকে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) কাযনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সভাপতি মুনরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, কোষাধ্যাক্ষ শামসুজ্জামান সজন ও দপ্তর সম্পাদক দাউদ হোসেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপিজেএ যশোর জেলা শাখা সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল এ তথ্য নিশ্চিত করেন।
যশোরে ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু: মামলা
যশোর অফিস
মাত্র ধারের এক হাজার টাকার জন্য জন্মদাতা বাবা বিল্লাল হোসেন (৪৫)কে ইট দিয়ে আঘাত করার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরের দিন কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতর দ্বিতীয় স্ত্রী যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের মোছাঃ রুনা বেগম। আসামী করা হয়েছে নিহতর ছেলে মানিক হোসেন।
রুনা বেগম ২৮ডিসেম্বর সোমবার দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা বলেছেন,তিনি দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন স্বামী বিল্লাল হোসেনের সাথে র্দীঘ ২৪ বছর সংসার করার পর তাদের সংসারে বিভিন্ন কারনে বনিবনা না হওয়ায় ২০১৮ সালে রোজিনা সংসার না করে চলে যায়। চলে যাওয়ার ৫/৬মাস পর রুনা বেগমকে বিয়ে করে। বিল্লাল হোসেন ও মানিক হোসেন একই সাথে নওয়াপাড়া কয়লার ডিপোতে শ্রমিক হিসাবে করতো। একই জায়গায় কাজ করার সুবাদে তাদের মধ্যে টাকা পয়সা লেনদেন হতো। তারা একই বাড়িতে পাশাপাশি দুই ঘরে বসবাস করতো। মানিক হোসেন তার বাবা বিল্লাল হোসেনের কাছ থেকে গত ১৩ ডিসেম্বর ১ হাজার টাকা ধার নেয়। উক্ত ধারের টাকা ২৫ ডিসেম্বর চাওয়া নিয়ে তাদের মধ্যে উভয়ের মধ্যে তর্ক বির্তক হয়। ওই দিন দিবাগত রাত সাড়ে ১০ টায় বিল্লাল হোসেন মানিক হোসেনের ঘরে বৈদ্যুতিক প্লাগ লাগানোর জন্য প্রবেশ করে। তাদের মধ্যে তর্কবির্তকের জের ধরে বিল্লাল হোসেন কোন কিছু বুঝে ওঠার আগেই মানিক হোসেন মাথার পিছনে ও মুখে ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় রোববার ২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় মারা যায়। লাশের ময়না তদন্ত সম্পন্নর পর লাশের দাফন সম্পন্ন হওয়ার পর নিহতর ভাই ও আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে মানিক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে। পুলিশ ছেলে মানিক হোসেনকে গ্রেফতার করতে পারেনি।
যশোরে গাঁজা বিক্রেতা আটক
যশোর অফিস
গাঁজা বেচাকেনার সময় নূর ইসলাম নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নূর ইসলাম যশোরের অভয়নগর উপজেলার বনগ্রাম এলাকার বর্তমানে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি হঠাৎ পাড়ার মৃত আমির গাজীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই সৈয়দ শাহিন ফরহাদ জানান,সোমবার রাতে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার চুড়ামনকাটি হঠাৎপাড়া গ্রামের হাসান এর স’ মিলের পিছনে এক গাঁজা বিক্রেতা গাঁজা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থানকারী নূর ইসলাম দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার ২৯ ডিসেম্বর তাকে আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী কর্মকর্তা।
জেইউজের নির্বাচনে ১৫ জনের মনোনয়নপত্র দাখিল
যশোর অফিস
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময় আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুটোর মধ্যে তারা মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে বর্তমান সভাপতি শহিদ জয়ের প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এম আইউব। সহসভাপতি পদে বর্তমান সহসভাপতি মুর্শিদুল আজিম হিরুর বিরুদ্ধে লড়ছেন কাজী রকিবুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। যুগ্ম সম্পাদক পদে এস এম ফরহাদই থাকছেন।
দফতর সম্পাদক পদে শুধু মীর কামরুজ্জামান মনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টুর প্রতিদ্বন্দ্বী এম আর মশিউর।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুস সামাদ, মাহবুবুর রহমান মোহন এবং কাজী রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কার্যনির্বাহী সম্পাদকের একটি পদে লড়ছেন হানিফ ডাকুয়া ও আইয়ুব হোসেন।
আট সদস্যের কমিটি নির্বাচনের জন্য আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণের নির্ধারিত দিন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নূর ইসলাম এই তথ্য দিয়েছেন।
ডুমুরিয়ার পল্লীতে এক প্রাইমারী স্কুলের সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত নালিশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের প্লাস্টার ধষে পড়ছে। দরজা জানালা নষ্ট। ছাদে ধরেছে ফাটল। সংস্কারের জন্য বরাদ্দকৃত ২লাখ টাকা চুনকাম করেই কাজ সম্পন্ন। যে কোন সময় ঘটতে পারে বড় অঘটন। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর অভিযোগ দায়ের করেছেন।
নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ ও একাধিক দায়িত্বশীল সুত্রে জানা গেছে গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির প্লাস্টার বেশ আগে থেকেই ধসে পড়ছে। প্রায় সকল জানালা ও দরজা নষ্ট হয়েছে গেছে। ছাদে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ছেলে-মেয়েরা সব সময় আতংকের মধ্যে ক্লাস করে। বিদ্যালয়টি সংস্কারের জন্য জেলা প্রশাসন ২ লাখ টাকা ইতিমধ্যে বরাদ্দ নিয়েছে। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা যায়, বিদ্যালয়টির সভাপতি আব্দুল ওয়াদুদ শেখ ও কতিপয় শিক্ষকের যোগসাজসে সামান্য চুনকাম করেই ২ লাখ টাকা তুলে নিয়েছেন। অভিভাবকরা আশংকা করছেন বিদ্যালয়টির দ্রুত সংস্কার না হলে যে কোন বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাছাড়া এলাকাবাসী এ অনিয়মের জন্য শালিশী বৈঠক করেও কোন সমাধান করতে পারেননি। নিরুপায় হয়ে গতকাল মঙ্গলবার এলাকাবাসীর গনস্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ বলেল, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল ওয়াদুদ শেখ এসকল অভিযোগ অস্বীকার করে বলে প্রকৃত টাকার কাজ হয়েছে। প্রতিপক্ষরা এসব অসত্য তথ্য দিয়ে তাকে হয়রানী করছেন বলে তিনি জানান।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল সকাল ১০টায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডুমুরিয়া মধ্যবিশ্বাসপাড়া আছমত উল্লাহ বিশ্বাস ও পূর্ব ডুমুরিয়া গ্রামের মোফাজ্জেল মোল্লার মেয়েকে দেখতে যান। এ সময়ে হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ সুফিয়ান রোস্তমের সাথে মতবিনিময় করেন। সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত দক্ষিণ ডুমুরিয়ার ঢালীপাড়া, শেখপাড়া, গাছীপাড়া বিশ্বাসপাড়ার সকল শ্রেণী পেশার মানুষেন সাথে কুশল বিনিময় করেন। রাতে মির্জাপুর তেমাথায় সকল শ্রেণীপেশার মানুষেন সাথে মতবিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস এম মাহাবুব, সাংবাদিক এস রফিক, সাংবাদিক এস কে বাপ্পি, মোজাম্মেল হক মোহন, রেজাউল ইসলাম, হারুনুর রশীদ বাবু, জাহাঙ্গীর মোড়ল, সুমন শেখ, বিল্লাল সরদার, সুরুজ মোড়ল, পলাশ রায়, বাধণ মন্ডল ।