বাঘের সঙ্গে তামিমের দড়ি টানাটানি!

1
Spread the love

ঢাকা অফিস

আসল টাইগারের সঙ্গে ক্রিকেট টাইগারের লড়াই। শুনতে আশ্চর্য লাগলেও বেষ্টনীতে বন্দি বাঘের সঙ্গে দড়ি টানাটানি করলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

গতকাল ২৭ ডিসেম্বর, রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বাঘের সঙ্গে সেই দড়ি টানাটানির ভিডিও পোস্ট করেন তামিম। সঙ্গে যুক্ত ছিল ‘নট স্ট্রং এনাফ’ বা ‘যথেষ্ট শক্তিশালী নই’ ক্যাপশনও।

ভিডিওতে দেখা যায়, কাঠ ও কাচের বেষ্টনিতে বন্দি একটি বাঘ মুখে কামড়ে টেনে যাচ্ছেন একটি দড়ি। আর সেই বেষ্টনির বাইরে তামিম ও আরেকজন মিলে দুই হাতে টেনে যাচ্ছেন সেটি।

শক্তি পরীক্ষায় একবার এগিয়ে যায় বাঘ, তো আরেকবার তামিম ও তার সঙ্গী। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। এই সংবাদ লেখা পর্যন্ত দুই হাজার ছয়শ’ বারের বেশি শেয়ার হয়েছে। আর কমেন্টও পড়েছে আড়াই হাজারের বেশি। পাশাপাশি বিরানব্বই হাজারের বেশি নেটিজেন এই ভিডিওতে রিঅ্যাক্ট করেছেন।