খানজাহান আলী থানার ওসি (তদন্ত) কবির হোসেন পুলিশের বার্ষিক শ্যূটিং-এ দেশ সেরা

33
Spread the love


ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি


বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা ২০২০ এককভাবে অংশগ্রহন করে সমগ্র বাংলাদেশের মধ্যে খানজাহান আলী থানার ওসি (তদন্ত) কবির হোসেন প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন । গত ২৩ ও ২৪ ডিসেম্ভর বাংলাদেশ শ্যূটিং ফেডারেশন ক্লাব গুলশান এ পুলিশের বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয় । ২৪ ডিসেম্ভর বাংলাদেশ পুলিশের এ্যডিশনাল আইজিপি মীর শহিদুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ও এ্যডিশনাল আইজিপি মাহাবুর রহমানের নিকট থেকে তিনি এককভাবে প্রথম স্থান অধিকার করায় ট্রফি গ্রহন করেন । কবির হোসেন এর গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার রাজাপুওে, তার পিতা নওশের আলী বিশ্বাস, মাতা সাহিদা বেগম ।

২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি প্রফেশনাল সাব-ইন্সপেক্টর হিসেবে যশোর জেলায় যোগদান করে সুনামের সঙ্গে চাকুরী করেন । দীর্ঘ ১৫ বছর চাকুরি জীবনে তার রয়েছে অসীম কৃতিত্বের অবদান । তিনি পুলিশ বাহিনীতে কর্মরত থাকাকালে অনেক পুরস্কার প্রাপ্ত হন। ২০১৫ সালের ১১ ই অক্টোবর তিনি সাব-ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। পদোন্নতি সূত্রে তিনি বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট কাউন্টার টেরোরিজম ঢাকায় কর্মরত ছিলেন, ২০১৭ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অংশগ্রহণ করে প্রায় দেড় বছর পশ্চিম আফ্রিকার মালিতে পিস কিপার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দুই বছর যাবৎ খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) হিসেবে কাজ করে যাচ্ছেন।

এককভাবে ১ম স্থান অর্জন করার পাশাপাশি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ শুটিং ফেডারেশন আইজিপি কাপ ২০২০ এ অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন ।