মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে কলেজছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় পিতাকে ১০ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সৈয়দ জাকির হাসান এই সাজা দেন।
কলেজ ছাত্রীর নাম ফারজানা আক্তার রিয়া। তার পিতার নাম আশরাফ আলী (৫৯)। তিনি পৌরশহরের বিজয়রামপুর গ্রামের মৃত নূর রহমানের ছেলে। পেশায় আশরাফ আলী ট্রাক চালক।
রিয়া বিজয়রামপুর আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী। জন্মসনদ হিসেবে তার বয়স ১৬ বছর নয় মাস।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবুল কালাম শিমুল জানান, শুক্রবার দুপুরে একই উপজেলার ভরতপুর গ্রামের এক ছেলের সাথে রিয়ার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ঘটনাস্থলে হাজির হন। আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যান। এরপর বাল্যবিয়ের অভিযোগে কনের পিতা আশরাফ আলীকে ধরে ১০ দিনের সাজা দেন আদালত। বিকেল চারটার দিকে আশরাফ আলীকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ইউএনও সৈয়দ জাকির হাসান, সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।