কর্মীসভা সফলের লক্ষ্যে সদর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

1
Spread the love

খবর বিজ্ঞপ্তি

আগামী ৯ই জানুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিতব্য কর্মীসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সদর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক বনী’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল। বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, শেখ আনোয়ার হোসেন আনু, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আবুল কালাম, মিজান সরদার, জাহিদুল ইসলাম বাচ্চু, সাইফুর রহমান জাহিদ, শামছুজ্জামান হীরা, পলাশ মোল্লা, কবির গাজী, কামরুল ইসলাম, আলাউদ্দিন জমাদ্দার, হাবিবুর রহমান স্বপন, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ আলামিন হোসেন,এরশাদ জলিল, মোঃ জসিম উদ্দিন, জামাল গাজী, আব্দুর রহীম, নুর ইসলাম, কবির হোসেন, নাহিদ হোসেন প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ আগামী ৯ই জানুয়ারী’২০ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের “খুলনা বিভাগীয় টীম”-এর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সদর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার জন্য সদর থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীগনকে আহবান জানান।