যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন:মঞ্জু

3
Spread the love

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে মহামানবরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে। মহান যিশুখ্রিস্ট একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া। মহামানবদের জীবনদর্শন যথাযথ উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব। বৃহস্পতিবার রাতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছ ও অভিনন্দন জানাতে গিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, যুগে যুগে ধর্ম প্রচারকগণ মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। ¯্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন।

মহান যিশুখ্রিস্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন। মঞ্জু বড়দিনের সব কর্মসূচির সাফল্য কমনা করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে ফাদার জেমস্ এর নিকট, রাত ৯টায় সোনাডাঙ্গা ব্যাপিস্ট চার্চে রোনালদো দোবে টাবুর নিকট ও রাত সাড়ে ৯টায় সেন্ট যোসেফ ক্যাথিধ্যান চার্চে আনন্দ ম-লের নিকট ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, বদরুল আনাম খান, ইশহাক তালুকদার, মেজবাহ উদ্দিন মিজু, মেহেদী হাসান সোহাগ, হাসনা হেনা, তৌহিদ খোকন, গোলাম নবী ডালু, ইকবাল হোসেন, সাইফুল মল্লিক, আরিফুল রহমান আরিফ, শরিফুল ইসলাম, মুসফিকুর রহমান অভি, রাজু মল্লিক, ইমরান হোসেন, কওসারী জাহান মঞ্জু, আল মামুন প্রমুখ।