আসাদ, দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ি মোঃ রজব আলী মোড়লের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেছে বাড়ির মালিক। এ ঘটনায় থানায় জিডি এন্ট্রি করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল হক মোড়লের পুত্র বারাকপুর বাজারের চায়ের দোকানী মোঃ রজব আলী প্রতিদিনের নেয় সোমবার রাত ১১ টায় বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে চিৎকার শুনে ঘুম ভাঙ্গতেই তার গায়ে দেওয়া কম্বলে আগুন দেখে ঘরের বাইরে বেরিয়ে আসে প্রতিবেশিরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘরের আসবাবপত্র ও ঘরে থাকা নগদ ৮ হাজার ৬ শত টাকা পুড়ে যায়। অল্পের জন্য বেঁচে যান রজব আলী তার পরিবারের দাবি স্থানীয় কোন্দলের কারণে আগুন লাগিয়ে দেয়া হতে পারে। এ বিষয় দিঘলিয়া থানায় অফিসার (ওসি তদন্ত) সহ দু’ অফিসার ঘটনা স্থলে গিয়েছিলো। তারা জানান অনুসন্ধান শেষে জানাযাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থাকে আগুন লেগেছে।
উল্লেখ্য গত ১২ ডিসেম্বর রাতে ইউপি চেয়ারম্যান গাজী হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের সন্ত্রাসী দল আনসার শেখ এর বাড়িতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রজব আলীর প্রতিবেশিদের ধারণা ঐ ঘটনার জের ধরে কেউ শত্রুতা করে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।