চরমপন্থী লিপু হত্যা মামলার আরো এক আসামি গ্রেফতার : ফারুক ও মুরাদ ৪ দিনের রিমান্ডে

11
Spread the love

স্টাফ রিপোর্টার 

ফুলতলায় সন্ত্রসীদের গুলিতে নিহত মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ তাকে আদালতে হাজির করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি হলেন খুলনা জেলার ফুলতলা থানার প্রায়গ্রাম এর সিরাজ শেখের ছেলে মিন্টু শেখ (৪০)। এর আগে শনিবার এ মামলার গ্রেফতার দু’আসামি  চরমপন্থী নেতা ফারুক মোল্যা (৪৫) ও মুরাদ হোসেন শেখ (৪০)কে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত ফারুক মোল্যা ও মুরাদ হোসেন শেখ এর ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, আত্মসমার্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসা মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যার পর তার ভাই ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৪ । ঐ রাতেই প্রয়ামের অন্য একটি বাড়ি থেকে এজাহারভূক্ত আসামি আত্মসমার্পনকৃত চরমপন্থী ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক মোল্যা ও তার সহযোগী মুরাদ হোসেন শেখকে আটক করা হয়।

হত্যাকান্ডের  মোটিভ উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও ভিকটিমের মোবাইল কল লিষ্ট যাচাই, আটক আসামীদের জিজ্ঞাসাবাদ এবং এজাহারভুক্ত অন্য আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৮ডিসেম্বর মোল্যা হেমায়েত হোসেন লিপু তার বাড়ির অদূরে ফুলতলা গরুহাট এলাকায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন অফিসে ও অফিসের বাইরে দাড়িয়ে কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা ও টিভি দেখছিলেন। এ সময় মোটর সাইকেল যোগে মুখোশধারী ৪/৫ জন অস্ত্রধারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু বুঝে উঠার আগেই লিপুর বুকে ও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি বর্ষণ করে। সাথে সাথে লিপু মাটিয়ে লুটিয়ে পড়লে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত লিপুর ভাই ও ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং-১৪, তারিখ-১৯/১২/২০২০ইং)। মামলায় বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা ও বাহিনীর প্রধান ফারুক মোল্যাসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়।