কেশবপুরে সুবোধ মিত্র প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ

1
Spread the love

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ 

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর। এখানে এসে সে সুযোগ তৈরি হয়েছে। এদের দেখে আমি তাদের মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছি। আজ থেকে এই প্রতিবন্ধী শিশুরা আমার সন্তান। আমি মৃত্যুর আগ পর্যন্ত এ প্রতিষ্ঠানের প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে চাই।

বুধবার দুপুরে কেশবপুর শহরের সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রোটারী ক্লাব অব খুলনা সিটির সাধারণ সম্পাদক নাসরিন পারভেজ উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, শত ব্যস্ততার মধ্যেও খুলনা থেকে আজ এখানে এসেছি। এ প্রতিষ্ঠানের যে সকল প্রতিবন্ধীরা বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের প্রত্যেক মাসের খরচ আমি পাঠিয়ে দিব। এছাড়া এখানকার সকলের জন্য খুব শীগ্রহ শীতবস্ত্র নিয়ে আসবো। এরা শীতে কষ্ট পেলে আমরা তো শীতবস্ত্র পরিধান করেও স্বস্তি পাবো না।

সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জে.বি মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগরের মহিলা লীগ নেত্রী মাহবুব আক্তার সুমি শিরিনা পারভীন। স্বাগত বক্তব্য দেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি নাসরিন পারভেজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক উত্তরীয় প্রদানসহ অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা। সময় দৃষ্টি প্রতিবন্ধী হুসাইন কবির হৃদয় কোরআন তেলওয়াত দীপ্ত কুমার পাল গীতা পাঠ করেন। এদিন দুপুরে বিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিবন্ধী তাদের অভিভাবকের মাঝে খাবার বিতরণ করা