এমদাদ মোল্লা ছিলেন চৌকষ বিচক্ষণ ও দুরদর্শি রাজনৈতিক নেতা:এমডিএ বাবুল রানা

27
Spread the love

খবর বিজ্ঞপ্তি


খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন এম এমদাদুল হক মোল্লা আওয়ামী লীগের দু:সময়ের একজন পরীক্ষিত নেতা ছিলেন। তিনি বঙ্গবন্ধু’র নির্দেশে খুলনাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন চৌকষ বিচক্ষণ ও দুরদর্শি রাজনৈতিক নেতা। এজন্যে তাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে; তবুও তিনি বিন্দুমাত্র বঙ্গবন্ধু’র আদর্শ স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুৎ হননি। তিনি বলেন, আজ অনেকে আছেন যারা ছবি তুলে নেতা হতে চান। এ ভাবে রাজনীতি করে নেতা হওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে শতভাগ ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নিজের অবদান রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এমদাদ মোল্লার মত আদর্শবাদী হতে হবে।

শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এমদাদুল হক মোল্লার মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনা বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যাপক রুনু ইকবাল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, চ. ম মুজিবর রহমান,

মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, শেখ হাসান ইফতেখার চালু, অহিদুল ইসলাম পলাশ, মো. মোতালেব মিয়া, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, শেখ আব্দুল কাদের, অভিজিৎ চক্রবর্তী দেবু, জব্বার আলী হীরা, ইলিয়াছ হোসেন লাবু, জহির আব্বাস, শংকর, মাহামুদুর রহমান রাজেশ, নিশাত ফেরদৌস অনি, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।