ডুমুরিয়ায় সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

3
Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি

পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আলী হোসেন গাজী (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে খুলনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৫ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর ছেলে।

খুলনা সিআইডি সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গতকাল বুধবার ডুমুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীরা। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার মামলাটি তদন্ত করছেন।