শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু’র ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে:তালুকদার আব্দুল খালেক

3


খবর বিজ্ঞপ্তি


খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন বাংলাদেশে কোন সাম্প্রদায়িক মৌলবাদিদের স্থান নাই। যারা বাংলাদেশে সম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াবে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তাদের কোন ক্ষমা নেই। বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দির ভাবশিষ্য হিসেবে সব সময়ই অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সমাজতন্ত্রের মূলমন্ত্র নিয়েই বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন। আর সেই চিন্তা চেতনা থেকেই বাংলাদেশের সংবিধান রচনা করা হয়েছিলো। মেজর জিয়া তাহের উদ্দিন ঠাকুর খুনী মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে সেই লক্ষ্যকে মুছে ফেলে দেয়ার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু আল্লাহ পাকের অশেষ কৃপায় শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখে বঙ্গবন্ধু’র সেই স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ্ আগামী ২০৪১ সালের মধ্যে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাড়াবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন মৌলবাদী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। বাংলাদেশ ’৭২-এর সংবিধান অনুযায়ী চলবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু’র ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে।
গতকাল সকাল ৯টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মহান বিজয় দিবসে র‌্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জাতীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার। আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ মো. ফারুক আহমেদ, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. সরদার রজব আলী, এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, অধ্যা. রুনু ইকবাল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, শেখ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামাল সজল, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, মুন্সি নাহিদুজ্জামান, মো. শাকিল আহমেদ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, নজরুল ইসলাম দুলু, আব্দুল কাদের শেখ, মো. শওকাত হোসেন, রোজী ইসলাম নদী, জেসমিন সুলতান শম্পা, কাউন্সিলর মাহামুদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, এ্যাড. রাবেয়া ওয়ালি করবী, জব্বার আলী হীরা, মাহামুদুর রহমান রাজেস, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মাল্যদান শেষে আলোচনা সভা করে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মহানগর মহিলা আ’লীগের
আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি


মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যা. হোসনে আরা রুনুর সভাপতি এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পীর পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তি রায়, বলাকা রায়, নূরীনা রহমান বিউটি, নূরজাহান রুমি, আর্চিনা বেগম, পাপিয়া ইসলাম, সাবিহা ইসলাম আঙ্গুর, কবিতা আহমেদ, তামান্না, শাহানা বানু, সুপ্তি হাসান, আনোয়ারা পারভীন, মরিয়ম বেগম, উর্মিলী নন্দী, ইতি, আনোয়ারা বেগম, রাশিদা বেগম, মনোয়ারা বেগম, দীপা বিশ্বাস, শিউলি বিশ্বাস, ফরিদা ইয়াসমিন, রীতা আহমেদ, জ্যোতি প্রমুখ।